সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 680 বার পঠিত
১. প্রশ্ন : ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) ইসলাম গ্রহণের পর ইসলামের সবচেয়ে বড় দুশমন কে ছিলেন?
উত্তর : আবু জাহল।
২. প্রশ্ন : কুরায়েশ বংশের সেরা ঘোষক এবং অত্যন্ত উচ্চ কণ্ঠের অধিকারী কে ছিলেন?
উত্তর : জামীল বিন মা‘মার আল-জুমাহীর।
৩. প্রশ্ন : ‘মক্কায় হয় তোমরা থাকবে না হয় আমরা’-কথাটি কে বলেছিলেন?
উত্তর : ওমর (রাঃ)।
৪. প্রশ্ন : ওমরকে হত্যার উদ্দেশ্য সন্ধিচুক্তির সময় কোন নেতা উপস্থিত ছিলেন?
উত্তর : ‘আছ বিন ওয়ায়েল সাহমী।
৫. প্রশ্ন : ‘ওমরের ইসলাম গ্রহণের পর থেকে আমরা সর্বদা শক্তিশালী ছিলাম’ একথাটি কে বলেছিলেন?
উত্তর : আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ)।
৬. প্রশ্ন : ‘আব্দে মানাফের পুত্র দুয়ের নাম কি?
উত্তর : হাশেম ও মুত্ত্বালিব।
৭. প্রশ্ন : কে বনু হাশিম ও বনু মুত্ত্বালিব গোত্রের একত্রিত হওয়ার আহবান জানায়? উত্তর : আবু ত্বালিব।
৮. প্রশ্ন : অঙ্গীকারনামাটি কা‘বাগৃহের ভিতরে টাঙিয়ে রাখা হয়েছিল কত তারিখে?
উত্তর : ৭ম নববী ১লা মুহাররমের রাতে।
৯. প্রশ্ন : অঙ্গীকারনামাটির লেখক কে ছিলেন?
উত্তর : বাগীয বিন ‘আমের।
১০. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ)-এর হজ্জ চলাকালীন সময়ে তাওহীদের দাওয়াতের কথা শুনতে কে নিষেধ করতেন?
উত্তর : চাচা আবু লাহাব।
১১. প্রশ্ন : অঙ্গীকারনামা ছিন্ন ও বয়কটের সমাপ্তি হয় কখন?
উত্তর : তিন বছরের মাথায় ১০ম নববী বর্ষে।
১২. প্রশ্ন : অঙ্গীকারনামাটিতে কতটুকু লেখা পড়তে পেরেছিল কাফেররা?
উত্তর : ‘বিসমিকা আল্লা-হুম্মা’।
১৩. প্রশ্ন : বনু হাশেম ও বনু মুত্ত্বালিবের সাথে বিয়ে-শাদী কোন মাসে বন্ধ থাকবে সিন্ধান্ত নিলেন?
উত্তর : মুহাররম মাসে।
১৪. প্রশ্ন : আবু ত্বালিবের মৃত্যু হয় কত সনে?
উত্তর : ১০ম নববী বর্ষ রজব মাসে।
১৫. প্রশ্ন : ‘আপনি কি আব্দুল মুত্বালিবের ধর্ম ত্যাগ করবেন’ কথাটি কে বলেছিল?
উত্তর : আব্দুল্লাহ ইবনে আবী উমাইয়া।
১৬. প্রশ্ন : আব্দুল্লাহ বিন আববাস (রাঃ) আবু তালিবের কে হন?
উত্তর : চাচাতো ভাই।
১৭. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর কাছে আবু তালিবের আখিরাত বিষয় কোন ছাহাবী জিজ্ঞেস করছিল ?
উত্তর : আব্দুল্লাহ বিন আববাস (রাঃ)।
১৮. প্রশ্ন : আবু ত্বালিবের মুখ দিয়ে শেষ বাক্য কি বেরিয়ে ছিল?
উত্তর : আমি আব্দুল মুত্ত্বালিবের দ্বীনের উপরে।
১৯. প্রশ্ন : জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে হালকা আযাবপ্রাপ্ত কে হবেন? উত্তর : আবু তালিব।
২০. প্রশ্ন : জাহান্নামবাসীদের মধ্যে আবু তালিবের আযাব কোন ধরণের হবে?
উত্তর : আগুনের দু‘টি জুতা পরিহিত হবে যাতে মাথার মগয টগবগ করে ফুটবে।
২১. প্রশ্ন : খাদীজা (রাঃ)-এর মৃত্যু কত সনে?
উত্তর : ১০ম নববী বর্ষ রামাযান মাসে।
২২. প্রশ্ন : আবু ত্বালিবের মৃত্যুর কত দিন পরে খাদীজা (রাঃ) মৃত্যুবরণ করেন?
উত্তর : অনধিক তিন মাস।
২৩. প্রশ্ন : খাদীজা (রাঃ)-এর মৃত্যুর সময় রাসূল (ছাঃ)-এর বয়স কত বছর ছিল?
উত্তর : ৫০ বছর।
২৪. প্রশ্ন : রাসূল (ছাঃ) খাদীজার (রাঃ)-এর দাম্পত্য জীবন কত বছর কাটিয়েছিলেন?
উত্তর : ২৫ বছর।
২৫. প্রশ্ন : খাদীজা (রাঃ) বিশ্বসেরা কয় জন মহিলার অন্যতম? উত্তর : চারজন।
২৬. প্রশ্ন : জান্নাতী মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হ'লেন কে?
উত্তর : খাদীজা বিনতে খুওয়াইলিদ।
২৭. প্রশ্ন : জিব্রীল নিজের পক্ষ হ’তে ও আল্লাহর পক্ষ হ’তে রাসূল (ছাঃ)-এর মাধ্যমে কোন মহীয়সী মহিলাকে সালাম দেন ? উত্তর : খাদীজা (রাঃ)।
২৮. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ) ত্বায়েফ সফর করেন কত তারিখে?
উত্তর : দশম নববী বর্ষের শাওয়াল মাস।
২৯. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ) ত্বায়েফ সফর করার সময় কোন ছাহাবীকে সঙ্গে নিলেন?
উত্তর : যায়েদ বিন হারেছাহকে।
৩০. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ) ত্বায়েফ সফরে কোন গোত্রের সাথে দেখা করেন?
উত্তর : বনু ছাক্বীফ।
৩১. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ) ত্বায়েফ থেকে কত দিন পরে আসলেন? উত্তর : দশদিন।
৩২. প্রশ্ন : ত্বায়েফবাসী রাসূল (ছাঃ)-কে পাথর ছুঁড়ে মারলে কোথায় গিয়ে আশ্রয় নেন?
উত্তর : ত্বায়েফ শহরের বাহিরে এক আঙ্গুর বাগিচায়।
৩৩. প্রশ্ন : ত্বায়েফের কোন নেতার কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন?
উত্তর : ইবনু ‘আব্দে ইয়ালীল বিন ‘আব্দে কুলাল।
৩৪. প্রশ্ন : কুরআন তেলাওয়াত শুনে কোন জাতি ইসলাম গ্রহণ করেন? উত্তর : জিনরা।