সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)
১. প্রশ্ন : বাংলাদেশ সবচেয়ে বেশী বিদেশী রেমিট্যান্স অর্জন করে কোন দেশ থেকে? উত্তর : সঊদী আরব থেকে।
২. প্রশ্ন : অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে কোন দেশের সাথে সঊদী আরব কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে? উত্তর : কানাডা।
৩. প্রশ্ন : কোন দেশ একই সাথে এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত? উত্তর : তুরস্ক।
৪. প্রশ্ন : তুরস্কের ইস্পাত ও অ্যালুমিনিয়ামে দ্বিগুণ শুল্ক আরোপ করেন কোন মার্কিন প্রেসিডেন্ট?
উত্তর : ডোনাল্ড ট্রাম্প।
৫. প্রশ্ন : ইলেক্টনিক পণ্য বর্জনের পর মার্কিন আমদানি পণ্যে শুল্কারোপ করে কোন দেশের সরকার?
উত্তর : তুর্কি সরকার।
৬. প্রশ্ন : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপ ও মরো মুসলিমদের স্বায়ত্তশাসনের আইনে স্বাক্ষর করেন কে?
উত্তর : দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
৭. প্রশ্ন : মিয়ানমার নামকা ওয়াস্তে তিন সদস্যবিশিষ্ট নতুন রাখাইন কমিশন গঠন করে কে? উত্তর : দেশটির সরকার।
৮. প্রশ্ন : কোন মুসলিম দেশে ভয়াবহ ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে? উত্তর : ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে।
৯. প্রশ্ন : মালয়েশিয়ার কোন পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম?
উত্তর : মালয়েশিয়ার পিপলস্ জাস্টিস পার্টির (PKR)।
১০. প্রশ্ন: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে ১৮ই আগষ্ট ২০১৮ শপথ নেন কে?
উত্তর : তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর প্রধান ইমরান খান।
১১. প্রশ্ন : পৃথীবীর কোন দেশে মুসলিমদের ছালাতের সুবিধার্থে ‘মোবাইল মসজিদ’ স্থাপিত হতে যাচ্ছে?
উত্তর : জাপানের টোকিওতে ৩২তম গ্রীষ্ককালীন অলিম্পিক গেমস উপলক্ষে।
১২. প্রশ্ন : বিশ্বের কোন দেশ তীব্র তাপদাহ থেকে বাঁচতে ‘কৃত্রিম কুয়াশার’ ব্যবহার করে?
উত্তর : সূর্যোদয়ের দেশ জাপান।
১৩. প্রশ্ন : বিশ্বের প্রথম অর্ধডুবন্ত জাদুঘর তৈরী হচ্ছে কোথায়? উত্তর : মালদ্বীপে।
১৪. প্রশ্ন :বিশ্বের কত পার্সেন্ট দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চায়? উত্তর : বিশ্বের ৭০ পার্সেন্ট দেশ।
১৫. প্রশ্ন : স্বাধীন ও সার্বভৌম রাষ্ট হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কোন দেশ? উত্তর : কলম্বিয়া।
১৬. প্রশ্ন : অ্যান্টার্কটিকা থেকে বরফের চাঁই টেনে নিয়ে আসবে কোন দেশ?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত।
১৭. প্রশ্ন : সম্প্রতি কোন দেশে এক সন্তান বা দুই সন্তান নীতি বদলিয়ে তিন সন্তাননীতি গ্রহণ করে?
উত্তর : চরম কমিউনিষ্ট দেশ চীন।