• free web stats
  • At-Tahreek
    সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)

    সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)

     

    ১. ২০১৬ সালে  ল্যানসেটের বিশ্ব স্বাস্থ্য প্রতিবেদনে সবচেয়ে ভালো দেশ কোনটি?

    উত্তর : আইসল্যান্ড; সবচেয়ে খারাপ দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

    ২. বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?

    উত্তর : ভুটান।

    ৩. বিশ্বের সবচেয়ে বেশী সংখ্যক লোকের ভাষা কি ?

    উত্তর : চীনা, মান্দারিন।

    ৪. পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র  কোনটি?

    উত্তর : গ্রিনল্যান্ড।

    ৫. পৃথিবীতে সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?

    উত্তর : ইন্দোনেশিয়া।

    ৬. ‘দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়’ উক্তিটি কার?

    উত্তর : পন্ডিত জওহরলাল নেহেরু।

    ৭. প্রশ্ন :  ‘রোজিগাত’ ও ‘মালিয়া’ কোনা দেশের আদিবাসী গোষ্ঠী?

    উত্তর : সুদান।

    ৮. ‘ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র’ উক্তিটি কার?

    উত্তর : প্যারেটা।

    ৯. ৩২২ বছরের ইতিহাসে সম্প্রতি নিম্নতম সুদহার নির্ধারণ করে কোন দেশ?

    উত্তর : ব্যাংক অব ইংল্যান্ড।

    ১০.‘বজ্র বোল্ট’ নামে খ্যাত গতিমানব উসাইন বোল্ট  অলিম্পিকে কতটি স্বর্ণপদক লাভ করেন?

    উত্তর : ৯ টি

    ১২. ইউরোপের সাম্প্রতিক  সবচেয়ে বড় সমস্যা কি?

    উত্তর : অভিবাসী সংকট।

    ১৩. ‘ইউরোপ-১’  (Europe-১) কী?

    উত্তর : ফ্রান্সভিত্তিক রেডিও স্টেশন।

    ১৪. প্রশ্ন : ‘পিস আর্ক’ কী?

    উত্তর : চীনা নৌবাহিনীর ভাসমান হাসপাতাল।

    ১৫. Global Zero' কি ?

    উত্তর : বিশ্বকে অস্ত্রমুক্ত করার প্রকল্প।

    ১৬. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপ্রতি কে?

    উত্তর : পাকিস্তান বংশোদ্ভূত আইনজীবী আবিদ রিয়ায কুরেশী।

    ১৭. মিয়ানমার রোহিঙ্গা সংকট সমস্যা নিরসনে গঠিত ‘রাখাইন উপদেষ্টা কমিশন’-এর প্রধান কে?

    উত্তর : কফি আনান (ঘানা)।

    ১৮. আরব দেশগুলোতে নিয়োগ করার জন্য ইরান কোন বাহিনী গঠন করে?

    উত্তর : শী‘আ লিবারেশন আর্মি (SLA)।

    ১৯.কোন দেশে সমুদ্র বন্দর নেই?

    উত্তর : আফগানিস্তানে।

    ২০. ‘বেলফোর’ ঘোষণার মাধ্যমে কোন  অবৈধ রাষ্ট্রের জন্ম হয়?

    উত্তর : ইসরাইল।

    ২১. কখন থেকে ফিলিস্তীনীরা ডাক যোগাযোগের বন্দীদশা  থেকে মুক্তি পান?

    উত্তর : ৪ সেপ্টেম্বর, ২০১৬।

     

     


    HTML Comment Box is loading comments...