• free web stats
  • At-Tahreek
    সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

    সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

     

    ১. সীমান্তবর্তী পানমুনজম গ্রামটি কোন দুই দেশের মধ্যে অবস্থিত?

    উত্তর : উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে।

    ২. বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ (AG 600) কোন দেশের তৈরি?

    উত্তর : চীন

    ৩. প্রথমবারের মতো VAT প্রথা চালু করে কোন কোন দেশ?

    উত্তর : সঊদী আরব ও সংযুক্ত আরব আমিরাত।

    ৪. কোন দেশের প্রধানমন্ত্রি সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দেন?

    উত্তর : ইথিওপিয়ার প্রধানমন্ত্রী।

    ৫. কোন দেশের প্রাথমিক স্কুলগুলোতে ইংরেজী শিক্ষা নিষিদ্ধ?

    উত্তর : ইরান।

    ৬. কে ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দেন? উত্তর : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।

    ৭. কোন দেশে ‘নিঃসঙ্গ মন্ত্রণালয়’ খোলা হয়েছে?

    উত্তর : যুক্তরাজ্যে।

    ৮. যুক্তরাজ্যে প্রথম মুসলিম নারী মন্ত্রীর নাম কি?

    উত্তর : নূস ঘানি।

    ৯. জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বিশ্বে মোট প্রচিলত মুদ্রার সংখ্যা কতটি?

    উত্তর : ১৮০টি।

    ১০. বর্তমান বিশ্বে সর্বাধিক মুদ্রাস্ফীতির দেশ কোনটি?

    উত্তর : ভেনিজুয়েলা।

    ১১. বিশ্বে জনবহুল দেশ কোনটি?

    উত্তর : চীন।

    ১২. (SIPRI)-এর তথ্য মতে, শীর্ষ বাজেট?

    উত্তর : যুক্তরাষ্ট্র (৬১১.২ বিলিয়ন ডলার)।

    ১৩. মোবাইলে ডেটা ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : ভারত।

    ১৪. মোবাইলে ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : নরওয়ে।

    ১৫. বিশ্বের শীতলতম গ্রাম কোনটি?

    উত্তর : রাশিয়ার ‘ওয়াইমিয়াকোন।

    ১৬. বিশ্বে কোন দেশে নারী-পুরুষ সকলের সমান বেতন।

    উত্তর : আইসল্যান্ডে।

    ১৭. (WEF) অন্তর্ভুক্তি উন্নয়ন সূচকে শীর্ষ অর্থনীতির দেশ?

    উত্তর : নরওয়ে।

    ১৮.  ২০১৮ সালের জি-৭৭-এর চেয়ারম্যান দেশ কোনটি?

    উত্তর : মিশর।

    ১৯. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এর নতুন ৬টি দেশ কি কি?

    উত্তর : নিরক্ষীয় গিনি, আইভরি কোস্ট, কুয়েত, পেরু, পোল্যান্ড ও নেদারল্যান্ডস।

     


    HTML Comment Box is loading comments...