‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ (২০২০-২২ সেশন) যেলা কমিটি পুর্নগঠন
তাওহীদের ডাক ডেস্ক
যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ (১ম পর্ব)
নওদাপাড়া, রাজশাহী, ৮ ও ৯ই ডিসেম্বর’২২, বৃহস্পতি ও শুক্রবার : ‘যুবসংঘ’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ভবনের মিলনায়তনে ২দিন ব্যাপী যেলা দায়িত্বশীল প্রশিক্ষণের ১ম পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের যেলাসমূহ অংশগ্রহণ করে। উক্ত বিভাগসমূহের যেলা থেকে ৬০ জন যেলা দায়িত্বশীল প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রথমদিন বাজ ফজর ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। অতঃপর পর্যায়ক্রমে প্রশিক্ষকবৃন্দ বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন। এতে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (যুবসমাজকে দাওয়াত প্রদানের পদ্ধতিসমূহ : প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়), কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (সংগঠন কি ও কেন?), কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম (অর্থ ব্যবস্থাপনা ও বাৎসরিক অডিট), যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার (দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তা ও স্বরূপ), সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম (কর্মী তৈরীর পদ্ধতি), ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (ব্যক্তিত্ব গঠন ও আচরণবিধি), সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম (শুদ্ধ বাচনভঙ্গি ও বক্তব্য প্রদানের সঠিক পদ্ধতি), সাবেক সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম (আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায়), বর্তমান সহ-সভাপতি আসাদুল্লাহ মিলন (সাংগঠনিক কর্মসূচী বাস্তবায়ন পদ্ধতি, কর্মপদ্ধতি বইয়ের আলোকে), সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম (মাসিক মিটিং বাস্তবায়ন, রেজুলেশন লিখন, মাসিক সফর পরিকল্পনা পদ্ধতি), সাংগঠনিক সম্পাদক ইহসান এলাহী যহীর (তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপায়), প্রচার সম্পাদক আহমাদুল্লাহ (প্রশিক্ষণের গুরুত্ব ও আদর্শ প্রশিক্ষণ পদ্ধতি), প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর (সমাজ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণে করণীয় পদ্ধতিসমূহ) প্রমুখ।
প্রশিক্ষণ শেষে উপস্থিত বক্তৃতা ও মুল্যায়ন পরীক্ষায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হ’লেন বোরহান উদ্দীন (সহ-সভাপতি, গাজীপুর দক্ষিণ), ১ম স্থান। মুহাম্মাদ সাইদুর রহমান (সাধারণ সম্পাদক, গাজীপুর-উত্তর), ২য় স্থান। খাইরুল ইসলাম (সমাজকল্যাণ সম্পাদক, সাতক্ষীরা), ৩য় স্থান। উপস্থিত বক্তৃতায় বিজয়ীরা হ’লেন হায়দার আলী (সভাপতি, মেহেরপুর) ১ম স্থান, নাজমুছ ছাকিব (সভাপতি, ঢাকা কলেজ) ২য় স্থান, বোরহান উদ্দীন (সহ-সভাপতি, গাজীপুর দক্ষিণ) ৩য় স্থান। দুই দিন ব্যাপি প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে শেষ দিন উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম এবং সকলের উদ্দেশ্যে হেদায়াতী ভাষণ প্রদান করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
যেলা কমিটি পুনর্গঠন
ফেনী সদর, ফেনী ৯ই অক্টোবর’২২, সোমবার : অদ্য বাদ আছর দারুল হাদীছ সালাফিয়াহ মাদ্রাসা ফেনী কর্তৃক আয়োজিত যেলা পূনর্গঠন উপলক্ষে এক দ্বীনী বৈঠকের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর সভাপতি ডা. শওকত হোসেন। উক্ত অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন উপযেলা থেকে সুধীমন্ডলী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ইমরান গাযীকে সভাপতি ও ছানাউল্লাহকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
সাঘাটা, গাইবান্ধা-পূর্ব ২২শে অক্টোবর’২২, শনিবার : অদ্য বাদ যোহর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে সাঘাটায় অবস্থিত জান্নাতুন নাঈম সালাফিয়াহ মাদ্রাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মশীউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর যেলা সভাপতি আশরাফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে মুহাম্মাদ ইউনুস আলীকে সভাপতি ও আব্দুল্লাহ আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
