• free web stats
  • At-Tahreek
    কবিতা

    কবিতা

    সময় থাকতে

    নুরমা খাতুন

    গড়ের কাঁন্দা, বাঁকাল, সাতক্ষীরা।

    শিরক, বিদ‘আত ছেড়ে দিয়ে

    তওবা কর তুমি নওজোয়ান,

    সব পীরকে ভুলে গিয়ে

    হও মহাপ্রভুর দিকে আগুয়ান।

    জ্ঞান থাকতে হারায়ে হুশ

     যেওনা পীরের মাযারে

    নিওনা পীরের তাবীয-কবয

    পরিও না আপন শরীরে।

    আল্লাহ ও রাসূলের আনুগত্য ছেড়ে

    করো না আর কারো আনুগত্য

    ফল পাবেনা কিছুই তাতে

    শয়তানের দলে হয়ে যুক্ত।

     ছেড়ে দিয়ে পীর পূজা আর কবর পূজা

    করিওনা আর থাম্বা পূজা,

    জান্নাত পাবার আশা কর

    জান্নাত কি আর এত সোজা?

    সঠিক পথের পথিক হয়ে,

    দিবে কী বুঝ আল্লাহর কাছে?

    সময় থাকতে খুঁজলে সরল পথ

    দুনিয়াতে হবে মুমিন, পরকালে পাবে জান্নাত।

    টাকা

    -মুহাম্মাদ লাবীবুর রহমান

    হায়াৎপুর, পার্বতীপুর, দিনাজপুর।

    টুকরো কাগজ রঙিন সাজে

    আখ্যা পেল টাকা,

    ধরার বুকে তার আলোকে

    ঘুরছে জীবন-চাকা।

    ছুটছে মানব তার পিছুতে

    করতে পূরণ অভাব,

    কত লোকের দিবা কালে

    ভ্রষ্ট হচ্ছে স্বভাব।

     লোভের তাড়ন বাড়ায় দহন

    কারো দেহ-মনে,

    রবকে ভুলে তাইতো চলে

    হারাম রূযীর পানে।

    ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাধে

    টাকা বাড়ায় ঝাল,

    মাতামাতির পরিণতি

    যমীন করে লাল।

    বউ-শাশুড়ি তর্ক ধরে

    শ্বশুর পাকায় তাল

    স্বামীর মনে খটকা লাগায়

    করতে সংসার-বেহাল।

     নেশার চোটে খুনি হতে

    মাতাল নাহি ডরে,

    দিন-দুপুরে পকেটমারে

    পকেট খালাস করে।

    টাকার নেশা বাধায় পেশা

    চলে কসবি-বৃত্তি,

    নারীর সতীত্ব টাকার খোরাক

    এইতো বিশ্ব কীর্তি।

     যোগ্য জনে আসন না পায়

    আযোগ্যের হয় ঠাই,

    নির্দোষী জন জেলের স্বজন

     দোষীর সাজা নাই।

    ‘মানি ইজ দা সেকেন্ড গড’

    বলে কতক জনে,

    শিরক বাক্য উচ্চারিতে

    ডর জাগেনা মনে।

    হায়রে টাকা! যায়না রাখা

    হাতের ময়লা বনে,

    হাত বদলের রঙ্গ খেলায়

     ঘোরে জনে জনে।

    হয়না কভু কবর সাথী

    তবু টাকার ছলে

    আটকা পড়ে মানব জাতি

     মোহের বেড়াজালে।

    অন্ধকার কবর

    -আবু রায়হান

     সোনাবাড়ীয়া, কলারোয়া, সাতক্ষীরা।

    অন্ধকার কবর যেদিন

    বিদায়ের ডাক দিবে

     সেদিন তুমি শুন্য হাতে

    চির বিদায় নিবে।

    যারা তোমার এই ধরাতে

    ছিল বেশী আপন

    তারাই সেদিন নিজ হাতে

    করবে তোমায় দাফন।

    দু’দিনের এ দুনিয়াতে যারা

    অন্যায় গেছে করে

    বুঝবে সেদিন যেদিন যাবে

    গহীন অন্ধকার কবরে।

     কেউ হবে না সে দুর্দিনে

     তোমার সফর সঙ্গী

    দেখবে সেদিন সবাই বসে

     তোমার মরণ ভঙ্গী।

    সময় থাকতে এখনও তুমি

    কর দ্বীনী শিক্ষা

     তোমার জন্য অন্ধকার কবর

    করছে অপেক্ষা।

     


    HTML Comment Box is loading comments...