সাধারণ জ্ঞান (সাম্প্রতিক আন্তর্জাতিক)
১. ভারতের কয়টি রাজ্যে গরু যবাই বা গো-মাংস খাওয়ার বৈধতা রয়েছে?
উত্তর : ২৯টি রাজ্যের মধ্যে ৮টি রাজ্যে।
২. রোহিঙ্গা ইস্যুতে পরিস্থিতি দেখতে ৩ দিনের সফরে কে বাংলাদেশে আসেন?
উত্তর : জাতিসংঘের বিশেষ দুত ইয়াংহি লি।
৩. পাকিস্থানে প্রথমবারে মতো হিন্দু সম্প্রদায়ের কোন ব্যক্তিগত আইন পাস হয়?
উত্তর : হিন্দু বিবাহ আইন|
৪. ইরানে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষার ঘটনায় কোন কোন নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা জারী করে?
উত্তর : ১ ৩জন নাগরিক ও ১২টি প্রতিষ্ঠান।
৫. জাতিসংঘ কোন নেতার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে?
উত্তর : আফগান নেতা গুলবুদ্দীন হেকমতিয়ার।
৬. সার্কভুক্ত দেশে স্বাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি?
মালদ্বীপ; ৯৯.৩%।
৭. সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : উত্তর কোরিয়া ১০০%।
৮. সাক্ষরতার হারে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : নাইজার; ১৯.১%।
৯. ব্রিটিশ নারী এলিজাবেথের কোড নাম কী?
উত্তর : লন্ডন ব্রিজ।
১০. সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : মালদ্বীপ।
১১. সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয় শীর্ষ দেশ কোনটি?
উত্তর : শ্রীলংকা
১২. গড় আয়ুর সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : সোয়াজিল্যান্ড।
১৩. গড় আয়ুর শীষ দেশ কোনটি? উত্তর : জাপান।
১৪. সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি।
১৫. বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা ক’টি?
উত্তর : ৭০৯৯টি
১৬. জাতিসংঘের পঞ্চম উপ-মহাসচিব কে?
উত্তর : আমিনা মুহাম্মাদ।
১৮. বর্তমান বিশ্বের ক’টি দেশ শান্তিরক্ষী কাজ করছে?
উত্তর : ১২৬টি দেশে।
১৯. সুদানের বর্তমান ও ১২তম প্রধানমন্ত্রী কে?
উত্তর : বকরি হাসান সালেহ।
২০. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোট মিশন ক’টি?
উত্তর : ৭১টি।
২১. মিসরের কোন সাবেক শাসক ৬ বছর পর মুক্তি লাভ করেন?
উত্তর : হোসনী মুবারক।