সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 387 বার পঠিত

যেলা কমিটি পুনর্গঠন (২০২২-২৪ সেশন)


১. বিরামপুর, দিনাজপুর (পূর্ব), ১লা সেপ্টেম্বর, বৃহস্পতিবার : অদ্য বেলা ১১টায় যেলার বিরামপুর থানা সদরের চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি এ.এইচ.এম রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এছাড়াও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি শহীদুল আলম ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আরও অনেক দায়িত্বশীল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুহাম্মাদ সাইফুর রহমানকে সভাপতি ও আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২. শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদ, রংপুর (পশ্চিম), ২রা সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য সকাল ১০টায় যেলার সদর থানার অন্তর্গত শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মোস্তফা সালাফী-এর সভাপতিত্বে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র-এর সহ-সভাপতি মুহাম্মাদ লাল মিয়া, যুববিষয়ক সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে মতীউর রহমানকে সভাপতি ও মফীযুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়

৩. পটুয়াখালী, ৬ই সেপ্টেম্বর, মঙ্গলবার : অদ্য বাদ আছর পটুয়াখালী নতুন বাস স্ট্যান্ডে অবস্থিত আস-সুন্নাহ্ মাদ্রাসা কমপেক্সে ‘যুবসংঘ’-এর যেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুল্লাহ মিলন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল-ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুজীবুর রহমান এবং যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মাযহারুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মুহাম্মাদ মা‘সুম বিল্লাহকে সভাপতি ও এনামুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠিত হয়।

৪. শঠিবাড়ী, নীলফামারী (পূর্ব), ৯ই সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য সকাল ১১-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর নীলফামারী (পূর্ব) সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে স্থানীয় আল-ইক্বরা মাদ্রাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুকীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সহ-সভাপতি আব্দুর রহমান এবং অর্থ সম্পাদক মাক্ছুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নুরুয্যামানকে সভাপতি ও মুনীরুয্যামানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠিত হয়।

৫. নওদাপাড়া, রাজশাহী (পশ্চিম), ৯ই সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া মাদ্রাসার পূর্ব পার্শ্বস্থ ভবনের যেলা কার্যালয়ে ‘যুবসংঘ’ রাজশাহী পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে আবুল কাশেমকে সভাপতি ও কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৬. মুন্সীপাড়া, নীলফামারী (পশ্চিম), ৯ই সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ যোহর ‘যুবসংঘ’-এর নীলফামারী পশ্চিম সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে শহরের মুন্সীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, অর্থ সম্পাদক ফজলুল হক এবং সৈয়দপুর উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রায্যাক প্রমুখ। অনুষ্ঠানে রাশেদুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ রায়হানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠিত হয়

৭. ছোট বেলাইল, বগুড়া, ১০ই সেপ্টেম্বর, শনিবার : অদ্য বাদ আছর বগুড়া শহরের ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মশিউর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। অনুষ্ঠানে মাওলানা আল-আমীনকে সভাপতি ও আব্দুর রঊফকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৮. মহাদেবপুর, নওগাঁ, ১২ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় যেলার মহাদেবপুর থানাধীন সোনাপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম এবং বিশেষ অতিথি ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসেন। উক্ত অনুষ্ঠানে আব্দুর রহমানকে সভাপতি ও শামীম আহমাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৯. বাগেরহাট, ১৪ই সেপ্টেম্বর, বুধবার : অদ্য বাদ আছর বাগেরহাট যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক দ্বীনী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী ও তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজাহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন যেলা আন্দোলনের সভাপতি মাওলানা আহমাদ আলী এবং সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল-মা‘ছুমকে সভাপতি ও মহিদুল গণীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠিত হয়।

১০. নওদাপাড়া, রাজশাহী (পূর্ব), ১৫ই সেপ্টেম্বর, বৃহঃবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ যেলা কার্যালয়ে ‘যুবসংঘ’-এর রাজশাহী পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর। উক্ত অনুষ্ঠানে মুহাম্মাদ বুলবুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

১১.হাদীছ ফাউন্ডেশন পাঠাগার, ফরিদপুর, ১৬ই সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ আছর ফরিদপুর সদরে অবস্থিত হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে ‘যুবসংঘ’ ফরিদপুর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি দেলোওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুল্লাহ মিলন। অনুষ্ঠানে তাওহীদুল আলম (রানা)-কে সভাপতি ও মুহাম্মাদ পারভেজ মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

১২. খুলনা, ১৬ই সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বেলা ১০টায় মুজগুন্নি আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ খুলনা যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক দ্বীনী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক মুজ্জাম্মেল হক, প্রশিক্ষণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এবং দফতর সম্পাদক আযীযুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মুহাম্মাদ আল-আমীনকে সভাপতি ও মুহাম্মাদ রবীউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

