• free web stats
  • At-Tahreek
    সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

    সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

     

    ১. বর্তমানে দেশের সর্বমোট উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ?

    উত্তর : প্রায় ১২ ভাগ।

    ২. রেল মন্ত্রণালয় কত সালে গঠন করা হয়?

    উত্তর : ২০১১ সালে যোগাযোগ মন্ত্রণালয়কে ভেঙ্গে রেল মন্ত্রণালয় গঠন করা হয়।

    ৩. ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কত সালে?

    উত্তর : ১৬১০ সালে।

    ৪. কোন স্থানকে ২০১৬-২০১৭ সালের জন্য ‘সার্ক’ সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়?

    উত্তর : বগুড়া জেলার মহাস্থানগড়কে।

    ৫. নির্মাণাধীন  ‘পদ্মা সেতু’ কোন দু’টি যেলা সংযুক্ত করেছে?

    উত্তর : মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।

    ৬.  বাংলাদেশে বর্তমান মাথাপিছু আয় কত?

    উত্তর : ১৪৬৬ মার্কিন ডলার।

    ৭. বাংলাদেশের বর্তমান মানুষের গড় আয়ু কত?

    উত্তর : ৭০.৭ বছর।

    ৮. বাংলাদেশের প্রথম সংবাদপত্র কি?

    উত্তর : দৈনিক আযাদ।

    ৯. বাংলাদেশে সাংবাদিকতার জনক কে?

    উত্তর : আযাদ পত্রিকার সম্পাদক মাওলানা আকরম খাঁ।

    ১০. বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত বর্গকিলোমিটার ?

    উত্তর : ৬০১৭ বর্গকিমি।

    ১১. বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটি কোন সালে স্থাপিত হয়?

    উত্তর : ১৯৭৫ সালে ।

    ১২. বাংলাদেশের বিশ্ববিদ্যলয়েসমূহের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম কি?

    উত্তর : UGC।

    ১৩. প্রস্তাবিত ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি’ কোন নদীর তীরে স্থাপিত হবে?

    উত্তর : পশুর ।

    ১৪. ‘বরেন্দ্র জাদুঘর’ কোথায় অবস্থিত?

    উত্তর : রাজশাহীতে।

    ১৫. ‘বর্ডার গার্ড বাংলাদেশ’-এর বর্তমান মহাপরিচালক কে?

    উত্তর : মেজর জেনারেল আবুল হোসেন।

    ১৬. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?

    উত্তর :  ১৬.২৯ কোটি।

    ১৭. ‘কাটার মাস্টার’ নামে খ্যাত ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাঁর অভিষেক একদিনের আর্ন্তজাতিক ক্রিকেটে সিরিজে মোট কতটি উইকেট সংগ্রহ করেন ?

    উত্তর : ১৩ উইকেট।

     


    HTML Comment Box is loading comments...