সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)
১. বাংলাদেশ জাতিসংঘের কতটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে?
উত্তর : ৪০টি দেশের ৫৪টি মিশনে।
২. ২০১৭ সালের বৈশ্বিক জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ষষ্ঠ।
৩. বর্তমানে দেশে কার্যক্রম চলছে এমন সরকারী বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর : ৪০টি।
৪. দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে কোথায়?
উত্তর : সিলেটে।
৫. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : শাহজাদপুর, সিরাজগঞ্জ।
৬. বাংলাদেশের সাথে কতটি দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে?
উত্তর : ১৯৮টি।
৭. বাংলাদেশের উৎপাদিত পাটপণ্য বিশ্বের কতটি দেশে রপ্তানি করা হয়?
উত্তর : ১১৮টি।
৮. ‘অপারেশন রিবার্থ’ অভিযান কোথায় পরিচালিত হয়?
উত্তর : রাজশাহীর তানোর উপযেলার ডাঙ্গাপাড়া গ্রামে।
৯. বাংলাদেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়েটিক ওষুধ বিক্রির নিষেধাজ্ঞা জারি করেন কে?
উত্তর : ওষধু প্রশাসন।
১০. বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ বা ন্যানো স্যাটেলাইটের নাম কী?
উত্তর : ‘ব্রাক অন্বেষা’।
১১. বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশের নাম কি?
উত্তর : সিঙ্গাপুর।
১২. ঘূর্ণিঝড় ‘মোরা’ কোন ভাষার শব্দ?
উত্তর : থাই ভাষার শব্দ।
১৩. বাংলাদেশে মোট জনসংখ্যা কত?
উত্তর : ১৬১.৭৫ মিলিয়ন; [১জানুয়ারী ২০১৭]
১৪. বাংলাদেশে সাক্ষরতার হার (৭+) কত?
উত্তর : ৭১.০%।
১৫. বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
উত্তর : ৭১.৬%।
১৬. ‘ব্রুনাই কিং’ কোন জাতের ফলের নাম?
উত্তর : আম।
১৭. আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : অষ্টম।