• free web stats
  • At-Tahreek
    কবিতা

    ১লা এপ্রিল

    -জাহাঙ্গীর আলম

    কাকডাঙ্গা, কলারোয়া, সাতক্ষীরা

    ৮০০ বছরের গৌরবময় মুসলিম শাসনে

    স্পেন সমৃদ্ধ হয়েছিল সম্পদ, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানে

    দিনে দিনে ইসলামের জয়ের নিশান উড়ল

    তাই দেখিয়া খৃষ্টানেরা ভীষণ চিন্তায় পড়ল।

    ইসলাম হ’ল সত্য ধর্ম মুসলমানের বংশ

    চিন্তা করল ফার্ডিন্যান্ড তাদের করবে ধ্বংস।

    ইতিহাসের পাতায় ১৪৯২ সালে

    লক্ষ মুসলিমের প্রাণ গিয়েছিল ১লা এপ্রিলে।

    ফার্ডিন্যান্ড আর ইসাবেলার চক্রান্তের মাধ্যমে

     স্পেনের যুবরাজকে নিয়ন্ত্রণে নিল মুসলিম নিধনে।

    ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফার্ডিন্যান্ড বলে

    বাঁচবি তোরা জীবন নিয়ে মসজিদ ঘরে গেলে।

    বিশ্বাস নিয়ে বাঁচার তাগিদে গেল সবাই মসজিদ পানে

    তালাবদ্ধ করে খৃষ্টানরা তাতে দিল আগুন জ্বালিয়ে।

    অগ্নিদগ্ধ হ’ল সেদিন শিশু, পুরুষ, নারী

    আর্তনাদ আর আহাজারিতে আকাশ হ’ল ভারী

    বিদায় নিল স্পেন থেকে ৭ লক্ষ মুসলমান

    তাই দেখে উল্লাস করল বিধর্মী খৃষ্টান।

    ১লা এপ্রিল মুসলমানের হৃদয় বিদারক অধ্যায়

    সেদিন স্পেনের মাটি রঞ্জিত হ’ল মুসলিম রক্তের বন্যায়।

    আজ মুসলমানের ১লা এপ্রিল উদযাপন দেখে লজ্জা মোরা পায়।

    ক্ষমা কর প্রভু পরকালে নাজাত যেন পায়।

    রামাযানের আঞ্জাম

    -মুহাম্মাদ শহীদুল্লাহ

    নলত্রী, গোদাগাড়ী, রাজশাহী

    শান্তির সুধা বইয়ে দিতে

    আসছে ফের রামাযান

    যে এ রামাযান লাগাবে কাজে

    সেই তো মহা ভাগ্যবান।

    ছোট বড় যত গুনাহ করেছি

    গত এগার মাসে

    প্রভুর নিকটে চাইব ক্ষমা

    আল্লাহ যে দয়াময়।

    আল্লাহর তুষ্টির জন্যে

    কুরআনুল কারীম, নফল ছালাত পড়ব,

    দান-ছাদাক্বা করব দিয়ে মন-প্রাণ।

    ত্রিশটি ছিয়াম রাখব মোরা

    রাসূলের মতানুসারে,

    অশ্লীল কর্ম ছাড়ব মোরা রামাযানে।

    রামাযান পেয়েও যে জন জান্নাত

    লাভ করতে পারল না।

    মহা সুযোগ হারিয়ে সে হ’ল

    হতভাগাদের একজনা।

    ক্ষমা, রহমত, মাগফিরাত নিয়ে

    আসে যে রামাযান

    এ মাসে নিজেকে শুধরাতে হবে

    রাখতে হবে ছিয়াম।

    তাই এসো হে সবাই

    এ মাসটি নেকীর কাজেতে লাগায়

    বুকে ঈমান, ছওয়াবের আশায় নেক আমল করি

    জান্নাতুল ফিরদাউসের পথে মোরা সর্বদা চলি।

    আহলেহাদীছ আন্দোলন

    -মুসাম্মাৎ রাহিদা খাতুন

    বাঘা, রাজশাহী

    আহলেহাদীছ আন্দোলন তুমি নির্ভীক

    তুমি মিথ্যার বিরুদ্ধে এক

    সংগ্রামী প্রতীক।

    আহলেহাদীছ আন্দোলন তুমি

    মানুষকে সত্যের পথ দেখাও

    মিথ্যাকে পরাজিত করো

    আর ইসলামকে প্রতিষ্ঠা করো।

    আহলেহাদীছ আন্দোলন তুমি

    শেখাও সত্যকে প্রতিষ্ঠা করতে

    মিথ্যার বিরুদ্ধে লড়তে

    ইসলামকে মেনে চলতে।

    আহলেহাদীছ আন্দোলন তুমি

    শেখাও আল্ল­াহকে এক ও অদ্বিতীয় মানতে

    আল্ল­াহর ইবাদত করতে

    হযরত মুহাম্মাদ (ছাঃ)-কে

    আল্ল­াহর রাসূল মানতে।

    আহলেহাদীছ আন্দোলন তুমি

     শেখাও কিভাবে জান্নাত পাওয়া যায়

    কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়

    কিভাবে পরকালে শান্তি পাওয়া যায়।

    আহলেহাদীছ আন্দোলন তুমি

     শেখাও কুরআন মানতে

    রাসূল (ছাঃ)-এর আদর্শে

    জীবন গড়তে।

    তাই, আহলেহাদীছ আন্দোলন তুমি

    আমার কাছে এক শিক্ষার ভান্ডার

     তোমার সঠিক দিক-নির্দেশনা মেনে চললে

    পরকালে পাওয়া যাবে আল্ল­াহর দীদার।

     


    Comments

    Not using Html Comment Box  yet?

    No one has commented yet. Be the first!

    rss