সাধারণ জ্ঞান (ইসলাম)
১. কুরআনের সর্ব প্রথম আদেশ কি?
উত্তর : তুমি পড়।
২. মোট কত বছরে কুরআন অবতীর্ণ হয়েছে?
উত্তর : তেইশ বছরে।
৩. কোন সূরায় দু’বার তেলাওয়াতের সিজদা আছে?
উত্তর : সূরা হাজ্জে।
৪. কুরআনে মোট কতজন নবীর নাম উল্লেখ আছে?
উত্তর : ২৫জন।
৫. কুরআনুল কারীমে মোট কতগুলো আয়াত আছে?
উত্তর : (প্রসিদ্ধমতে) ৬২৩৬ টি।
৬. কুরআনুল কারীমের মোট কয়টি সূরা আছে?
উত্তর : ১১৪টি।
৭. কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি?
উত্তর : সূরা কাওছার।
৮. কুরআনুল কারীমের অবতীর্ণ সর্বশেষ আয়াত কোনটি?
উত্তর : সূরা বাক্বারাহর ২৮১ নং আয়াত।
৯. কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা কোনটি?
উত্তর : সূরা বাক্বারাহ।
১০. জাহান্নামের ফেরেশতা কয়জন?
উত্তর : ১৯ জন।
১১. আল্লাহর নূরের উদাহরণ কি?
উত্তর : তাকের ভিতর কাচের প্রদীপের মত।
১২. কোন দেশের আইনে চুরির শাস্তিতে চোরকে দাস বানানো হ’ত?
উত্তর : মিশর।
১৩. অবিশ্বাসীরা সূদকে কার মত মনে করে?
উত্তর : ব্যবসার মত।
১৪. আল্লাহর নবীর সবচেয়ে বড় মু’জিযা কি?
উত্তর : আল-কুরআন।
১৫. আল-কুরআনে ঘোষিত সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে?
উত্তর : যে আল্লাহর দিকে মানুষকে আহবান করে।
১৬. সূরা ফাতিহার শেষে অভিশপ্ত ও ভ্রষ্ট কারা?
উত্তর : ইয়াহুদী ও খ্রিষ্টানরা।
১৭. কুরআনে মুহাম্মাদ (ছাঃ) নাম কতবার এসেছে?
উত্তর : ৪ বার।
১৮ কুরআনে আহমাদ নাম কতবার এসেছে?
উত্তর : ১বার।
১৯. কোন সূরার অপর নাম সূরা ইসরা?
উত্তর : সূরা বানী ইসরাঈল।
২০. ছাহাবার মধ্যে কুরআনে কার নাম উল্লেখ হয়েছে?
উত্তর : যায়েদ (রাঃ)-এর নাম।
২১. তিন সময়ে শিশুরাও রুমে প্রবেশ করতে অনুমতি নেবে, কোন কোন সময়ে?
উত্তর : ফজরের আগে, যোহরের আরামের সময় ও এশার পর।
২২. কুরআন মাজীদে কোন নবীর দাড়ির কথা উল্লেখ আছে?
উত্তর : হারূন (আঃ)।
২৩. সূরা আছরের শানে ইমাম শাফেঈ (রহঃ) কি বলেছেন?
উত্তর : কুরআনে মানবজাতির জন্য অন্য কোন সূরা নাযিল না হ’লেও যথেষ্ট ছিল?
২৪. কুরআনুল কারীমে মর্যাদায় সবচেয়ে বড় সূরা কোনটি?
উত্তর : সূরা ফাতিহা।
২৫. কোন সূরা পড়লে কবরের আযাব মাফ হয়?
উত্তর : সূরা মুল্ক।
২৬. কুরআনের প্রথম আয়াত কোথায় নাযিল হয়েছে?
উত্তর : মক্কায় নূর পাহাড়ের হেরা গুহায়।
২৭. কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই?
উত্তর : সূরা তাওবার প্রথমে।
২৮. এ দুনিয়াতে মানবতার সবচেয়ে বড় নে‘মত কি?
উত্তর : ইসলাম।
২৯. কোন সময় ১ রাকা‘আত ছালাত পড়লে ৩০ হাযার রাক‘আত অপেক্ষা বেশী ছালাত পড়া হয়?
উত্তর : ক্বদরের রাতে।
৩০. মাসের মধ্যে কোন মাসের নাম কুরআনে উল্লেখ আছে?
উত্তর : রামাযান মাসের নাম।
৩১. কোন সূরার অপর নাম সূরা ইনসান?
উত্তর : সূরা দাহর।
৩২. পার্থিব জীবনের উদাহরণ কি?
বৃষ্টি বর্ষণের পর সবুজ ঘাসের মত, যা ধীরে ধীরে হলুদ হয়ে খড়-কুটায় পরিণত হয়।
৩৩. কুরআনে মানুষকে আল্লাহর প্রথম নিষেধ কি?
উত্তর : শিরক করো না।
৩৪. মুসলমানদের মধ্যে সর্ব প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কুরআন অনুবাদ করেন কে?
উত্তর : মাওলানা আববাস আলী (১৮৫৯-১৯৩২ খৃ.)।
৩৫. কুরআনের তিনটি নাম উল্লেখ কর?
উত্তর : ফুরকান, হুদা, কিতাব।
৩৬. কোন সূরায় দু’বার বিসমিল্লাহ আছে?
উত্তর : সূরা নামলের শুরুতে এবং মাঝে।
৩৭. কোন সূরাটি দু’টি ফলের নাম দিয়ে শুরু হয়েছে?
উত্তর : সূরা তিন।
৩৮. কোন সূরার অপর নাম সূরা গাফের?
উত্তর : সূরা মু’মিন।
৩৯. কুরআন মাজীদের অর্ধাংশ কি?
উত্তর : সূরা কাহাফের ১৯ নং আয়াতের وَلْيَتَلَطَّفْ শব্দ।
৪০. প্রসিদ্ধ পাঁচটি তাফসীরের নাম বল?
উত্তর : তাফসীর ইবনে কাছীর, ফাতহুল কাদীর, তাবারী, কুরতুবী ও বাগাবী।
৪১. মুজাদালাহ অর্থ কি?
উত্তর : বিতর্ক করা।
৪২. আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করার উদাহরণ কি?
উত্তর : মাকড়সার জাল সদৃশ।