• free web stats
  • At-Tahreek
    কবিতা

    ছহীহ ছালাত

    -মুহাম্মাদ রফীকুল ইসলাম

    গোপালপুর, রাণীনগর, নওগাঁ

    জায়নামাযের দো‘আ পড়ে মানুষ ছালাতে

    জায়নামাযের দো‘আ নেই কুরআন হাদীছে।

    ছালাতের নিয়ত অন্তরে হয়

    মুখে পড়ার জন্য নয়।

    ছহীহ হাদীছ মতে হাত বাঁধতে হবে বুকে

    জাল হাদীছের ভিত্তিতে হাত বাঁধে নাভীর নীচে।

    সূরা ফাতিহা পড়তে হয় প্রতি ছালাতে

    হাদীছটা আছে ছহীহ বুখারীতে

    জোরে আমীন বললে বান্দার পাপ মোচন হয়

    ছহীহ হাদীছে থাকলেও অনেকের বোধগম্য নয়।

    ছালাত শেষে সবাই মিলে করছে মুনাজাত

    কেউ ভেবে দেখে না কাজটা বিদ‘আত।

    জাল হাদীছের ভিত্তিতে চলছে নবীর ছালাত

    এভাবে ছালাত আদায় করে হবে না নাজাত।

    সঠিক পদ্ধতিতে ছালাত পড়তে ছালাতুর রাসূল (ছাঃ) পড়ি

    ছালাতটা বিশুদ্ধ করে জান্নাতের পথ সুগম করি।

     

    মাহে রামাযান

    হামীদাহ বিনতে আব্দুর রশীদ

    দওপাড়া হাউজ বিল্ডিং, টংগী, ঢাকা

    রহমত, বরকত, মাগফিরাতের মাস মাহে রামাযান

    এই মাসেতেই নাযিল হয়েছে পবিত্র আল-কুরআন।

    ৭০ হাযার ফেরেশতা সবাই ছিয়ামকারীর তরে

    ইস্তেগফার করতে থাকে সারাটি দিবস ভরে।

    রামাযানের লায়লাতুল ক্বদর এক রজনীর মান

    হাযার মাস হ’তেও উত্তম এ যে আল্লাহরই দান।

     নেকীর আশায় রামাযান মাসের ছিয়ামের পূর্ণমান

    বিগত সকল গুনাহ-খাতা মাফ হওয়াই তার প্রতিদান।

    ছিয়াম হ’ল আল্লাহর জন্য তিনিই দিবেন প্রতিদান

    কল্যাণের জন্য এ মাসে শুরুতে জারী হয় ফরমান।

    ছিয়াম ও কুরআন করবে সুপারিশ হাশরের ময়দান

    ছিয়াম পালনকারীকে মাফ কর, তুমি বড়ই মেহেরবান।

    তাই জান্নাতের পানে দ্রুত হওরে আগুয়ান

    ছিয়ামপালকারীকে ডাকছে জান্নাত আর-রাইয়ান।

    রহমত, বরকত, মাগফিরাতের মাস মাহে রামাযান!

     

     জেগে ওঠো

    মুহাম্মাদ শহীদুল্লাহ

    নলত্রী, পানিহার, গোদাগাড়ী, রাজশাহী

    ওহে নিদ্রামগ্ন জেগে ওঠো

    হাঁকিছে আযান তোমায়

    ওযু করে মসজিদেতে

    প্রথম কাতারে দাঁড়ায়।

    গভীর ঘুম, অলস মনে

      থেকোনা আর শুয়ে

    নিদ্রা টুটে দো‘আ পড়ে

    শয়তানের প্রথম গিঁট খুলে।

    ঘুমের চেয়ে ছালাত ভাল

    ডাকছে মুয়ায্যিন

    শিগগির তুমি জেগে ওঠ

    ওহে ঘুমন্ত মুমিন।

    ওযু করে ধুয়ে ফেল

    শয়তানের দ্বিতীয় গিঁট

    সুস্থ মনে ছালাত পড়ে

    খুলে ফেল শয়তানের শেষ গিঁট।

     

    হে চির মহান

    আবু নাফিয

    যশপুর, তানোর, রাজশাহী

    হে রব! তুমি ব্যতীত সব বাকি সব মিথ্যে

    আহাদ, ইলাহ তুমি শির্কের উর্দ্ধে।

    রাজার রাজা তুমি প্রভু কর্তার

    শ্রবণ কর মোর যত আবদার।

    ভ্রান্ত পথে সদা ফেলেছি ধাপ

    তাক্বলীদে, মাযহাবে, ফির্কা-বিবাদ।

    আশারিয়া, মু‘তাযিলা, খারেজী, মুর্জিয়া

    মাযহাবে শোরগোল হানাফী শী‘আ।

     গোরপূজা, পীরপূজা, যত মীলাদ

    বুঝিনি কখনো তা শিরক-বিদ‘আত।

    পালন করেছি সব বৃথায় বৃথায়

    পন্ড হয়েছে শ্রম, ছওয়াবের আশায়।

    ক্ষমা কর ওহে প্রভু! হাকীমে আকবার

    তাওফীক্ব দাও মোরে, সঠিক আমল করার।

    কুরআন-হাদীছ যেন হয় পথ চলার বিধান

    আবারও ক্ষমা চাহি হে চির মহান।

     

     


    HTML Comment Box is loading comments...