• free web stats
  • At-Tahreek
    আহলেহাদীছ আন্দোলন

    দক্ষিণ এশিয়ায় আহলেহাদীছ আন্দোলন

    আধুনিক যুগ : ৩য় পর্যায় (ক)

    دور الجديد : المرحلة الثالثة (الف)

    মিয়াঁ নাযীর হুসাইন দেহলভী (السيد نذير حسين الدهلوى)

    এলাকাভিত্তিক উল্লেখযোগ্য ছাত্র মন্ডলী :

    যেলা সারেন : ১। মৌলবী আবু নছর আবদুল গাফ্ফার মেহদানওয়াঁ (মৃ. ১৩১৫ হিঃ)। ইনি জীবনীকার ফযল হুসাইনের আপন চাচাতো ভাই ছিলেন। সারেন যেলার  আহলেহাদীছের নেতা ছিলেন। ২। মৌলবী ইহসানুল্লাহ (ইনি সিপাহী বিদ্রোহের পূর্বেকার শাগরিদ ছিলেন)। এতদসহ মোট আট জন।  

    যেলা দারভাঙ্গা : ১। হাফেয মাওলানা আবদুল আযীয রহীমাবাদী (১২৭০-১৩৩৬/১৮৫৫-১৯১৮)। ‘হুসনুল বায়ান’ -এর খ্যাতনামা লেখক ও মুর্শিদাবাদ যেলার   মাড্ডা বাহাছের স্বনামধন্য মুনাযির ছিলেন। মোযাফ্ফরপুর, দারভাঙ্গা, দিনাজপুর ও বাংলাদেশ এলাকার বহু জনপদের শ্রদ্ধেয় আহলেহাদীছ নেতা, বাহাছ ও মুনাযারায় দক্ষ, দৃঢ়প্রতিজ্ঞ, পরিশ্রমী ও অধ্যবসায়ী আলিম ছিলেন। ২। তাঁর ভাই মাওলানা আব্দুর রহীম রহীমাবাদী।  ৩। মৌলবী আলতাফ হুসাইন ফাযিলপুরীসহ মোট ১০ জন।

    যেলা ছাহেবগঞ্জ : ১। মৌলবী মুহাম্মাদ ইসহাক ২। মৌলবী তাবারক হুসাইন ৩। মৌলবী শের মুহাম্মাদ ৪। মৌলবী মুহাম্মাদ যাকির ৫। মৌলবী আবদুস সাত্তার।

    এতদ্ব্যতীত বিহার প্রদেশের মুযাফ্ফরপুর, মোতীহারী, মুংগের প্রভৃতি যেলায় যথাক্রমে ৩, ১ ও ৩ জন ছাত্রের নামসহ সর্বমোট ১১৪ জন বিহারী ছাত্রের নাম আছে।

    বঙ্গদেশে (বাংলাদেশ ৩২ ও পঃ বঙ্গ ১৬=৪৮ জন) :

    যেলা চট্টগ্রাম : ১। মৌলবী বখশী আলী ২। মৌলবী হায়দার আলী ইসলামাবাদী  ৩।  মৌলবী আসাদ আলী  ৪। মৌলবী হাসানুয্যামান ৫। মৌলবী আবদুল ফাত্তাহ ৬। মৌলবী বখশিষ আলী ৭। মৌলবী মুণীরুদ্দীন বিন মৌলবী হাসান আলী ইসলামাবাদী।

    যেলা সিলেট : ১। মৌলবী মুহাম্মাদ তাহের ২। মৌলবী হাসান আলী ৩। মৌলবী আব্দুল বারী ৪। মৌলবী মুহাম্মাদ ইয়াকূব।

    যেলা ঢাকা : ১। মৌলবী নাছীরুদ্দীন ২। মৌলবী আব্দুল্লাহ ৩। মৌলবী আব্দুল গফুর ৪। মৌলবী ইবরাহীম  ৫। মৌলবী হায়দার আলী।

    যেলা রংপুর : ১।  মৌলবী আব্দুল হালীম ২। মৌলবী আব্দুল হাদী (মাওলানা আব্দুল্লাহেল কাফী-এর পিতা) ৩। মৌলবী যহীরুদ্দীন ৪। মৌলবী আতাউল্লাহ।

    যেলা দিনাজপুর : ১। মৌলবী আব্দুল বাসেত ২। মৌলবী আব্দুল হামীদ ৩। মৌলবী আমানাতুল্লাহ ৪। মৌলবী মুহাম্মাদ হুসাইন ৫। মৌলবী ঈসা ৬। মৌলবী আব্দুস মালেক ৭। মৌলবী আব্দুস সাঈদ।

