সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 557 বার পঠিত

  1. প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কী?

       উত্তর : মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস।

  1. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

       উত্তর : ৬.১৫ কিমি।

  1. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?

       উত্তর :  ১৮.১০ মিটার।

  1. প্রশ্ন : পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?

       উত্তর : ৪২টি।

  1. প্রশ্ন : বর্তমানে দেশে সরকারী বিশ্ববিদ্যালয় কতটি?

       উত্তর : ৫১ টি।

  1. প্রশ্ন : বর্তমান দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি?

       উত্তরঃ ৭টি।

  1. প্রশ্ন : দেশের সপ্তম সরকারি কৃষি বিশ্ববিদ্যায় কোনটি?

       উত্তর : কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

  1. প্রশ্ন : প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কততম?

       উত্তর : সপ্তম।

  1. প্রশ্ন : ২০২২ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ অবস্থান কত?

       উত্তর : ১৬২ তম।

  1. প্রশ্ন : বর্তমানে দেশে সরকারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কতটি?

       উত্তর : ৯টি।

  1. প্রশ্ন : ২০২২ সালে বাংলাদেশের সাথে কোন দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়?

       উত্তর : ওমান।

  1. প্রশ্ন : দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর ওপর নির্মিত?

       উত্তর : মধুমতি।

  1. প্রশ্ন : স্বাদু বা মিঠা পানির মৎস উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?

       উত্তর : তৃতীয়।

  1. প্রশ্ন : সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে কততম?

       উত্তর : ২৫তম।

  1. প্রশ্ন : ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম।

       উত্তর : ৩য়।

  1. প্রশ্ন : হাইকোর্ট কবে সকল থানা ও কারাগারে বায়োমেট্রিক ডাটা পদ্ধতি চালুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে?

       উত্তর : ৫ই জুলাই ২০২২।

  1. প্রশ্ন : বিশ্বের কতটি দেশে ম্যানগ্রোভ রয়েছে?

       উত্তর : ১১৮টি।



আরও