‘আহলেহাদীছ যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন
গত ২৫শে আগস্ট’১৬ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর (২০১৬-২১৮ সেশনে) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পরে দেশব্যাপী যেলা কমিটি পুনর্গঠন প্রক্রি্য়া অব্যাহত রয়েছে। এ উপলক্ষে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন যেলা সমূহে সফর করেন। যেলা সমূহের পুনর্গঠন ও প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে পেশ করা হ’ল-
(১) গাইবান্ধা পশ্চিম, ২১শে অক্টোবর’১৬ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাইবান্ধা পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে টি এন্ড টি কলোনী জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নূর মুহাম্মাদ প্রধান। আরো উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বুদ। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি শফিউর রহমান, অর্থ সম্পাদক মাহতাবুদ্দীন সরকার প্রমুখ। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল-মামুনকে সভাপতি ও আশীকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
(২) ময়মনসিংহ উত্তর, ১লা নভেম্বর’১৬ মঙ্গলবার : অদ্য বিকাল ৪-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ময়মনসিংহ উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে মেকিয়ার কান্দা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে আল-আমীনকে সভাপতি ও আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
(৩) ময়মনসিংহ দক্ষিণ, ২ই নভেম্বর’১৬ বুধবার : অদ্য বাদ যোহর ময়মনসিংহ দক্ষিণ সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে করাতিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ডা. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে জুলহাসুদ্দীন ত্রিশালীকে সভাপতি ও মুহাম্মাদ ইদরীস আলীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
(৪) পাবনা, ৩ই নভেম্বর’১৬ বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পাবনা যেলার উদ্যোগে চাঁদমারি আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দো্লন’-এর সভাপতি মুহাম্মাদ বেলালুদ্দীন হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। অনুষ্ঠানে মুহাম্মাদ হাসানকে সভাপতি ও সাদ্দামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
(৫) বগুড়া, ২২ই অক্টোবর’১৬ শনিবার : অদ্য বাদ যোহর বগুড়া সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে সালাফিয়া হাফেযীয়া মাদ্রাসা ও ইয়াতীমখানায় যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী। অনুষ্ঠানে আল-আমীনকে সভাপতি ও নওশাদ পারভেযকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
(৬) পূর্ব জিনাডুলী, জামালপুর উত্তর ২৮ই অক্টোবর’১৬ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ জামালপুর উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে পূর্ব জিনাডুলী আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা মাকবুল হোসাইন তুফানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে এস. এম. এরশাদ আলমকে সভাপতি ও ছামিউল হককে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
(৭) নরসিংদী, ২৮ অক্টোবর’১৬ শুক্রবার : অদ্য বাদ আছর বাংলাদেশ আহলেহাদীছ ‘যুবসংঘ’ নরসিংদী সাংগঠনিক যেলার উদ্যোগে পাচঁদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুস্তাফীযুর রহমান সোহেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কাযী মুহাম্মদ আমীনুদ্দীন, মুহাম্মাদ মাহফূজুল ইসলাম, শরীফুদ্দীন ভূইয়া, মুজাহিদুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে মুহাম্মাদ আব্দুছ ছাত্তারকে সভাপতি ও মুহাম্মাদ দেলাওয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’- এর কমিটি পুনর্গঠন করা হয়।
(৮) তাহেরপুর, রাজশাহী ৩ ই ডিসেম্বর’১৬ শনিবার : অদ্য বাদ যোহর তাহেরপুর পৌর এলাকা ‘যুবসংঘে’র উদ্যোগে তাহেরপুর আহলেহাদীছ জামে মসজিদে এলাকা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাহেরপুর পৌর ‘যুবসংঘ’-এর সভাপতি খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ। অনুষ্ঠানে আশরাফুল ইসলামকে সভাপতি ও মীযানুর রহমান আল-কাফীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট তাহেরপুর পৌর এলাকা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
(৯) পতেঙ্গা, চট্টগ্রাম ৩রা ফেব্রুয়ারী’১৭ শক্রবার : অদ্য বাদ জুম‘আ পতেঙ্গাস্থ বাইতুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (২০১৬-২০১৮ সেশন)’-এর চট্টগ্রাম সাংগঠনিক যেলা পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ ও ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। উক্ত অনুষ্ঠানে মুহাম্মাদ রফীকুল ইসলামকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
(১০) তিনমাথা, বগুড়া ১১ই ফেব্রুয়ারী’১৭ শনিবার : অদ্য সকাল ১১-টায় থেকে আছর পর্যন্ত ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে বগুড়া সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে শাখা, এলাকা, উপযেলা ও যেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক রফীকুল ইসলাম, গাইবান্ধা পশ্চিম সাংগঠনিক যেলার সভাপতি আব্দুল্লাহ আল-মামুন ও সাধারণ সম্পাদক আশীকুর রহমান প্রমুখ।
