• free web stats
  • At-Tahreek
    সাধারণ জ্ঞান (সাম্প্রতিক আন্তর্জাতিক)

    সাধারণ জ্ঞান (সাম্প্রতিক আন্তর্জাতিক)

     

    ১. আয়তনে বৃহত্তম মুসলিম দেশ কোনটি?

    উত্তর : কাজাখিস্তান।

    ২. বাংলাদেশ নৌবাহিনীতে চীন প্রদত্ত ‘নবযাত্র’ ও ‘জয়যাত্রা’ সাবমেরিন দু’টির মূল্য কত?

    উত্তর : ২০ কোটি ৩৩ লাখ ডলার বাংলাদেশী টাকায় দেড় হাজার কোটি।

    ৩. বিশ্বের কোন মুদ্রার মূল্যমান সবচেয়ে বেশী ?

    উত্তর : কুয়েতী দিনার।

    ৪. ভুটান শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

    উত্তর : সংস্কৃত শব্দ ‘ভূ-উত্থান’ থেকে, যার অর্থ ‘উচুঁ ভূমি’।

    ৫. সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?

    উত্তর : ডেনমার্ক ।

    ৬. প্রথম ‘সার্ক’ সাংস্কৃতিক রাজধানী কোনটি?

    উত্তর : বামিয়ান (আফগানিস্তান)।

    ৭. বিশ্বের মোট জনসংখ্যা কত?

    উত্তর : ৭৪৩.৩০ কোটি।

    ৮. সার্কভুক্ত দেশের মধ্যে সর্বাধিক জম্মাহারের দেশ কোনটি?

    উত্তর : আফগানিস্তান।

    ৯. মালয়েশিয়ার নবনির্বাচিত রাজার নাম কি?

    উত্তর : পঞ্চম মুহাম্মাদ

    ১০.পাকিস্তানের নতুন সেনা প্রধানের নাম কি? 

    উত্তর : জেনারেল কামার জাভেদ বাজওয়া; ২৯ নভেম্বর ২০১৬।

    ১১. যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষ  দেশ কোনটি?

    উত্তর : চীন।

    ১২. সউদী আরবভিত্তিক ‘প্রিন্স সুলতান বিন আব্দুল আযীয ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ওয়াটার’ (PSIPW) কোন বাংঙ্গালী বিজ্ঞানী পদক পান?

    উত্তর : বাংলাদেশী বিজ্ঞানী টাইটস ইউনিভার্সিটির অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও তাঁর দল।

    ১৩. কোন জলবায়ু সম্মেলনে বাংলাদেশে আর্ন্তজাতিক সৌর জোটে সদস্য পদ লাভ করে?

    উত্তর : মরক্কোর মারাকাশে অনুষ্ঠিত ২২তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে।

    ১৪. সংশোধিত বর্ষপঞ্জি কবে থেকে চালু হবে এবং কি ধরণের পরিবর্তন দেখা যাবে?

    উত্তর : ২০১৭ সাল থেকে, ফাল্গুন মাস ২৯ দিনের পরিবর্তে ৩০ দিনে এবং বৈশাখ থেকে আশ্বিন পযর্ন্ত প্রথম ছয় মাস হবে ৩১ দিনে।

    ১৫. ‘পারকিনসন্স’ রোগের কারণ উদ্ভাবন করেন কে?

    উত্তর : বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ ড. মিরাতুল মুক্বীত।

    ১৬. পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত জনপদের নাম কি?

    উত্তর : মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা জনপদ।

    ১৭. হাইড্রোজেনচালিত দূষণমুক্ত ট্রেন সর্বপ্রথম চালু হয়?

    উত্তর : জার্মানির বার্লিনে।

    ১৮.  লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম কি?

    উত্তর : সা‘দ হারীরী, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী রফিক্ব হারীরীর ছেলে।

     


    HTML Comment Box is loading comments...