সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 536 বার পঠিত

  1. প্রশ্ন : দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোথায় অবস্থিত? উত্তর : শাহবাগ, ঢাকা।
  2. প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? উত্তর : ১০৯ টি।
  3. প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো রুটের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয় কবে?

       উত্তর :  ২৭ জুলাই ২০২২।

  1. প্রশ্ন : বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক কে?

       উত্তর : চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

  1. প্রশ্ন : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-এর বর্তমান মহাপরিচালক কে?

       উত্তর : এম. খুরশীদ হোসেন।

  1. প্রশ্ন : রূপসা রেলসেতু কোথায় অবস্থিত?

       উত্তরঃ খুলনায়।

  1. প্রশ্ন : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ইউনিট ১-এর উদ্ধোধন করা হয় কবে?

       উত্তর : ৬ সেপ্টেম্বর ২০২২।

  1. প্রশ্ন : রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? উত্তর : ১৩২০ মেগাওয়াট।
  2. প্রশ্ন : বর্তমান দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?

       উত্তর : ৫৩টি।

  1. প্রশ্ন : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলর কে?

       উত্তর : ড. সেলিনা আখতার।

  1. প্রশ্ন : বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমান কতটি প্রকল্প চলমান? উত্তর : ৫৫টি।
  2. প্রশ্ন : মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কবে? উত্তর : ১৬ ডিসেম্বর ২০২২।
  3. প্রশ্ন : সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম শুরু হয় কবে?

       উত্তর : ১৫ সেপ্টেম্বর ২০২২।



আরও