সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 612 বার পঠিত

১. প্রশ্ন : সুওয়াইদ বিন ছামেত কখন ইসলাম গ্রহণ করেন?

উত্তর : ১১ নববী বর্ষে।

২. প্রশ্ন : আবূ যর গিফারী কোন ছাহাবীকে সাথে নিয়ে ইসলাম গ্রহণের জন্য নবী (ছাঃ)-এর নিকট আসেন?

উত্তর : আলী (রাঃ)-কে সাথে নিয়ে।

৩. প্রশ্ন : আবূ যর গিফারী ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ (ছাঃ) তাকে কী বলেছিলেন?

উত্তর : ইসলাম গোপন রেখে দেশে ফিরে যাও আর বিজয়ের খবর পেলে ফিরে এসো।

৪. প্রশ্ন : আবূ যর গিফারী (রাঃ) কোথায় ইসলাম গ্রহণের ঘোষণা দেন?

উত্তর : মাসজিদুল হারামে।

৫. প্রশ্ন : খুৎবাতুল হাজত শুনে কে ইসলাম গ্রহণ করেছিল?

উত্তর : যেমাদ আযদী।

৬. প্রশ্ন : যেমাদ আযদী কোথাকার অধিবাসী ছিলেন?

উত্তর : ইয়ামনের।

৭. প্রশ্ন : যেমাদ আযদী পেশায় কি ছিলেন?

উত্তর : ঝাড়-ফুঁকের মাধ্যমে জিন ছাড়ানো চিকিৎসক।

৮. প্রশ্ন : ওক্ববা বিন ‘আমের বিন নাবী (রাঃ) কোন গোত্রীয় ছিলেন?

উত্তর : বনু হারাম গোত্রের।

৯. প্রশ্ন : আনছারদের মধ্যে কে প্রথম ইসলাম কবুল করেন?

উত্তর : জাবির বিন আব্দুল্লাহ বিন রিআব (রাঃ)।

১০. প্রশ্ন : জাবির বিন আব্দুল্লাহ বিন রিআব (রাঃ) কোন গোত্রীয় ছিলেন?

উত্তর : বনু ওবায়েদ বিন গানাম গোত্রের।

১১. প্রশ্ন : বাক্বী‘ গোরস্থানে ১ম ছাহাবী হিসাবে কে কবরস্থ হন?

উত্তর : ওছমান বিন মায‘ঊন (রাঃ)।

১২. প্রশ্ন : আক্বাবাহর ২য় বায়‘আত কত সনে হয়েছিল?

উত্তর : ১২ নববী বর্ষের যিলহজ্জ মাসে।

১৩. প্রশ্ন : আক্বাবাহর ২য় বায়‘আতে কতজন ইসলাম গ্রহণ করেন?

উত্তর : ১২জন।

১৪. প্রশ্ন : কোন ছাহাবী ইসলাম গ্রহণের পূর্বে দু’শত দিরহামের কম মূল্যের পোষাক পরতেন না?

উত্তর : মুছ‘আব বিন ওমায়ের (রাঃ)।

১৫. প্রশ্ন : মি‘রাজ শব্দের অর্থ কি?

উত্তর : সিঁড়ি।

১৬. প্রশ্ন : মি‘রাজ সম্পর্কিত ঘটনা পবিত্র কুরআনের কোন সূরায় বর্ণিত হয়েছে?

উত্তর : সূরা বনু ইস্রাঈল ও সূরা নজমে।

১৭. প্রশ্ন : জিব্রাঈল (আঃ)-এর কতটি ডানা রয়েছে?

উত্তর : ৬০০টি।



আরও