(১১) জুগীপাড়া, বাগাতিপাড়া নাটোর ২০শে জানুয়ারী’১৭ শুক্রবার : অদ্য সকাল ১১-টায় থেকে মাগরিব পর্যন্ত জুগীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে নাটোর সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে শাখা, এলাকা, উপযেলা ও যেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও দফতর সম্পাদক মিনারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(১২) হাটিয়াকুটি, তারাগঞ্জ রংপুর ৫ই জানুয়ারী’১৭ বৃহস্পতিবার : অদ্য বাদ আসর হাটিয়াকুটি আহলেহাদীছ ‘আন্দোলন’-এর উদ্যোগে সোণামনি সালাফিয়া মাদরাসা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(১৩) হাটদামনাস, বাগমারা রাজশাহী ২৭শে জানুয়ারী’১৭ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ হাটদামনাস এলাকা আহলেহাদীছ ‘যুবসংঘ’-এর উদ্যোগে ‘আহলেহাদীছ লাইব্রেরী উদ্বোধন’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটদামনাস এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(১৪) সোনাপুর, মহাদেবপুর নওগাঁ ৯ই ফেব্রুয়ারী’১৭ বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় সোনাপুর আহলেহাদীছ জামে মসজিদে নওগাঁ সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে শাখা, এলাকা, উপযেলা ও যেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আফযাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আফযাল হোসাইন।
(১৫) তারাইলদার, জামালপুর উত্তর ১১ই জানুয়ারী’১৭ বুধবার : অদ্য সকাল ২-টায় মিলনদহ আহলেহাদীছ জামে মসজিদে জামালপুর উত্তর সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’-এর উদ্যোগে শাখা, এলাকা, উপযেলা ও যেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’-এর সভাপতি এস. এম. এরশাদ আলমকে সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সাংগঠনিক যেলার সভাপতি শামীম আহমাদ।
(১৬) মুনীপুর বাজার, গাযীপুর ২৩ ডিসেম্বও’১৬ সোমবার : অদ্য সকাল ১০-টায় মুনীপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে গাযীপুর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে শাখা, এলাকা, উপযেলা ও যেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাযীপুর সাংগঠনিক যেলার সাবেক সভাপতি হাতেম বিন পারভেজ, গাযীপুর সাংগঠনিক যেলার ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রমুখ।
(১৭) চাঁদপুর, বিরামপুর ২৮ ডিসেম্বর’১৬ বুধবার : অদ্য সকাল ১০-টায় চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে দিনাজপুর পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে শাখা, এলাকা, উপযেলা ও যেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুসতাকীম আহমাদ ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল ওয়াহহাব ও যেলার অন্যান্য নেতৃবৃন্দ।
(১৮) শিকটা, জয়পুরহাট ২৯ ডিসেম্বর’১৬ বৃহস্পতিবার : অদ্য সকাল ১১-টায় শিকটা আহলেহাদীছ জামে মসজিদে জয়পুরহাট সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে শাখা, এলাকা, উপযেলা ও যেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর শাখা সভাপতি তাহমিম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট সাংগঠনিক যেলার ‘আন্দোলন’-এর ও ‘যুবসংঘ’-এর বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(১৯) পাটুলীপাড়া, টাঙ্গাইল ৩ই ফেব্রুয়ারী’১৭ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ পাটুলীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ টাঙ্গাইল সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল যেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সিরাজগঞ্জ সাংগঠনিক যেলার সভাপতি শামীম আহমাদ, যেলার বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানে মাসঊদুর রহমানকে সভাপতি ও ইসমাঈল হোসেকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
(২০) বরকোয়া, কামারখন্দ সিরাজগঞ্জ ১৯ই জানুয়ারী’১৭ বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় বরকোয়া কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে সিরাজগঞ্জ সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে শাখা, এলাকা, উপযেলা ও যেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর যেলা সভাপতি শামীম আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর ও ‘যুবসংঘ’-এর বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(২১) শালিয়া, ঝিনাইদহ ৩১ই জানুয়ারী’১৭ মঙ্গলবার : অদ্য বাদ যোহর ঝিনাইদহ সদর আহলেহাদীছ জামে মসজিদে ঝিনাইদহ সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে শাখা, এলাকা, উপযেলা ও যেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’ সংগঠনের বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(২২) বায়া, পবা রাজশাহী ১৭ই ফেব্রুয়ারী’১৭ শুক্রবার : অদ্য বাদ মাগরিব বায়া এলাকা ‘যুবসংঘে’র উদ্যোগে বায়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বায়া এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফজলুর করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’-এর কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, রাজশাহী যেলা সদর ‘আন্দোলন’-এর সাহিত্য ও পাঠাগার সম্পাদক আফযাল হোসাইন, রাজশাহী মহানগরী পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক এ্যাডভোকেট জারজিস প্রমুখ।