• free web stats
  • At-Tahreek
    কবিতা

    কবিতা

    প্রেক্ষাপট

    -মুহাম্মাদ লাবীবুর রহমান

    হয়বৎপুর, পার্বতীপুর, দিনাজপুর।

    হিংসার আগুন বাড়লো দ্বিগুণ

    অশান্ত হ’ল দেশ,

    মানব হয়েও মানবতা

    রইল না অবশেষ।

     কে বলে এ স্বাধীন দেশ

    স্বাধীন জনগণ?

     দেশের চিত্র দেখলে পরে

    কষ্টে ভরে মন।

    আব্রাহামের পথ ধরে আজ

    আনলো ডেকে নাশ,

    তাহাই আবার রাখতে কায়েম

    করছে অভিলাষ।

    ক্ষমতারই লালচ লেপন

    করল পরাণ জুড়ে,

    অত্যাচারী সাজলো অতি

    রাখতে তাহা ধরে।

    জনগণের দোহাই পেড়ে

    সাজলো শাসক বটে,

    জনগণই নিগৃহিত-নিহত

    হচ্ছে তাহার হাতে।

    মন্দ-ভালো বিচার বিনাই

    করতে পথ সাফ

    উদোর পিন্ডি বুধোর ঘাড়ে

    চাপিয়ে ছাড়ছে হাঁফ।

    মুখে আওড়ায় ধর্ম-বুলি

    কর্ম উল্টো তার

    আস্তিক পুরছে যেল-হাজতে

    নাস্তিক পাচ্ছে ছাড়।

     কেউবা আবার পেট্রোল বোমায়

    পুড়ায় দৈবাৎ যান,

    নির্দোষী সব মানুষ মেরে

    চাইছে সমাধান।

    হরতাল নামক ছোবল মেরে

    করছে দেশের ক্ষতি,

    একের দোষে অন্য জনের

    ধরছে চেপে টুঁটি।

    আসলে ওরা দেশ-দরদী

    শুধুই শ্লোগানে

    স্বার্থ আপন করতে পূরণ

     দেশকে আঘাত হানে।

    অবশেষে আল্লাহর কাছে

    করছি মুনাজাত,

     দেশের ভালো ফেরাও প্রভু

    দাওগো হেদায়াত।

     

    মীলাদুন্নবী

    -মাযহারুল আবেদীন

    পশ্চিমবঙ্গ, ভারত।

    নবীজীর জন্মদিন সোমবার

    মৃতু দিনও তাই

    জন্মদিন মৃত্যুদিন পালনের

     কোন দলীল নাই।

    ছাহাবীরা সবকিছু উৎসর্গ

    করিয়াছিল ভাই,

    তাহাদের কৃপণতা অভক্তির

     কোন প্রমাণ নাই।

    তবুও তারা কোন দিনই

    ফাতিহা তো করেননি

    কখনো তো মীলাদের সূচনাও

    মনে তারা ভাবেন নি।

    মিছিলের প্রচলন করা থেকে

    তারা বিরত ছিল,

    বাড়াবাড়ি চাল ভিক্ষা, টাকা ভিক্ষা

    কখন থেকে এল!

    কবে ছিল শিরনীর বাটাবাটি

    বানোয়াট ক্বিয়াম

    শরী‘আতে ভিত্তিহীন বিষয়ের

    রইবে কোন দাম?

    প্রশ্ন করি রবিউল আউয়াল

    চাঁদটা কি ছিল না?

    স্বর্ণযুগে এইরূপ উৎসব

     কেন মানা হল না?

    ছাহাবীরা প্রাণ দিলেন নবীজির

    প্রাণকে রক্ষা করে

    তারা কেন করেনি মীলাদ

    চাল দেবার ডরে?

    যে কাজ করেন নি নবীজি কভু

    বলেননি করতে

    শরী‘আত তো নয় সেটা

    করব কি দ্বীন থেকে ঝরতে?

    জাল হাদীছের ছড়াছড়ি কেন

    মীলাদের সভাতে

    মিথ্যা কথা কেন করিতেছ যোগ

    নবীজির কথাতে?