    যেলা নাছীরাবাদ : (মোমেনশাহী) : মৌলবী খাজা আহমাদ।

    যেলা রাজশাহী : ১। মৌলবী মুহাম্মাদ (জামিরা) ২। মৌলবী রহীম বখ্শ ৩। মৌলবী আছগার আলী ৪। মৌলবী মাওলা।

    যেলা বর্ধমান : ১। মৌলবী মুহাম্মাদ বিন যিল্লুর রহীম ২। আব্দুর রহমান বিন যিল্লুর রহীম ৩। মৌলবী নেয়ামাতুল্লাহ ৪। ফযলে করীম ৫। আব্দুর রহীম ৬। ইহসান করীম ৭। মৌলবী ইসহাক্ব

    যেলা মুর্শিদাবাদ : ১। মৌলবী সলীমুদ্দীন ২। মৌলবী আব্দুল আযীয ৩। মৌলবী নাজমুদ্দীন ৪। মৌলবী ইয়াকূব আলী ৫। মৌলবী আবু মুহাম্মাদ হেফাযাতুল্লাহ ৬। মৌলবী ইব্রাহীম দেবকুন্ডী (বেলডাঙ্গা, মাওলানা মাওলা বখ্শ নদভীর পিতা)।

    কলিকাতা : মৌলবী আয়নুদ্দীন (১২৯৭-১৩৪০ বাং) মেটিয়াবুরুজ, হাফেয মাওলানা আয়নুল বারীর দাদা।

    যেলা নদীয়া : মৌলবী মুহাম্মাদ ইসহাক বিন মৌলবী খাজা আহমাদ ২। মৌলবী তোরাব আলী ওরফে খাকী শাহ।

    ০ আসাম : মৌলবী সা‘আদুল্লাহ (সিপাহী বিদ্রোহের পূর্বেকার শাগরিদ)।

    ০ ব্রহ্মদেশ : মৌলবী মুহাম্মাদ ওমর ২। মৌলবী আমীরুদ্দীন।

    ০ সিন্ধু : মৌলবী মুহাম্মাদ হায়াত সিন্ধী (খ্যাতনামা লেখক) ২। মেŠলবী কুদরাতুল্লাহ ৩। মৌলবী আব্দুল ওয়াহেদ ৪। মৌলবী আবু তোরাব রুশ্দুল্লাহ।

    ০ পাঞ্জাব : মৌলবী শামসুদ্দীন (সিপাহী বিদ্রোহের পূর্বেকার শাগরিদ) ২। মৌলবী ওবায়দুল্লাহ (তুহফাতুল হিন্দ ও তুহফাতুল ইখ্ওয়ান-এর লেখক) ৩। মৌলবী আব্দুল ওয়াহ্হাব (১২৮১-১৩৫১/১৮৬৩-১৯৩২) ‘জামা‘আতে গোলাবায়ে আহ্লেহাদীছ’ -এর প্রতিষ্ঠাতা। দিল্লীর ছদরবাযারে ‘দারুল কিতাবে ওয়াস্ সুন্নাহ’ নামে একটি মাদরাসা কায়েম করেন। তাঁর বহু ছাত্র ও অনুসারী রয়েছে) ৪। মৌলবী অলি মুহাম্মাদ ৫। মৌলবী আব্দুল্লাহ গযনভী (১২৩০-৯৮ হিঃ/ ১৮১৪-৮০ খৃঃ) খ্যাতনামা আফগান আহলেহাদীছ নেতা ও ছূফী মুহাদ্দিছ ছিলেন ৬। তাঁর পুত্র মৌলবী মুহাম্মাদ গযনভী, তাফসীরে জামেউল বায়ান-এর মধ্যে তাঁর লিখিত টীকা রয়েছে। ৭। অন্যতম পুত্র মৌলবী আব্দুল জাববার গযনভী অমৃতসরী (ইনি পিতা আব্দুল্লাহ গযনভীর স্থলাভিষিক্ত ছিলেন)। ৮। মৌলবী  আবুল ওফা ছানাউল্লাহ অমৃতসরী (১২৮৭-১৩৬৭/১৮৬৮-১৯৪৮) খ্যাতনামা আহলেহাদীছ নেতা, ‘অল ইন্ডিয়া আহলেহাদীছ কন্ফারেন্স’ -এর প্রতিষ্ঠাতা সম্পাদক, উর্দূ সাপ্তাহিক ‘আহলেহাদীছ’ পত্রিকার সম্পাদক, তাফসীরে ছানাঈসহ বহু মূল্যবান গ্রন্থ ও পুস্তিকার লেখক, ভারতবিখ্যাত মুনাযির ও কাদিয়ানী বিজরী, ‘শেরে পাঞ্জাব’ বলে খ্যাত স্বনামধন্য আলিম)। ৯। ক্বাযী মাহফূযুল্লাহ (ইনি তাফসীরে মাযহারী প্রণেতা কাযী ছানাউল্লাহ পানিপথী-এর নাতি) ১০। মৌলবী মুহাম্মাদ শাহ পাকপটনী পাঞ্জাবী (‘তানভীরুল হক’-এর লেখক। এ বইয়ের প্রতিবাদেই মিয়াঁ ছাহেব ‘মি‘য়ারুল হক’ লেখেন) ১১। মৌলবী তেলা মুহাম্মাদ খান, মক্কায় মৃত্যু ১৩১০ হিজরী; ইনি উঁচুদরের আলিম ও মুহাদ্দিছ ছিলেন (পরে ঢাকার বাশিন্দা হন। ১২। মোল্লা ছিদ্দীক পেশাওয়ারী (খ্যাতনামা ফক্বীহ ও মুহাদ্দিছ হওয়ার সাথে সাথে উঁচুদরের উছূলী ছিলেন। মুসাল্লাহমুছ ছুবূত, মুগতানামুল হুছূল প্রভৃতির তিনি হাফেয ছিলেন বলা চলে। এতদ্বতীত নূরুল আনওয়ার, তাওযীহ, আশবাহ ওয়ান নাযায়ের, মুছাফ্ফা, মাহছূল, হুসামী, প্রভৃতি উছূলের কিতাবসমূহ তাঁর নখদর্পনে ছিল। এতদসহ সারা পাঞ্জাবে, পেশাওয়ারে ও ঝিলামে মোট ৬৩ জন ছাত্রের নাম উল্লেখিত হয়েছে।

