সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 531 বার পঠিত
১. প্রশ্ন : আয়েশা (রাঃ) বিবাহের কত বছর পরে নবীগৃহে গমন করেন?
উত্তর : তিন বছর।
২. প্রশ্ন : বিবাহের সময় আয়েশা (রাঃ)-এর বয়স কত ছিল?
উত্তর : ছয় বছর।
৩. প্রশ্ন : আয়েশা (রাঃ)-এর বোনের নাম কী?
উত্তর : আসমা (রাঃ)।
৪. প্রশ্ন : আব্দুল্লাহ বিন যুবায়ের (রাঃ) কে ছিলেন?
উত্তর : আয়েশা (রাঃ)-এর বোনের ছেলে।
৫. প্রশ্ন : খাদীজা (রাঃ)-এর মৃত্যুর পর রাসূল (ছাঃ) কাকে বিবাহ করেন?
উত্তর : আয়েশা (রাঃ)-কে।
৬. প্রশ্ন : আক্বাবাহর ১ম বায়‘আত কত সনে হয়েছিল?
উত্তর : ১১ নববী বর্ষের যিলহজ্জ মাসে।
৭. প্রশ্ন : আক্বাবাহর প্রথম বায়‘আতে কতজন ইসলাম গ্রহণ করেন?
উত্তর : ছয়জন ইয়াছরেবী।
৮. প্রশ্ন : ইয়াছরেবী ছয় যুবক কোন গোত্রের ছিল?
উত্তর : ইহূদীদের মিত্র খাযরাজ গোত্রের।
৯. প্রশ্ন : কোন যুদ্ধে ইয়াছরিববাসীগণ পর্যুদস্ত হয়ে যায়?
উত্তর : বু‘আছ যুদ্ধে ।
১০. প্রশ্ন : আক্বাবার ১ম বায়‘আতে দলনেতা কে ছিলেন?
উত্তর : আস‘আদ বিন যুরারাহ (রাঃ)।
১১. প্রশ্ন : রাফে‘ বিন মালেক বিন আজলান (রাঃ) কোন গোত্রীয় ছিলেন?
উত্তর : বনু যুরায়েক্ব গোত্রের।
১২. প্রশ্ন : কুৎবা বিন ‘আমের বিন হাদীদাহ (রাঃ) কোন গোত্রীয় ছিলেন?
উত্তর : বনু সালামাহ গোত্রের।