সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 367 বার পঠিত

১. প্রশ্ন : বিশ্বের ৮০০ কোটিতম মানব শিশুর নাম কী?

উত্তর : ভিনিস ম্যাবানস্যাগ।

২. প্রশ্ন : টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে?

উত্তর : ইলন মাস্ক।

৩. প্রশ্ন : বিশ্বের কোন দেশে প্রথমবারের মত পরীক্ষাগারে তৈরি কৃত্তিম রক্ত মানবদেহে প্রবেশ করানো হয়?

উত্তর : যুক্তরাজ্য।

৪. প্রশ্ন : ভারতের সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি কে?

উত্তর : ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।

৫. প্রশ্ন : ১৬ নভেম্বর’২২ চাঁদের উদ্দেশে যুক্তরাষ্ট্র কোন রকেট উৎক্ষেপণ করে?

উত্তর : Artemis I।

৬. প্রশ্ন : আসিয়ানের ১১তম সদস্য দেশ হিসাবে যোগ দিবে কোন দেশ?

উত্তর : পূর্ব তিমুর।

৭. প্রশ্ন : মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী কে?

উত্তর : আনোয়ার ইব্রাহীম।

৮. প্রশ্ন: আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে রোবট যান পাঠায় কোন দেশ?

উত্তর : সংযুক্ত আরব আমিরাত।

৯. প্রশ্ন: একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : চীন।



আরও