১৩. ধোবাউড়া, ময়মনসিংহ (উত্তর), ১৬ই সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ যোহর ময়মনসিংহ উত্তর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে ধোবাউড়া, মেকিয়ারকান্দা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম খলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোহাম্মদ আলীকে সভাপতি ও আব্দুল্লাহ আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

১৪. ত্রিশাল, ময়মনসিংহ (দক্ষিণ), ১৬ই সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ আছর ধানিখোলা মাইজপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর ময়মনসিংহ দক্ষিণ সাংগঠনিক যেলা পুনর্গঠন উপলক্ষ্যে এক দ্বীনী বৈঠকের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। অনুষ্ঠানে হাফেয এনামুল হককে সভাপতি ও হাফেয মুহাম্মাদ আলীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

১৫. মিলন বাজার, মাদারগঞ্জ, জামালপুর (দক্ষিণ), ১৭ই সেপ্টেম্বর, শনিবার : অদ্য সকাল ৯টায় মিলনবাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’ পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল মাহমূদ। আমন্ত্রিত অতিথি ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা কামরুয্যামান বিন আব্দুল বারী। অনুষ্ঠানে মাসুদ বিন আব্দুল্লাহ্কে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়

১৬. মেলান্দহ, জামালপুর (উত্তর), ১৭ই সেপ্টেম্বর, শনিবার : অদ্য দুপুর ২টা থেকে পাঁচ পয়লা আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাসঊদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। অনুষ্ঠানে ইসমাঈল বিন আব্দুল গণীকে সভাপতি ও মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

১৭. বাঁকাল, সাতক্ষীরা, ১৭ই সেপ্টেম্বর, শনিবার : অদ্য সকাল ৯টায় যেলার সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিয়া মাদ্রাসায় ‘যুবসংঘ’-এর সাতক্ষীরা যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুর রহমান। এছাড়াও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নাজমুল আহসানকে সভাপতি ও রোকনুয্যামানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

১৮. কাযীপুর, সিরাজগঞ্জ, ১৭ই সেপ্টেম্বর, শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার কাযীপুর থানাধীন নয়াপাড়া কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর। এছাড়াও যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক আব্দুল মতীনসহ যেলা কমিটির অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুহাম্মাদ ওয়াসিম রেযাকে সভাপতি ও রাসেল আহমাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

১৯. নওদাপাড়া, রাজশাহী সদর, ১৯শে সেপ্টেম্বর, সোমবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া মাদ্রাসার পূর্ব পার্শ্বস্থ মহানগর কার্যালয়ে ‘যুবসংঘ’-এর রাজশাহী সদর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর এবং কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। অনুষ্ঠানে মুস্তাফীযুর রহমানকে সভাপতি ও হাফেয আবু সাইফকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

২০. পাঁচদোনা, নরসিংদী, ২১শে সেপ্টেম্বর, বুধবার : অদ্য বাদ মাগরিব পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে নরসিংদী যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন অনুষ্ঠান আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী মুহাম্মাদ আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন, যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, অর্থ সম্পাদক হাফেয ওহিদুয্যামান, প্রচার সম্পাদক আব্দুস সাত্তার এবং যুব বিষয়ক সম্পাদক হেমায়েত হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে মুহাম্মাদ দেলাওয়ার হোসাইনকে সভাপতি ও আব্দুল্লাহ মুহাম্মাদ ইসহাককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২১. কাঞ্চন, নারায়ণগঞ্জ, ২২শে সেপ্টেম্বর, বৃহঃবার : অদ্য সকাল ১০-টায় যেলার কাঞ্চন বাজারস্থ যেলা কার্যালয়ে নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন আলোচনা সভার আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল। অনুষ্ঠানে ইমরান হাসিন আল-আমীনকে সভাপতি ও মুহাম্মাদ রবীউল হাসানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২২. গাযীপুর (দক্ষিণ), ২২শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব গাযীপুর মহানগরে অবস্থিত আব্দুস সোবহান জামে মসজিদে ‘যুবসংঘ’ গাযীপুর দক্ষিণ সাংগঠনিক যেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক যুব সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক হাতেম বিন পারভেয, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং যুব বিষয়ক সম্পাদক জাকির হোসাইন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আলে-ইমরানকে সভাপতি ও কাজী মুহাম্মাদ তামীমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠিত হয়।

