সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 598 বার পঠিত

  1. প্রশ্ন : বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কী?

       উত্তর : চেনাব সেতু (জম্মু ও কাশ্মীর)।

  1. প্রশ্ন : ভারতের নতুন প্রধান বিচারপতি কে?

      উত্তর : উদয় উমেশ ললিত।

  1. প্রশ্ন : বিজ্ঞানীরা প্রথমবারের মতো তাপপ্রবাহকে কী নামকরণ করেন?

       উত্তর : zoe

  1. প্রশ্ন : বর্তমান ব্রিটিশ রাজা কে?

       উত্তর : তৃতীয় চার্লস।

  1. প্রশ্ন : ব্রিটিশ রাজা মোট কতটি দেশের রাষ্ট্রপ্রধান?

       উত্তর : ১৫টি।

  1. প্রশ্ন : বর্তমান কমনওয়েলথের প্রধান কে?

       উত্তর : তৃতীয় চার্লস।

  1. প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী কে?

       উত্তর : কোয়াসি কোয়ার্টে।

  1. প্রশ্ন : ১৩ সেপ্টম্বর ২০২২-এ জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) কততম অধিবেশন শুরু হয়?

       উত্তর : ৭৭তম।

  1. প্রশ্ন : বিশ্বে কোন দেশ প্রথম মুখ দিয়ে শ্বাস (ইনহেলার) নেওয়ার করোনা টিকা আবিষ্কার করে?

       উত্তর : চীন ।

  1. প্রশ্ন : বর্তমান বিশ্বের দীর্ঘতম ক্ষমতাসীন শাসক কে?

       উত্তর : ব্রুনাইয়ের সুলতান হাসান আল-বলকিয়া।



আরও