সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)
১. প্রশ্ন : কোথায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়? উত্তর : সিরাজগঞ্জের শাহজাদপুরে।
২. প্রশ্ন : দেশের কর্মসংস্থানে শীর্ষ খাত কোনটি?
উত্তর : তৈরী পোষাক।
৩. প্রশ্ন : দেশের সিটি কর্পোরেশন কতটি? উত্তর : ১২টি।
৪. প্রশ্ন : বর্তমানে দেশের পৌরসভা কতটি?
উত্তর : ৩২৭টি।
৫. প্রশ্ন : প্রথম বাংলাদেশী বংশাদ্ভুত হিসাবে কে যুক্তরাজ্যের কেইম্যান আইল্যান্ডের গভর্নর নির্বাচিত হন?
উত্তর : আনোয়ার চৌধুরী।
৬. প্রশ্ন : আয় বা রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর : নবম।
৭. প্রশ্ন : বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়সসীমা কত?
উত্তর : ৫৯ বছর।
৮. প্রশ্ন : ১৭ই এপ্রিল ‘১৮ কোন দু’টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়?
উত্তর : খানবাহাদুর আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়, খুলনা এবং আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
৯. প্রশ্ন : দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে কোনটি?
উত্তর : সৈয়দপুর।
১০. প্রশ্ন : চট্টগ্রাম যেলার বর্তমান ইংরেজী বানান কি?
উত্তর : Chattogram.
১১. প্রশ্ন : কোন বিট্রিশ নাগরিককে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।
উত্তর : লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে।
১২. প্রশ্ন : বাংলাদেশের ইতিহাসে টানা দ্বিতীয়বার রাষ্ট্রপতি হন কে?
উত্তর : ২১তম প্রেসিডেন্ট অবদুল হামিদ।
১৩. প্রশ্ন : মেডেল অব ডিসটিংকশন সম্মাননা পান কে?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪. প্রশ্ন : ২৪-২৫ মার্চ ‘১৮ মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কে?
উত্তর : বাংলাদেশের মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম।
১৫. প্রশ্ন : গণমাধ্যমের স্বাধীনতা সূচক ২০১৮’-তে বাংলাদেশর অবস্থান কততম? উত্তর : ১৪৭তম।
১৬. প্রশ্ন : বাংলাদেশের চারটি বিমানের প্রস্তাবিত নতুন নাম কি কি?
উত্তর : আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।
১৭. প্রশ্ন : কত তারিখে তুর্কি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয়?
উত্তর : ২৭শে মার্চ ২০১৮।
১৮. প্রশ্ন : বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি?
উত্তর : ৫৭টি।