২৩. পতেঙ্গা, চট্টগ্রাম, ২৩শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ আছর পতেঙ্গা, চট্টগ্রামের কার্যালয়ে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি শেখ সা‘দী। আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ। এছাড়াও যেলা আন্দোলনের সাধারণ সম্পাদক আরজু হোসেন সাবিবরসহ যেলা কমিটির অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুহাম্মাদ জসীমুদ্দীনকে সভাপতি ও মুহাম্মাদ রাসেলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

২৪. দক্ষিণ মাদারশি, বরিশাল, ২৩শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ আছর যেলার দক্ষিণ মাদারশিতে অবস্থিত মুহাম্মাদিয়া জামে মসজিদে ‘যুবসংঘ’-এর বরিশাল সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ‘যুবসংঘ’-এর যেলা সভাপতি কায়েদ মাহমূদ ইমরানের সভাপতিত্বে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, বিশেষ অতিথি যেলা আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইব্রাহীম কাওছার, সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, ‘আন্দোলন’-এর বরিশাল বিভাগীয় দাঈ মুহাম্মাদ রাকিবুল ইসলাম এবং নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান হাসিন আল আমিন প্রমুখ। অনুষ্ঠানে কায়েদ মাহমূদ ইমরানকে সভাপতি ও মুহাম্মাদ মুমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২৫. হাদীছ ফাউন্ডেশন পাঠাগার, শাহী ঈদগাহ, সিলেট, ২৩শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য সকাল ১০-টায় সিলেট সদরের শাহী ঈদগাহে অবস্থিত হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফায়জুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য তারীকুয্যামান এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। এছাড়াও যেলা ‘আন্দোলনে’-এর সাধারণ সম্পাদকসহ যেলা কমিটির অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তোফায়েল আহমাদকে সভাপতি ও রুবেল আহমাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২৬. বংশাল, ঢাকা (দক্ষিণ), ২৩শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ মাগরিব ঢাকার বংশালস্থ যেলা কার্যালয়ে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। অনুষ্ঠানে হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফকে সভাপতি ও হাফেয আব্দুর রায্যাককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২৭. মাদারবাড়িয়া, দোগাছী, পাবনা, ২৩শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ আছর পাবনা যেলার সদর থানাধীন মাদারবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’-এর পুনর্গঠন অনুষ্ঠান আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আন্দোলনের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে আব্দুল গাফ্ফারকে সভাপতি ও সাদ্দাম হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২৮ মহিষখোঁচা, লালমনিরহাট, ২৩শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য সকাল ৯টা হতে মহিষখোঁচা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব। অনুষ্ঠানে মুহাম্মাদ মনছুর আলীকে সভাপতি ও মুহাম্মাদ আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২৯. কুমারখালী, কুষ্টিয়া (পূর্ব), ২৪শে সেপ্টেম্বর, শনিবার : অদ্য বাদ যোহর যেলার কুমারখালী থানাধীন নন্দলালপুর আহলেহাদীছ জামে মসজিদে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুর রহমান কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে মুহাম্মাদ এরশাদ আলীকে সভাপতি ও আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩০. গাযীপুর (উত্তর), ২৪শে সেপ্টেম্বর, শনিবার : অদ্য সকাল ৯টায় যেলার মণিপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে গাযীপুর উত্তর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে যুবসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর এবং সোনামণির কেন্দ্রীয় পরিচালক ড. আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ডা. ফযলুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং যেলা যুবসংঘের সাবেক সভাপতি শরীফুল ইসলাম। অনুষ্ঠানে বর্তমান সভাপতি শরীফুল ইসলামকে পুনরায় সভাপতি এবং মুহাম্মাদ রেজাউল করীমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়

৩১. দৌলতপুর, কুষ্টিয়া (পশ্চিম), ২৪শে সেপ্টেম্বর, শনিবার : অদ্য সকাল ৯টা হ’তে কুষ্টিয়া পশ্চিম সাংগঠনিক যেলা পুনর্গঠন উপলক্ষ্যে যেলার লাউবাড়িয়া দক্ষিণ পাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয়  মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুল রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা গোলাম যিল কিবরিয়া, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুহসিন। অনুষ্ঠানে মুহাম্মাদ আশিকুর রহমানকে সভাপতি ও মামুন বিন হাশমতকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩২. কানসাট, চাঁপাইনবাবগঞ্জ (দক্ষিণ), ২৪শে সেপ্টেম্বর, শনিবার : অদ্য বাদ আছর চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে যেলার শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে এক দ্বীনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. কাবীরুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অনুষ্ঠানে মুহাম্মাদ ছালেহ সুলতানকে সভাপতি ও এমদাদুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৩. ষষ্টিতলা, যশোর, ৩০শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য সকাল ১১টা থেকে যেলা সদরের টাউন আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয তরীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। এছাড়াও যেলার ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হাফেয তরীকুল ইসলামকে সভাপতি ও আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৪. হাজীগঞ্জ, চাঁদপুর, ৩০শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ আছর হাজীগঞ্জ থানার কাঠালীপাড়া জামে মসজিদে ‘যুবসংঘ’-এর চাঁদপুর সাংগঠনিক যেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আতাউল্ল­াহ শরীফের সভাপতিত্বে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন এবং প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীমসহ যেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ। উক্ত অনুষ্ঠানে হাফেয বেলাল হোসাইনকে সভাপতি এবং মুহাম্মাদ বকুলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠিত হয়।

