কিক-বক্সার অ্যান্ড্রু টেটের ইসলাম গ্রহণ

তাওহীদের ডাক ডেস্ক 451 বার পঠিত

[ব্রিটিশ-আমেরিকান নাগরিক বিশিষ্ট ইন্টারনেট ব্যক্তিত্ব এবং কিক-বক্সার অ্যান্ড্রু টেট (৩৫) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত ২৪.১০.২২ অ্যান্ড্রু টেট ইসলাম গ্রহণের ঘোষণা দেন। তার আগের দিন রোববার দুবাইয়ের একটি মসজিদে অ্যান্ড্রু টেটের ছালাতের একটি ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে অ্যান্ড্রুকে দুবাইয়ের বিখ্যাত এম এম এ ফাইটার ট্যাম খানের সাথে ছালাত আদায় করতে দেখা গেছে।-নির্বাহী সম্পাদক]

প্রারম্ভিক জীবন : অ্যান্ড্রু টেটের জন্ম ১৯৮৬ সালের ১৪ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে। তিনি ইংল্যান্ডের লুটনে বেড়ে ওঠেন। তার বাবা এমরি টেট একজন আফ্রিকান-আমেরিকান নাগরিক ছিলেন। তিনি ছিলেন একজন আন্তর্জাতিক দাবাড়ু। তার মা ক্যাটারিং তার সহকারী হিসাবে কাজ করতেন। টেট পাঁচ বছর বয়সে দাবা খেলতে শিখেছিলেন। ছোটবেলাতেই তিনি প্রাপ্ত বয়স্কদের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন।

কর্মজীবন : ২০০৫ সালে টেট বক্সিং এবং মার্শাল আর্ট অনুশীলন শুরু করেন। ২০০৮ সালের নভেম্বরে ইন্টারন্যাশনাল স্পোর্ট কিক-বক্সিং অ্যাসোসিয়েশন (ISKA) কর্তৃক টেটকে ব্রিটেনের সপ্তম সেরা লাইট-হেভিওয়েট কিক-বক্সার হিসেবে স্থান দেওয়া হয়।০০৯ সালে তিনি ইংল্যান্ডের ডার্বিতে ব্রিটিশ ISKA তে ফুল কন্টাক্ট ক্রুজারওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ইউরোপে নিজ বিভাগে এক নম্বরে ছিলেন। ২০১১ সালে টেট নকআউটের মাধ্যমে জিন লুক বেনয়েটের বিরুদ্ধে তার প্রথম ISKA বিশ্ব শিরোপা জিতেছিলেন। তিনি তার ১৯টি লড়াইয়ের মধ্যে ১৭টি জিতেছিলেন এবং এর মাধ্যমে বিশ্বের সেরা দ্বিতীয় লাইট-হেভিওয়েট কিক-বক্সার খেতাব পেয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ টেট : বক্সিং থেকে অবসর নেওয়ার পর টেট নিজের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন পেইড কোর্স করানো শুরু করেন এবং এর মাধ্যমে প্রসিদ্ধ অনলাইন ব্যক্তিত্ব হয়ে ওঠেন। টেট সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, ‘একজন মহিলার স্থান হ’ল বাড়ি, সে গাড়ি চালাতে পারে না’। এছাড়াও তিনি বলেছিলেন, ‘পুরুষরা ১৮-১৯ বছর বয়সী নারীদের সাথে শারিরীক সম্পর্কে যেতে পছন্দ করে। কারণ এই বয়সীরা কম পুরুষের সাথে শারিরীক সম্পর্ক করে থাকে।’ নারীদের বিষয়ে এসমস্ত মন্তব্যের কারণে নারীবাদীরা তাকে ‘মিসোজিনিস্ট’ বা নারীবিদ্বেষী বলে অভিহিত করেছে। এ বছর আগস্টে টেটকে এসব মন্তব্যের কারণে ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, ইউটিউব, টিকটক এবং টুইটারসহ সামাজিক নেটওয়ার্কগুলো থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার জন্য অনলাইনে প্রচারণার মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল। তার ইনস্ট্রাগ্রামে ৪.৭ মিলিয়ন ফলোয়ার ছিল। তার তিনটি টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছিল। এরপরও টেট গত জুলাই এবং আগস্ট মাসে গুগলে সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তি হয়ে ওঠেন। এমনকি জুলাই মাসে গুগল অনুসন্ধানে তার নাম ডোনাল্ড ট্রাম্প ও কোভিড-১৯ উভয়কেই ছাড়িয়ে যায়। মিডিয়া পর্যবেক্ষক গোষ্ঠী ‘মিডিয়া ম্যাটারস ফর আমেরিকা’-এর মতে, নিষেধাজ্ঞার পরেও টেটের ভক্তদের অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে তার বিষয়ে সর্বাধিক চর্চা হ’তে থাকে। নিষেধাজ্ঞার পরে টেট কুস্তিগিরদের প্রচারণা মাধ্যম রাম্বল অ্যাপে যুক্ত হন। এর ফলে এটি অ্যাপ স্টোরের শীর্ষ অ্যাপে পরিণত হয়।

