• free web stats
  • At-Tahreek
    সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

    সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

     

    ১. মহাগ্রন্থ আল-কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য তৈরী করা হয় কোথায়?

    উত্তর : কসবা, ব্রাহ্মণবাড়িয়ায়।

    ২. বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন কোনটি?

    উত্তর : ৮ই জানুয়ারী ২০১৮, সোমবার।

    ৩. দেশের ইতিহাসে সর্বনিমণ ২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথায় রেকর্ড করা হয়?

    উত্তর : তেঁতুলিয়া, পঞ্চগড়।

    ৪. দেশের প্রথম ছয় লেন ফ্লাইওভার কোথায় অবস্থিত?

    উত্তর : মহিপাল, ফেনী, মূল দৈর্ঘ্য ৬৯০ মিটার।

    ৫. বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি ও কোথায় অবস্থিত?

    উত্তর : জ্যাকব টাওয়ার (উচ্চতা, ২২৫ ফুট); চরফ্যাশন, ভোলা।

    ৬. কোথায় দেশের প্রথম ল্যাপটপ কারখানার যাত্রা শুরু হয়?

    উত্তর : গাজীপুরের চন্দ্রায়।

    ৭. বর্তমানে প্রধান তথ্য কমিশনার কে?

    উত্তর :  মরতুজা আহমদ। 

    ৮. বর্তমানে মন্ত্রীসভায় মোট সদস্য সংখ্যা কতজন?

    উত্তর : ৫৩ জন।

    ৯. বর্তমান মন্ত্রীসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?

    উত্তর : ৪ জন।

    ১০. দেশের দীর্ঘতম ভাসমান সেতু কোথায় অবস্থিত?

    উত্তর : যশোরের মনিরামপুর উপযেলায়।

    ১১. সরকারী চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে কতটি কোটা আছে?

    উত্তর : ২৫৮টি।

    ১২. এভিয়েশন সুবিধাসহ দেশের বৃহত্তম নৌঘাঁটি নির্মাণ করা হচ্ছে কোথায়?

    উত্তর : পটুয়াখালীতে।

    ১৩. বর্তমান কতটি খাতের উপর ভিত্তি করে মোট উৎপাদন (GDP) নিরূপন করা হয়।

    উত্তর : ১৫টি।

    ১৪. বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপুলিশ পরিদর্শক (IGP)-এর নাম কি?

    উত্তর : ড. মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

    ১৫. বাংলাদেশের কোথায় পিরামিড আকৃতির স্ত্তুপ আবিষ্কৃত হয়?

    উত্তর : মুন্সিগঞ্জের বিক্রমপুরে।

    ১৬. বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে ডি-লিট ডিগ্রী প্রদান করে।

    উত্তর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

    ১৭. ইসলামী সহযোগিতা সংস্থার (OIC)-এর দেশগুলির পর্যটনমন্ত্রীদের  দশম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

    উত্তর : ঢাকায়।

     


    HTML Comment Box is loading comments...