ফুলতলা বাজার, পঞ্চগড়, ২রা ডিসেম্বর’২২, শুক্রবার : অদ্য বাদ আছর ফুলতলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ পঞ্চগড় যেলা সুধী ও কর্মী প্রশিক্ষণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুযাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আবুল কালাম।
তারাগঞ্জ, রংপুর, ২রা ডিসেম্বর’২২, শুক্রবার : অদ্য বাদ জুম‘আ রংপুর তারাগঞ্জ উপযেলায় অবস্থিত হাড়িয়ারকুঠি মন্ডলপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ রংপুর তারাগঞ্জ উপযেলার উদ্যোগে এক যুবসমাবেশের আয়োজন করা হয়। রংপুর যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফয়ছাল মাহমূদ। অনুষ্ঠানে তারাগঞ্জ উপযেলা ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান এবং প্রচার সম্পাদক আব্দুল মাজেদ চৌধুরী।
রাণীশংকৈল, ঠাকুরগাঁও ২রা ডিসেম্বর’২২ শনিবার : অদ্য বাদ মাগরিব পশ্চিম বনগাঁও ইসলামিক একাডেমী, হরিপুর, ঠাকুরগাঁওয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি যিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলগণ। অনুষ্ঠান শেষে রাজিবুল ইসলামকে সভাপতি ও আফতাব উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও যেলা ‘যুবসংঘ’ কমিটি গঠন করা হয়।
শেরপুর, ১৭ই ডিসেম্বর’২২, বুধবার : অদ্য সকাল ১০-টায় যেলার নাকলা থানাধীন দারুল হানান মহিলা মাদ্রাসায় যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী ও সমাজ কল্যাণ সম্পাদক ফয়ছাল মাহমুদ। সমাবেশ শেষে আব্দুল কাদেরকে আহবায়ক ও যুবায়ের হোসেনকে যুগ্ম আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট শেরপুর যেলা ‘যুবসংঘ’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় কেন্দ্রীয় সভাপতি তাদের শপথ বাক্য পাঠ করান এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি তাদের উদ্দেশ্যে নছীহতমূলক বক্তব্য পেশ করেন।
মাগুরা সদর, ২রা ডিসেম্বর’২২, শুক্রবার : অদ্য বাদ যোহর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আহলেহাদীছ জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা অহিদুযযামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুর রহমান। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর যেলা সাধারণ সম্পদক ওবাদুল্লাহ। উক্ত অনুষ্ঠানে মুহাম্মাদ আব্দুল আযীযকে সভাপতি ও রবীউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
কর্মী ও সুধী সমাবেশ
তালা, সাতক্ষীরা ১২ই ডিসেম্বর’২২, বৃহস্পতিবার : অদ্য বৃহস্পতিবার বাদ আছর থেকে মানিকহার মাদ্রাসায় ‘যুবসংঘ’ তালা উপযেলার উদ্যোগে কর্মী প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়। হাফেয আব্দুল হাকীমের অর্থসহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষণে উদ্বোধনী ভাষণ পেশ করেন উপযেলা সভাপতি ডা. হাফীযুর রহমান। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ আসাদুল্লাহ আল-গলিব ও কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ ফয়ছাল মাহমুদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা মশীউর রহমান, অলীউর রহমান, সিরাজুল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালা উপযেলা ‘যুবসংঘ‘-এর সাধারণ সম্পাদক জহুরুল হক।
চিরিরবন্দর, দিনাজপুর ১৫ই ডিসেম্বর’২২, বৃহস্পতিবার : অদ্য বেলা ১১টায় চিরিরবন্দর থানা সদরের চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক এলাকার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে আব্দুল নূর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, সমাজকল্যাণ সম্পাদক ফয়ছাল মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। উক্ত অনুষ্ঠানে ‘যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক কর্মী ও সুধীমন্ডলী অংশগ্রহণ করেন।