ইসলাম গ্রহণ : অ্যান্ড্রু টেট গত ২৪শে অক্টোবর সোমবার তার অফিসিয়াল Gettr অ্যাকাউন্টে[1] ইসলাম গ্রহণের ঘোষণা দেন। ২৩শে অক্টোবর রবিবার দুবাইয়ের একটি মসজিদে সংযুক্ত আরব আমিরাতের সফল উদ্যোক্তা এবং এমএমএ যোদ্ধা ট্যাম খানের সাথে টেট ছালাত আদায়ের প্রশিক্ষণ নেন। ধারণকৃত ছালাত আদায়ের ভিডিওটি খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ট্যাম খান সেই ভিডিওটি তার ব্যক্তিগত সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করে ‘আলহামদুলিল্লাহ’ লিখেছেন। জনাব খান টেটের ছালাতে অংশগ্রহণের কারণ এবং এর উদ্দেশ্য ব্যাখ্যা করে লিখেছেন, ভাই অ্যান্ড্রু খুবই আন্তরিক এবং তার হৃদয় ইসলামের সাথে যুক্ত রয়েছে। কয়েকটি বিষয় স্পষ্ট করা যাক, কেন আমি আমাদের ছালাত রেকর্ড করলাম? কারণ প্রথমবারের মত টেট ছালাত আদায় করেছে, এটি ইতিবাচক পোস্ট করতে সাহায্য করবে। অ্যান্ড্রু পড়ব না বলতে পারত। কিন্তু তিনি জানেন যে, এটি সামাজিক মিডিয়াতে তার বিতর্কিত পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে তিনি নিজেই এটি করেন। আল্লাহর কসম, এটা ছিল মসজিদে বিশেষ সফর। শুধু সে এবং আমি এটা চেয়েছিলাম। আমরা কয়েকদিন আগে পরিকল্পনা করেছিলাম। কিন্তু আজ সে আমাকে যেতে মনে করিয়ে দিল। ট্যাম আরও বলেন, আমি আনন্দিত কারণ আমরা ভিডিও করেছি যাতে লোকেরা তার আসল দিকটি দেখতে পারে। এটি তার প্রথমবারের জন্য মসজিদে যাত্রা। তার যাত্রা শুরুর পদ্ধতি কতই না চমৎকার! আমরা ছালাত আদায় করতে শনিবার রাতে মসজিদে যাই। সেখানে আমি কুরআন, হাদীছ, নবী মুহাম্মাদ (ছাঃ)-এর কর্ম, আল্লাহর রহমত, সালাম এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণা ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি’ ।

অ্যান্ড্রু টেট নিজের ইসলাম গ্রহণ সম্পর্কে বলেন, ‘কোন খ্রিস্টান যে, ভালতে বিশ্বাস করে এবং মন্দের বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধ উপলব্ধি করতে পারে, সে অবশ্যই ধর্মান্তরিত হবে। এই কারণে আমি মুসলিম হয়েছি।’

ইসলাম সম্পর্কে এক মন্তব্যে তিনি বলেন, ‘আমি মনে করি এটিই শেষ ধর্ম। কারণ অন্য কোন ধর্মের সীমারেখা নেই যা তারা প্রয়োগ করে। আপনি যদি সবকিছু সহ্য করেন, তাহ’লে কিছুতেই দাঁড়াতে পারবেন না। ৯৯% খ্রিস্টানরা প্রতিদিন বাইবেলের প্রতিটি নিয়ম উপেক্ষা করছে। তারা এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। শুধুমাত্র মুসলিমরাই তাদের ধর্মগ্রন্থ অনুসরণ করে, তাই এটাই শেষ ধর্ম।’[2] [সূত্র : ইন্টারনেট]


১. এটি আমেরিকান রক্ষণশীলদের নজরে রাখার জন্য ব্যবহৃত একটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট। ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন সহযোগী জেসন মিলার এটি প্রতিষ্ঠা করেন। ৪ জুলাই ২০২১ সালে ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

[2]. https://www.sportskeeda.com/esports/news-andrew-tate-announces-conversion-islam



আরও