সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 355 বার পঠিত

৩৩ তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৩

যুব সমাবেশ

নওদাপাড়া, রাজশাহী, ২৪শে ফেব্রুয়ারী’২৩, শুক্রবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত ৩৩ তম তাবলীগী ইজতেমা’২৩-এর ২য় দিন সকাল ৯-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ময়দানে প্রতি বছরের ন্যায় ‘যুবসংঘ’-এর উদ্যোগে ‘যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে শুরুতেই স্বাগত ভাষণ প্রদান করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। উদ্বোধনী ভাষণ পেশ করেন কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। বক্তব্যে তিনি কর্মীদেরকে জাহেলিয়াতের ময়দানে যুদ্ধরত সৈনিক হিসাবে কাজ করার আহবান জানান। সেই সাথে স্রেফ আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন মুক্তির জন্য সর্বোচ্চ আনুগত্যশীল কর্মী হওয়ার এবং সাংগঠনিক দায়িত্বের আমানত রক্ষা করার তাকীদ দেন।

অতঃপর যেলা দায়িত্বশীলদের মধ্য থেকে বক্তব্য রাখেন (১) ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ আলী (২) বরিশাল যেলা সভাপতি কায়েদ মাহমূদ ইমরান (৩) গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ ইমরান (৪) ঝিনাইদহ যেলা সভাপতি হুসাইন কবীর (৫) ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সভাপতি আব্দুল্লাহ আল-মা‘রূফ (৬) বগুড়া যেলা সভাপতি মাওলানা আল-আমীন (৭) দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ সাইফুর রহমান (৮) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-মুছাদ্দিক এবং (৯) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবীউল ইসলাম।

কেন্দ্রীয় দায়িত্বশীল ও অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন (১) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর (২) ‘তাওহীদের ডাক’ পত্রিকার সহকারী সম্পাদক এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ (৩) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ (৪) ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার (৫) ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (৬) ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. কাবীরুল ইসলাম এবং (৭) খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম প্রমূখ। এছাড়াও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং মুখলেছ বিন আরশাদ মাদানী সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যদি মধ্যপন্থী আক্বীদায় বিশ্বাসী না হ’ত তা’হলে অনেকেই আজ জঙ্গীবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যেত। তিনি সকলকে মধ্যপন্থী আক্বীদার আহলেহাদীছ হওয়ার প্রতি আহবান জানান এবং জঙ্গীবাদী আক্বীদা থেকে বেঁচে থাকার তাকীদ দেন।

পরিশেষে ‘জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা ২০২৩’-এর পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় নাজমুল হোসেন (নোয়াখালী) ১ম স্থান, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর দশম শ্রেণীর ছাত্র রেযওয়ান ছিদ্দীক ছিয়াম (দিনাজপুর) ২য় স্থান এবং খায়রুল ইসলাম (নাটোর) ৩য় স্থান অধিকার করেন। বিজয়ীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন ‘আন্দোলন’ -এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম। এছাড়াও ১০জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ (২য় পর্ব)

নওদাপাড়া, রাজশাহী, ১২ ও ১৩ই জানুয়ারী’২৩, বৃহস্পতি ও শুক্রবার : ‘যুবসংঘ’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ভবনের মিলনায়তনে ২দিন ব্যাপী যেলা দায়িত্বশীল প্রশিক্ষণের ২য় পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের যেলাসমূহ এবং ১ম পর্বে অংশগ্রহণ করতে পারেনি এমন যেলাসমূহ অংশগ্রহণ করে। প্রশিক্ষণে ৭২জন যেলা দায়িত্বশীল অংশগ্রহণ করেন। প্রথম দিন বাদ ফজর ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। অতঃপর পর্যায়ক্রমে প্রশিক্ষকবৃন্দ বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন। এতে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (যুবসমাজকে দাওয়াত প্রদানের পদ্ধতিসমূহ : প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়), কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (সংগঠন কি ও কেন?), কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম (অর্থ ব্যবস্থাপনা ও বাৎসরিক অডিট), যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার (দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তা ও স্বরূপ), সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম (কর্মী তৈরীর পদ্ধতি), ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (ব্যক্তিত্ব গঠন ও আচরণবিধি), সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম (শুদ্ধ বাচনভঙ্গি ও বক্তব্য প্রদানের সঠিক পদ্ধতি), সাবেক সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম (আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায়), তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম (সাংগঠনিক কর্মসূচী বাস্তবায়ন পদ্ধতি, কর্মপদ্ধতি বইয়ের আলোকে), সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম (মাসিক মিটিং বাস্তবায়ন, রেজুলেশন লিখন, মাসিক সফর পরিকল্পনা পদ্ধতি), সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর (তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপায়), প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর (সমাজ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণে করণীয় পদ্ধতিসমূহ) প্রমুখ।

