• free web stats
  • At-Tahreek
    সাধারণ জ্ঞান (বাংলাদেশ)

    সাধারণ জ্ঞান (বাংলাদেশ)

     

    ১. ২০১৬ সালের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?

    উত্তর : ৮ম।

    ২.সর্বশেষ কোন ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানে?

    উত্তর :  রোয়ানু।

    ৩. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?

    উত্তর : সুন্দরবনের দক্ষিণ উপকূলে।

    ৪. বাংলাদেশের জলবায়ু কি নামে পরিচিত?

    উত্তর : ত্রুান্তীয় মৌসুমী জলবায়ু।

    ৫. বাঘা মসজিদ কোথায় অবস্থিত?

    উত্তর : রাজশাহী যেলায়।

    ৬. ‘ইনানী’ সমুদ্র সৈকত  কোথায় অবস্থিত?

    উত্তর : কক্সবাজার যেলায়।

    ৭. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে?

    উত্তর : ১৮৫৮ সালে।

    ৮.  ‘হোসনি দালান’ কোন মোগল সম্রাটের আমলে তৈরী?

    উত্তর : সম্রাট শাহজাহান।

    ৯. ‘ঢাকা গেট’কে নির্মাণ করেন?

    উত্তর : মীর জুমলা।

    ১০. ঢাকায়  প্রথম রাজধানী  স্থাপন কে?

    উত্তর : সুবেদার ইসলাম খান।

    ১১. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন ০১৭ সিরিজের পাশাপাশি কোন সিরিজ ব্যবহারের অনুমতি পায়?

    উত্তর : ০১৩ সিরিজের।

    ১২. প্রশ্ন :  দেশের প্রথম চারলেন এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?

    উত্তর : ৫৫ কিমি।

    ১৩. অভ্র কীবোর্ড তৈরী করেন কে ?

    উত্তর : মেহেদী হাসান ।

    ১৪. সরকারী কর্মকর্তাদের ‘মেসেজিং অ্যাপ’-এর নাম কি?

    উত্তর : আলাপন।

    ১৫. স্মার্ট কার্ড কি?

    উত্তর : জালিয়াতি রোধে জাতীয় পরিচয় পত্রের আধুনিক রূপ।

    ১৬. স্মার্ট কার্ড কবে থেকে বিতরণ শুরু হয়?

    উত্তর : ২ অক্টোবর ২০১৬ ।

    ১৭. দেশের প্রথম এলিভেটেড ওয়াকওয়ে বা উড়াল ফুটপাতের দৈর্ঘ্য কত এবং কোথায় অবস্থিত?

    উত্তর : ১,১২০ মিটার, গুলিস্থান, ঢাকা।

    ১৮. বাংলাদেশে-ভারত মৈত্রী ভবন নির্মিত হচ্ছে কোথায়?

    উত্তর : সারদা, রাজশাহী।

    ১৯. পদ্মা সেতুর প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও নিরাপত্তা বজায় রাখার জন্য কাদের দায়িত্ব দেওয়া হয়েছে?

    উত্তর : বাংলাদেশ সেনাবাহিনীকে।

    ২০. সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা দমনে চালু হওয়া পুলিশেল নতুন ইউনিটের নাম কী?

    উত্তর : পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম (পিবিসিটি)।

     


    HTML Comment Box is loading comments...