• free web stats
  • At-Tahreek
    সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

    সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

     

    ১. প্রশ্ন : কত তারিখে বিবিসি বাংলা বিভাগ ‘প্রভাতি’ ও ‘পরিক্রমা’ অধিবেশন বন্ধ করে?

    উত্তর : ১লা এপ্রিল ‘১৮ রবিবার থেকে।

    ২. প্রশ্ন : চীন মার্কিন পণ্য আমদানিতে সর্বোচ্চ কত পার্সেন্ট শুল্ক আরোপ করে?

    উত্তর : ২৫%।

    ৩. প্রশ্ন : আরব লীগের ২৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়

     কোথায়?

    উত্তর : সৌদি আরবে, দাহরানে।

    ৪. প্রশ্ন : মিয়ানমারের বর্তমান  প্রেসিডেন্টের নাম কি?

    উত্তর : উইন মিন।

    ৫. প্রশ্ন : ৩২তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

    উত্তর : সিঙ্গাপুর।

    ৬. প্রশ্ন : প্রবাসী আয় বা রেমিট্যান্স কোন দেশের জিডিপি’তে সর্বাধিক অবদান রাখে?

    উত্তর : কিরগিজস্থানে।

    ৭. প্রশ্ন : তুরস্কের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দের নাম কি?

    উত্তর : Akkuyu Nuckear Power Plant

    ৮. প্রশ্ন : বিশ্বে মোবাইল ফোন সেট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর : চীন।

    ৯. প্রশ্ন : বর্তমান বিশ্বে তেল আমদানীতে শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : চীন।

    ১০. প্রশ্ন : গণমাধ্যমের স্বাধীনতা সূচক ২০১৮’ শীর্ষ দেশ কোনটি?  উত্তর : নরওয়ে।

    ১১. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতু মির্নিত হতে যাচ্ছে কোথায়?

    উত্তর : চীনে;  (৫৫কি.মি বা ৩৪ মাইল দীর্ঘ)। 

    ১২. প্রশ্ন : ২০১৮ সালে কোন দু’টি দেশ বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ে? উত্তর : যুক্তরাষ্ট্র ও চীন।

    ১৩. প্রশ্ন : বিশ্বে প্রথম বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছিল কবে?

    উত্তর : ১৯৩০ সালে।

    ১৪. প্রশ্ন : ইথিইপিয়ার প্রধানমন্ত্রীর নাম কি?

    উত্তর : আবি আহমেদ (দায়িত্ব গ্রহণ ২ এপ্রিল ’১৮)

    ১৫. প্রশ্ন : বিশ্বব্যাংক-এর বসন্তকালীন বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?

    উত্তর : ওয়াশিনটন ডিসি, যুক্তরাষ্ট্র।

    ১৬. প্রশ্ন : জনবহুল ও ক্রমসম্প্রসারণশীল শীর্ষ শহর কোনটি? উত্তর : বাহাই, চীন।

    ১৭. প্রশ্ন : ইসলাম ধর্মে বিশেষ অবদান রাখার জন্য ‘বাদশাহ ফায়সাল’ আন্তর্জাতিক পুরষ্কার পান কে?

    উত্তর : অধ্যাপক ইরবান্দি জাসবীর; (ইন্দোনেশিয়া)।

    ১৮. প্রশ্ন : মাথাপিছু গোশত গ্রহণে শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : যুক্তরাষ্ট্র; ১২০.২ কেজি।

    ১৯. প্রশ্ন : বৈশ্বিক অভিবাসী ও প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : ভারত (৬৯ বিলিয়ন মার্কিন ডলার)।

     

     


    HTML Comment Box is loading comments...