• free web stats
  • At-Tahreek
    কবিতা

    তুমি আগামীর সৈনিক

    আনীসুর রহমান

    দারিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।

     হে তরুণ!

    উদিত ভোর খোল দোর,

    মাখ শিথল বায়ু

    ঠান্ডা বায়ুর পরশে আজ

    বাড়াও জ্ঞানের আয়ু।

      চেয়ে দেখ জগৎ সংসার

    অলোসে ঘুমায়না আর

    তুমি রুদ্ধ করে দ্বার।

     এই জগতের সকল দুর্বল

     তোমাকেই যে করতে হবে

    যত অন্যায়কে পদতল।

     হে আগামীর কর্ণধার!

    ন্যায়ের পথে হও বের,

     ছেড়ে বৃথা সংসার মায়া,

    মযলূম আজ চায় ভিক্ষা

     তোমার কৃপার ছায়া।

     হে আগামীর তিরন্দাজ

     স্বেচ্ছায় পর যুদ্ধের সাজ

     বেরিয়ে পড় দিক-বেদিক,

    অন্ধকার ঘুচিয়ে আলোর সন্ধানে

    তুমিই আগামীর সেই সৈনিক।

    ছদ্মবেশ

     মুহাম্মাদ সাইফুল ইসলাম

    সরকারী বি এল বিশ্ববিদ্যালয় কলেজ, দৌলতপুর, খুলনা।

    আমি চাইনে দেশের মন্ত্রী হতে কিংবা সমাজ সেবক,

    দুর্নীতি অবিচারের বিরুদ্ধে আমি প্রতিবাদী এক যুবক।

    সমাজ উন্নয়নের দোহায় দিয়ে হয়েছে যারা নেতা,

    সমাজ উন্নয়ন কল্পে আজ পাইনা তাদের দেখা।

    দুর্নীতি অবিচার সমাজটাকে রেখেছে জিম্মি করে,

    স্বজনপ্রীতি, দলীয়করণ হচ্ছে ঘরে ঘরে।

    খুন-রাহাজানি হত্যা-যজ্ঞ বেড়েই চলেছে আজ

    অপরাধী চক্রের তালিকা তৈরী পুলিশের শুধু কাজ।

     টেন্ডারবাজি, চাঁদাবাজি ক্ষমতার জোর যার,

    দরিদ্র, বঞ্চিত কৃষকের কাছে পেতেছিল যারা হাত,

    সমাজ অধিপতি তাদের দাবিতে করে না কর্ণপাত।

    সাধারণ মানুষের ডায়েরী করে না থানা-পুলিশে আজ,

    এমপি-মন্ত্রীদের গোলামী করা পুলিশের হয়েছে কাজ।

     পেশীর জোরে সমাজ চলে নেতার লম্বা হাত,

    তাদের বিরুদ্ধে বললে কথা দেখাবে পুলছিরাত।

    গণতন্ত্র চর্চা ভুলে নেতারা স্বৈরশাসক

    অসহায় বঞ্চিতের রক্ষক বেশে এখন তারা শোষক।

    এয়ারকন্ডিশন গাড়ী-বাড়ী  বিদেশ পানে চায়

    নির্বাচনী ইশতেহারে ওয়াদার কথা ওদের মনে নাই।

    ঘুষের টাকা জমিয়ে একদিন করবে আবার হজ্জ,

     ভোট-ভিক্ষা চাইতে ওদের নেইতো কোন লাজ।

    এস পি, ডিসি ও মন্ত্রী আজ জিম্মি নেতার কাছে,

    ন্যায় বিচার আজ পাইনা কেহ আদালত পানে বসে।

    শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোথাও সুষ্ঠু শিক্ষার মান,

    দলীয় ক্যাডাররা করছে সদা শিক্ষকদের অপমান।

     মেধার আজকে নেই কোথাও সঠিক মূল্যায়ন,

    দুর্নীতির পরাকাষ্ঠে করেনা কেহ জ্ঞান-অন্বেষণ।

    চাকুরীর আশায় সনদপত্র জোগাড় করে যারা,

    উপরি ওয়ালার সুফারিশ পেতে চরম ব্যাকুল তারা।

    এসব দেখে সুধী মহল ধারেনা নেতার ধার,

    দুর্নীতিগ্রস্থ এমন নেতা চাইনা সোনার দেশে,

     দেশদ্রোহী নেতা এরা এসেছে ছদ্মবেশে।

    সত্যের জয়

    আহসান আযীযুল হক রেযা

    চর চাঁদপুর, শিলাইদহ, কুমারখালী, কুষ্টিয়া।

    সত্যের নেই ক্ষয়

    সত্যের আছে জয়

    সত্যের নেই ভয়

    সত্যেই যেন চাই।

    সত্যের সাথে সদা

    থাকে যে দয়াময়।

    সত্যটা কোনদিন

    থাকবে না  কো থেমে

    সত্য আসে সর্বদা

    আকাশ থেকে নেমে

    সত্য ডাকে মিথ্যার

    দারুন পরাজয়।

    সত্য যে অমলিন

    সত্যের পক্ষ জয়ী

    সত্যকে কোনদিন

    যায়না করা দায়ী

    সত্য সবার উর্দ্ধে

    সত্য সর্বদা নির্ভয়।

     


    HTML Comment Box is loading comments...