৩৫. ঢাকা (উত্তর), জিরানী পুকুরপাড়, সাভার, ৩০শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ মাগরিব ঢাকার সাভার থানার অন্তর্গত টেংগুরী পুকুরপাড়, জিরানী ফাতেমাতুজ্জান্নাহ আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর ঢাকা উত্তর সাংগঠনিক যেলার পুনর্গঠন উপলক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘের সভাপতি আব্দুল্লাহ আল-আরফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর। বিশেষ অতিথি ছিলেন যেলা আন্দোলনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব, সহ-সভাপতি মাহবূবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জববার এবং অত্র মসজিদের মুতাওয়াল্লী হাজী মুহাম্মাদ ফযলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল-আরাফাতকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৬. জয়রামপুর, চুয়াডাঙ্গা, ৩০শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ জুম‘আ জয়রামপুর ‘যুবসংঘ’-এর চুয়াডাঙ্গা সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে হাবীবুর রহমানকে সভাপতি ও সাঈদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৩৭. রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ (উত্তর), ৩০শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর রহনপুর, ডাকবাংলা পাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর চাঁপাইনবাবগঞ্জ উত্তর সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে মুহাম্মাদ ইয়াকুব আলীকে সভাপতি ও মুহাম্মদ তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠিত হয়।

৩৮. ঝিনাইদহ, ৩০শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা ‘যুবসংঘ’-এর পুনর্গঠন উপলক্ষ্যে সদর থানাধীন ডাকবাংলা বাজারস্থ যেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মক্ববুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী ও সহ-সভাপতি আসাদুল্লাহ মিলন। অনুষ্ঠানে হুসাইন কবীরকে সভাপতি ও মুহাম্মাদ রিয়াজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৯. শাসনগাছা, কুমিল্লা, ১লা অক্টোবর, শনিবার : অদ্য সকাল ১০টায় শাসনগাছা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লে­ক্সে কুমিল্লা যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্ল­াহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুছলেহুদ্দীন এবং সাধারণ সম্পাদক মাওলানা জামীলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে রুহুল আমীনকে সভাপতি ও মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪০. ভবানীপুর, পাতুলীপাড়া, টাঙ্গাইল, ৫ই অক্টোবর, বুধবার : অদ্য সকাল ৯টায় টাঙ্গাইল যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে পাতুলীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যেলা ‘আন্দোলনে’র সভাপতি শামসুল আলম। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। এছাড়াও যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক মামূনুল হক উপস্থিত ছিলেন। উক্ত যুব সমাবেশ শেষে আব্দুল হামীদকে সভাপতি ও হাফেয আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪১. বনপাড়া, বাগাতিপাড়া, নাটোর, ৬ই অক্টোবর, বৃহস্পতিবার : অদ্য বেলা ১১ টায় ‘যুবসংঘ’ নাটোর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে যেলার বাগাতিপাড়া থানাধীন বালিয়াডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে হাফেয মুহাম্মাদ আলীকে সভাপতি ও মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪২. স্বরূপকাঠী, পিরোজপুর, ৬ই অক্টোবর, বৃহস্পতিবার : অদ্য বাদ আছর সরুপকাঠী, পিরোজপুর যেলা কার্যালয়ে ‘যুবসংঘ’-এর পিরোজপুর সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর সভাপতি আবু নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আজমাল। এছাড়াও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাহবূব আলমসহ যেলা কমিটির অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শিহাবুদ্দীনকে সভাপতি ও মুহিববুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠিত হয়।