    এতদ্ব্যতীত সূরতে ১ জন, গুজরাটে ২ জন এবং মাদ্রাজে ২ জন ছাত্রের নাম আছে।

    যেলা দিল্লী : মাওলানা সাইয়িদ শরীফ হুসাইন (মিয়াঁ ছাহেবের পুত্র, মৃ. ১৩০৪ হিঃ) ২। মৌলবী সাইয়িদ আহমাদ হাসান  (ইনি (تلخيص الانتظار فيما بني عليه الانتصار নামক বিখ্যাত পুস্তিকার লেখক। পুস্তিকাটি মিযাঁ ছাহেব প্রণীত ‘মি‘য়ারুল হক’ (معيار الحق) -এর প্রতিবাদে লেখা ‘ইন্তিছারুল হক’   (إنتصار الحق)-এর বিরুদ্ধে মাত্র দশ দিনের মধ্যে লিখে ও ছেপে প্রকাশ করা হয় এবং ১২৯০ হিজরীর ২৫শে জমাদিউছ ছানীতে লেখকের নামে প্রেরণ করা হয়। ৩।  মৌলবী আব্দুল হক ( তাফসীরে  হাক্ক্বানী-এর প্রণেতা ৪। শামসুল ওলামা মৌলবী ডেপুটি নাযীর আহমাদ এল.এল.ডি বিজনৌরী দেহলভী (ইনি কুরআন মজীদের অনুবাদক এবং  نبات النعش, توبة النصوح  ইত্যাদি বইসমূহের লেখক) ৫। মৌলবী মীর মুহাম্মাদ (দিল্লী জামে মসজিদের ইমাম) ৬। মৌলবী রহীম বখ্শ (দিল্লীর ফতেহপুরী জামে মসজিদের ইমাম ৭। হাফেয মৌলবী আব্দুল ওয়াহ্হাব নাবীনা (হাদীছেল অন্ধ হাফেয ও খ্যাতনামা আহলেহাদীছ আলেম) ৮। মৌলবী আব্দুল কাদের (ইমাম মসজিদে কেলাঁ ওরফে কালী মসজিদ) এতদসহ মোট ২২ জনের নাম উল্লেখিত হয়েছে।

    যেলা ডেরা ইসমাঈল খাঁ : মৌলবী ওবায়দুল্লাহ।

    যেলা রাওয়ালপিন্ডি : মৌলবী আব্দুল্লাহ ফতেহজংগী ২। মৌলবী আব্দুছ ছামাদ বুরহানবী ৩। মৌলবী হেদায়াতুল্লাহ।