মেলান্দহ, জামালপুর-উত্তর ১৬ই ডিসেম্বর’২২, শুক্রবার : অদ্য বাদ সকাল ১০টা যেলার মেলান্দহ থানাধীন চারাইলদার আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর জামালপুর-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা ইসমাইল বিন আব্দুল গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, ‘যুবসংঘ’-এর সমাজকল্যাণ সম্পাদক ফয়ছাল মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর, ১৭ই ডিসেম্বর’২২, শনিবার : অদ্য বেলা ১০টায় ময়মনসিংহ-উত্তর যেলা ‘যুবসংঘ’-এর যুবসমাবেশ উপলক্ষে ধোবাউড়া, মেকিয়ারকান্দা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইবরাহীম খলীলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, ‘যুবসংঘ’-এর সমাজকল্যাণ সম্পাদক ফয়ছাল মাহমুদ। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ-উত্তর যেলার বিভিন্ন উপযেলা থেকে কর্মী ও সুধীগণ অংশগ্রহণ করেন।
রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ ২৭শে ডিসেম্বর’২২, মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার রহনপুর থানাধীন ডাকবাংলা আহলেহাদীছ জামে মসজিদ, এক তালিমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘‘যুবসংঘ’-এর’-এর সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তালিমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক হাফীযুর রহমান ও প্রচার সম্পাদক আব্দুল খালেক।
গাংনী, মেহেরপুর ৭ই জানুয়ারী’২৩, শরিবার : অদ্য বাদ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যেলার গাংনী উপযেলাধীন সাহারবাটি মাদ্রাসা মেহেরপুর যেলা ‘যুসংঘের’-এর উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুসংঘের’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক মাও মুহাম্মাদ মনিরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।
বিভাগীয় প্রশিক্ষণ ২০২২
বাজারঘাটা, কক্সবাজার ২৩শে ডিসেম্বর’২২, বৃহস্পতি : অদ্য কক্সবাজার শহরের বাজারঘাটায় অবস্থিত হাফেয আহমাদ চৌধুরী আহলেহাদীছ জামে মসজিদে দিনব্যাপী এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম ও কক্সবাজার যেলা ও বিভিন্ন উপযেলা থেকে প্রায় অর্ধশতাধিক দায়িত্বশীল অংশগ্রহণ করেন। কক্সবাজার যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এড. শাফীউল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সাধারণ সম্পাদক আবুল কালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আরযু হোসাইন সাবিবর।
শাসনগাছা, কুমিল্লা ২৪শে ডিসেম্বর’২২, শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার সদর থানাধীন শাসনগাছা আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্সে কুমিল্লা যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা, চাঁদপুর ও ফেনী যেলা থেকে ৫৫ জন দায়িত্বশীল অংশগ্রহণ করেন। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক আহমাদুল্লাহ এবং ‘আহলেহাদীছ পেশাজীবি ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা জামীলুর রহমান প্রমুখ।
সিলেট বিভাগীয় দাওয়াতী সফর
২২-২৪শে ডিসেম্বর’২২ : ২১শে ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭-টায় ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর, অর্থ সম্পাদক মিনারুল ইসলাম এবং দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ সিলেটে দাওয়াতী সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ২২শে ডিসেম্ব^র বৃহস্পতিবার বাদ ফজর তারা সিলেট শহরে পৌঁছান। সেখানে ঢাকা থেকে যুক্ত হন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আজমাল। সিলেট মহানগর আন্দোলনের সভাপতি জাবের আহমাদ এবং সিলেট যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি গোলাম আজম তাদেরকে অভ্যর্থনা জানান। অতঃপর সেখান থেকে তারা কানাইঘাট উপযেলার গোয়ালজুরে ১৮০০ সালে প্রতিষ্ঠিত গোয়ালজুর আহলেহাদীছ জামে মসজিদ পরিদর্শন করেন এবং প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আহমাদ হুসাইনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দ্বি-মাসিক ‘তাওহীদের ডাক’ পত্রিকা হাদিয়া প্রদান করেন। অতঃপর তারা প্রবীণ আলেমে দ্বীন ও যুবসংঘ-এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম-আহবায়ক মাওলানা শামসুদ্দীন সিলেটী ছাহেবের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বাঁশবাড়ীর দিকে রওনা হন। পথিমধ্যে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত তাহিরিয়া সালাফিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। এসময় মাদ্রাসার হিফয বিভাগের ছাত্রদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর। সেখানেই মাওলানা শামসুদ্দীন সিলেটী সাহেবের সাথে তাদের