৪৩. বহলতলী, কোটালীপাড়া, গোপালগঞ্জ, ৭ই অক্টোবর, শুক্রবার : অদ্য বাদ মাগরিব বহলতলী আহলেহাদীছ জামে মসজিদ, কোটালীপাড়া, গোপালগঞ্জে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফেয আশিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আজমাল। উক্ত অনুষ্ঠানে খন্দকার অহিদুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ শিপনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪৪. কুড়িগ্রাম উত্তর, ৭ই অক্টোবর, শুক্রবার : অদ্য বাদ আছর কুড়িগ্রাম উত্তর যেলা ‘যুবসংঘ’ কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে যেলার আন্ধারীঝাড় হাতের কুঠি আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সোহরাব মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব। অনুষ্ঠানে মুহাম্মাদ হামিদুল ইসলামকে সভাপতি ও হারূনুর রশীদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠিত হয়।

৪৫. কুড়িগ্রাম দক্ষিণ, ৭ই অক্টোবর, শুক্রবার : অদ্য বাদ জুম‘আ কুড়িগ্রাম দক্ষিণ যেলা ‘যুবসংঘ’ কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে সেলিমনগর স্কুল জামে মসজিদে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ নূর ইসলাম বাবলার সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যেলা আন্দোলনের সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফূজুর রহমান দারা এবং সাংগঠনিক সম্পাদক মোশাররফ হুসাইন। প্রশিক্ষণ শেষে নূর ইসলাম বাবলাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪৬. আরামনগর, জয়পুরহাট ৭ই অক্টোবর, শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর জয়পুরহাট যেলা পুনর্গঠন উপলক্ষ্যে যেলা শহরের আরামনগর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম এবং প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। অনুষ্ঠানে মোস্তাক আহমাদ সারওয়ারকে সভাপতি ও মুহাম্মাদ তাহমীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪৭. পীরগাছা, রংপুর (পূর্ব), ৮ই অক্টোবর, শনিবার : অদ্য সকাল ১০টায় যেলার পীরগাছা থানার অন্তর্গত দারুস সালাম সালাফিয়াহ মাদ্রাসায় যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল­াহ আল-গালিব এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যেলা ‘আন্দোলনে’র সভাপতি শাহীন পারভেজ মামূন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর পশ্চিম যেলা ‘যুবসংঘে’র সাবেক সভাপতি আব্দুন নূর, যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, উপদেষ্টা আতিকুর রহমান ছাড়াও জনাব সাখাওয়াত হোসেন, জনাব মতিউর রহমান, মাওলানা জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মুহাম্মাদ সাঈদুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ মাহবূবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪৮. সাহারবাটি, মেহেরপুর, ৯ই অক্টোবর, রবিবার : অদ্য সকাল ৯টায় যেলার সদর থানাধীন সাহাজিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর মেহেরপুর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে করেন উক্ত মসজিদের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্জ আজিম উদ্দীন সভাপতিত্ব কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। অনুষ্ঠানে মাওলানা হায়দার আলীকে সভাপতি ও নাজমুল হুসাইনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪৯. তাহিরপুর, সুনামগঞ্জ, ৯ই অক্টোবর, রবিবার : অদ্য বাদ আছর রতনশ্রী, তাহিরপুর, পুরাতনহাটি জামে মসজিদে ‘যুবসংঘ’-এর সুনামগঞ্জ সাংগঠনিক যেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য তরীকুয্যামান এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। এছাড়াও যেলা ‘আন্দোলনে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে রুহুল আমীনকে আহবায়ক এবং নাজমুল মিয়াকে যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

৫০. ফুলতলা বাজার, পঞ্চগড়, ২১শে অক্টোবর, শুক্রবার : অদ্য বাদ আছর ফুলতলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ পঞ্চগড় যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি যয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব ও আল-‘আওন-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক শরীফুল ইসলাম। অনুষ্ঠানে মুযাহার আলীকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৫১. লালবাগ, দিনাজপুর (পশ্চিম), ২৪শে অক্টোবর, শনিবার : অদ্য সকাল ১১টায় যেলার সদর থানার অন্তর্গত লালবাগ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক দ্বীনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর এর সভাপতি মুছাদ্দিক বিল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার এবং বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মফীযুদ্দীন আহমাদ, সহ-সভাপতি মুহাম্মাদ তোফায্যল হোসাইন ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে রিফাত আলমকে সভাপতি ও আব্দুল বারীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের যেলা কমিটি পুনর্গঠিত হয়।

৫২. গোবিন্দগঞ্জ, গাইবান্ধা (পশ্চিম), ২৯শে অক্টোবর, শনিবার : অদ্য বাদ জুম‘আ যেলার গোবিন্দগঞ্জ টি.এন্ড.টি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে গাইবান্ধা পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আওনুল মা‘বূদ, সাধারণ সম্পাদক মাওলানা হায়দার আলী এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফীযুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল-মামূনকে পুনরায় সভাপতি ও মোস্তাফিযুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।



আরও