    যেলা শিয়ালকোট : মৌলবী মুহাম্মাদ শিয়ালকোটী ২। মৌলবী মুহাম্মাদ ইবরাহীম মীর শিয়ালকোটী (মৃ. ১৩৭৬/১৯৫৬, উর্দূ ‘তারীখে আহলেহাদীছ’ -এর লেখক) ৩। মৌলবী খোদাবখ্শ ৪। মৌলবী আবুল হাসান ৫। মৌলবী ইবরাহীম হামীদপুরী।

    যেলা গুরুদাসপুর : মাওলানা মুহাম্মাদ হুসাইন বাটালভী (পাঞ্জাবের খ্যাতনামা আহলেহাদীছ নেতা, মাসিক ইশা‘আতুস সুন্নাহ্-এর মালিক  ও সম্পাদক, منح الباري في ترجيح صحيح البخاري -এর স্বনামধন্য রচয়িতা, মিয়াঁ ছাহেবের খ্যাতিমান ছাত্র ও নিজে অগণিত ছাত্রের শ্রদ্ধেয় শিক্ষক) ২। মৌলবী মীর হাসান শাহ ৩। মৌলবী মুহাম্মাদ ওছমান বিন মৌলবী নিযামুদ্দীন ফতেহগড়ী ৪ ও ৫। তাঁর পুত্র ও পৌত্র যথাক্রমে মৌলবী মুহাম্মাদ আযম ও মৌলবী মুহাম্মাদ ফাযিল।

    যেলা গুজরানওয়ালা : মৌলবী আব্দুল হামীদ বিন আব্দুল্লাহ সোহদারী ২। মৌলবী গোলাম নবী সোহদারী ৩। মৌলবী আহমাদ আলী ৪। মৌলবী মুহাম্মাদ (কেল্লা মিয়াঁ শংকর)। এতদসহ মোট ৮ জনের নাম উল্লেখিত হয়েছে।

    যেলা লাহোর : মৌলবী ফযলে হক ২ । মৌলবী রহীশ বখ্শ ৩। মৌলবী আহমাদ (শিক্ষক, মাদরাসা নু‘মানিয়া) ৪। মৌলবী আব্দুল হাকীম ৫। মৌলবী ইসমাঈল ৬। মৌলবী কাযী যাফরুদ্দীন (শিক্ষক, দারুল উলূম লাহোর) এতদসহ মোট ১১ জনের নাম রয়েছে।

    যেলা লুধিয়ানা : মৌলবী মুহাম্মাদ ইসহাক ২। মোসাম্মাৎ ফযীলত যওজে  মৌলবী মুহাম্মাদ ইসহাক ৩। মোসাম্মাৎ উম্মে সালামাহ বিনতে মৌলবী মুহাম্মাদ ইসহাক ৪। মৌলবী হাফেয মুহাম্মাদ দাঊদ সহ মোট ৬ জনের নাম উল্লেখিত হয়েছে।

    যেলা মুলতান : মৌলবী শায়খ মুহাম্মাদ (সিপাহী বিদ্রোহের পূর্বেকার শাগরিদ) ২। মৌলবী আব্দুল ওয়াহ্হাব ৩। মৌলবী আব্দুত তাওয়াব সহ মোট ৭ জনের নাম উল্লেখিত হয়েছে।

    যেলা ওয়াযীরাবাদ : মেŠলবী হায়দার আলী ২। মৌলবী আব্দুল কাদের ৩। হাফেয আব্দুল মান্নান (১২৬৭-১৩৩৪/১৮৫১-১৯১৫) খ্যাতনাম মুহাদ্দিছ ও মুদাররিস।

    যেলা হাযারা : মোল্লা মুহাম্মাদ হুসাইন বিন আব্দুস সাত্তার (শারহে নুখবাহ-এর ভাষ্যকার) ২। মৌলবী ইউসুফ হুসাইন খানপুরী (খ্যাতনামা আলিম ও সাহিত্যিক) ৩। মৌলবী মুহাম্মাদ ইয়াসীন হাযারভীসহ মোট ৯ জনের নাম আছে।

    এতদ্ব্যতীত মোযাফ্ফরাবাদে ১ জন, শাহপুরে ২ জন, ফিরোজপুরে ৪ জন, হুশিয়ারপুরে ২ জন, ফুরুকাহ-তে ১ জন এবং কাশ্মীরের মৌলবী আব্দুল আযীম (জন্মু)-এর নাম উল্লেখিত হয়েছে (ক্রমশঃ)

    [বিস্তারিত দ্রষ্টব্য : মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত ‘আহলেহাদীছ আন্দোলন : উৎপত্তি ও ক্রমবিকাশ, দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতসহ (পিএইচ.ডি থিসিস) শীর্ষক গ্রন্থ পৃঃ ৩২৫-৩৩০]

     

     


    HTML Comment Box is loading comments...