সাক্ষাৎ হয়। উল্লেখ্য যে, সফরকালে বিভিন্ন মসজিদে দাঁড়িয়ে ‘তাওহীদের ডাক’ পত্রিকা বিতরণ করা হয়। মাওলানা শামসুদ্দীন সিলেটী ছাহেবের অনুরোধে তারা শতবর্ষ বয়সী বাঁশবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে যোহরের ছালাত আদায় করেন। অতঃপর উপস্থিত মুছল্লীদের উদ্দেশ্যে জামা‘আতবদ্ধ জীবন-যাপনের উপর সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর। আন্দোলনের সিলেট যেলা দায়িত্বশীল মাওলানা রুহুল আমীনের আমন্ত্রণে দুপুরের খাবার গ্রহণের পর তারা জাফলং-এর উদ্দেশ্যে যাত্রা করেন। মাগরিবের কিছুক্ষণ পূর্বে জাফলং পরিদর্শন শেষে তারা পুনরায় সিলেট শহরে প্রত্যাবর্তন করেন।
এসময় কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিনারুল ইসলাম ও কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ ট্রেনযোগে মৌলভীবাজারের কুলাউড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তারা মৌলভীবাজার ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জনাব সোহেল আহমাদের বাসায় আতিথেয়তা গ্রহণ করেন। পরদিন ২৩শে ডিসেম্বর শুক্রবার আত-তাওহীদ মসজিদে কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিনারুল ইসলাম জুম‘আর খুৎবা প্রদান করেন এবং দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ জুড়ী উপযেলার বড়লেখায় অবস্থিত আবু হুরায়রা (রাঃ) মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। অতঃপর বিকাল ৩.৩০ মিনিটের ট্রেনযোগে পুনরায় তারা সিলেট শহরে ফিরে আসেন। বাদ মাগরিব সিলেট শাহী ঈদগাহের নিকটবর্তী হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে সুধী সমাবেশ ও আন্দোলনের সিলেট মহানগর কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট যেলা আন্দোলনের সভাপতি শায়খ ফায়যুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’ কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক পত্রিকার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হুসাইন। অনুষ্ঠান শেষে জাবের আহমাদকে সভাপতি এবং মাওলানা কাওছার আলীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
একই দিনে দারুল হুদা মসজিদ এ্যান্ড ইসলামিক সেন্টার, হবিগঞ্জে জুম‘আর খুৎবা প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অতঃপর মৌলভীবাজারের সাতগাঁও, শ্রীমঙ্গলে অবস্থিত ‘কল্যাণের পথ ইসলামিক লাইব্রেরী’ পরিদর্শন ও তা’লীমী বৈঠক শেষে রাতে পুনরায় সিলেট শহরে ফিরে আসেন। পরদিন ২৪শে ডিসেম্ব^র শনিবার সকালে প্রতিনিধি দলটি ড. মুহাম্মাদ সাখাওয়াত হুসাইনের নেতৃত্বে সুনামগঞ্জের তাহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাহেরপুর পৌঁছে তারা উপযেলা সংগঠনের দায়িত্বশীলদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশে অংশগ্রহণ করেন। এরপর সুনামগঞ্জ শহরে অবস্থিত নবনির্মিত আহলেহাদীছ মসজিদগুলো সফর শেষে পুনরায় সিলেট শহরে ফিরে আসেন এবং তিনদিন ব্যাপীর সিলেট সফর শেষে বাসযোগে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হন।
গ্রন্থপাঠ প্রতিযোগিতা
বাংলা হিলি, দিনাজপুর-পূর্ব ১৭ই ডিসেম্বর’২২, মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় যেলার বিরামপুর থানাধীন বাংলা হিলিতে অবস্থিত হিলফুল ফুযূল মাদ্রাসায় যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে যুবসমাজের অধঃপতন কারণ ও প্রতিকার বইয়ের উপরে গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি শামছুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। প্রতিযোগিতায় একজন সনাতন ধর্মাবলম্বী ভাই অংশগ্রহণ করে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাকে আমীরে জামা‘আতের লিখিত ‘সীরাতুর রাসূল (ছাঃ)’ বই উপহার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাকিমপুর উপযেলার ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক সাজিদুর রহমান।
কৃতি ছাত্র সংবর্ধনা
দিনাজপুর-পশ্চিম, ২৪শে ডিসেম্বর’২২, বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় ওয়েমার্ক কোচিং সেন্টার, রাণীবন্দর দিনাজপুরে এক ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অত্র কোচিং সেন্টারের পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। উক্ত অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক মীযানুর রহমান।