     যে দিনে জন্ম সে দিনে মৃত্যু তাঁর

    হাসবে না কাঁদবে?

    বিবেককে প্রশ্ন করে জেনে নাও

     কেন ধন্দে ফাঁসবে?

    ভিত্তিহীন ক্বিয়াসের ফসল যে

    বিদ’আতে হাসানা

    বিদ‘আতকে ভাগ করা পুনরায়

    বিদ‘আত ফাঁসা না?

    শরীঅতে মনগড়া বিষয়ের

    কর কেন প্রচার

    আসলে নকল মিশাও?

    হবেনা কি শেষদিনে বিচার?

     

     টাকার গতি

    -মুহাম্মাদ সাইফুজ্জামান

    শোলমারী, উজলপর, মেহেরপুর।

    টাকায় যদি সবই হয় টাকা দেব কত

    লিখে দিলাম প্রশ্ন কটা উত্তর দাও তত।

    টাকা দেব, পয়সা দেব আরো দেব কড়ি

    আমায় একটা দিতে হবে অমরত্নের বড়ি।

    সবই যদি টাকায় হত বন্ধ্যার হত ছেলে

    বধির কি মুখ বন্ধ রাখত

    দুঃখ থাকত দিলে?

    এরশাদ শিকদার ঝুলতো ফাঁসে

    টাকায় যদি হত?

    গুম-হত্যার আসামীরা

    সবাই পেত মাফ

    লক্ষ কোটি টাকা ব্যয়ে সবে

    ঘুচিয়ে নিত পাপ।

    টাকার উপর বইসা কইতাম

    আমায় নিয়া চল।

    চলতি পথে চলার গাড়ী

    হইত কি বিকল?

    টাকা থাকতেও পাই না রিক্সা

    সুযোগ ছাড়া ভাই

    মুন্ড নেড়ে দেয় ইশারা

    যাওনের টাইম নাই।

    এইতো আমার টাকার গরম

    ঠান্ডা হয়ে গেল,

    ডাক্তার আনতে রোগী মরে

    চির বিদায় নিল।

    টাকার মোহ বন্ধ করি

    মহান আল্লাহর হাতে সব ছাড়ি

     কোটি টাকার গাড়ী-বাড়ী

    সবই যেতে হবে ত্যাগ করি।

    আজরাঈলের সামনে টাকার

    খাটবে না আর বাহাদুরী

    সময় থাকতে স্মরণ করি

    তাওহীদের ঐ পথটি ধরি

    দাওয়াত ও জিহাদ কায়েম করি

    পরকালের চিন্তা করে

    অহির আলোকে জীবন গড়ি।

     

    সন্ধান

    মুহাম্মাদ হায়দার আলী

    কলারোয়া, সাতক্ষীরা।

    নারীর উদরে মানুষ জন্মে

    প্রভু তার সৃষ্টিকর্তা।

    সুন্দর অবয়বে শ্রেষ্ট মানব

    আল-কুরআনে রয়েছে প্রভুর বার্তা।

    নর-নারীর মহা মিলনে

    শুক্রকীটে জন্মে মানুষ।

    দুনিয়ায় এসে মানব জাতি

    স্বার্থের টানে হয় বেহুশ।

    আলোর সন্ধান প্রভুর আদেশ

    উপেক্ষিত হয় মানব মাঝে।

    ইবলিশ তাদের পাকড়াও করে

    দিবা-রাত্র ভাল কাজে।

    ঈমান আক্বীদার কিনার ছেড়ে

    ঘুরতে থাকে দুনিয়ার মোহে।

    সুন্দর জীবন ধ্বংস করে

    ঘুমায় শেষে মাটির গৃহে।

    জন্ম আর মৃত্যু হ’ল

    মানব জাতির পরীক্ষার ক্ষেত।

    উত্তম আমল প্রভুর প্রিয়

    ছালাত কায়েম কুরআন পড়

    দ্বীনের দাওয়াত দিয়ে চলো।

     

     

     


    HTML Comment Box is loading comments...