প্রশিক্ষণের মাঝে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হ’লেন ইমদাদুল হক (সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ) ১ম স্থান, জাহিদুল ইসলাম (বগুড়া) ২য় স্থান, মতীউর রহমান (সভাপতি, রংপুর-পশ্চিম) ৩য় স্থান। এছাড়াও সাজিদুল ইসলাম (প্রশিক্ষণ সম্পাদক, দিনাজপুর-পূর্ব) এবং আনিছুর রহমান (মিরপুর, ঢাকা) কে বিশেষ পুরস্কার দেয়া হয়। উপস্থিত বক্তৃতার বিজয়ীরা হ’লেন শাহীন আলম (প্রশিক্ষণ সম্পাদক, নরসিংদী) ১ম স্থান, সাজিদুর রহমান (প্রশিক্ষণ সম্পাদক, দিনাজপুর-পূর্ব) ২য় স্থান, এবং আরিফুল ইসলাম (নরসিংদী) ৩য় স্থান। প্রশিক্ষণের বিষয়বস্ত্তর উপর গৃহীত মূল্যায়ন পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন সাইফুর রহমান (সভাপতি, দিনাজপুর-পূর্ব), মুহাম্মাদ মফিযুল ইসলাম (সাধারণ সম্পাদক, রংপুর-পশ্চিম) ২য় স্থান, এবং আব্দুল্লাহ আল-মামূন (সভাপতি, গাইবান্ধা-পশ্চিম) ৩য় স্থান।

দুই দিন ব্যাপী প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে শেষ দিন উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম এবং সকলের উদ্দেশ্যে হেদায়াতী ভাষণ প্রদান করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

 উপযেলা দায়িত্বশীল প্রশিক্ষণ

আরামনগর, জয়পুরহাট, ৩রা ফেব্রুয়ারী’২৩, শুক্রবার : অদ্য সকাল ৯ ঘটিকা থেকে জয়পুরহাট যেলার আরামনগর আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর জয়পুরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে উপযেলা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মোস্তাক আহমাদ সরোয়ারের সভাপতিত্বে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাহফূযুর রহমান এবং সভাপতি মাওলনা আব্দুছ ছবুর প্রমূখ।

গাযীপুর-দক্ষিণ, ৩রা ফেব্রুয়ারী’২৩, শুক্রবার : অদ্য বাদ মাগরিব গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা কার্যালয়ে উপযেলা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইমরানের সভাপতিত্বে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাযীপুর দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ বোরহান উদ্দীন।

গাযীপুর-উত্তর, ৩রা ফেব্রুয়ারী’২৩, শুক্রবার : অদ্য বিকাল ৩ ঘটিকা হ’তে গাযীপুর সদরের মনিপুর কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে গাযীপুর-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে উপযেলা দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাযীপুর-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক হাতেম বিন পারভেয এবং প্রশিক্ষণ সম্পাদক খায়রুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে গাযীপুর-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ প্রশিক্ষণ প্রদান করেন।

রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ-উত্তর, ২৭শে জানুয়ারী’২৩, শুক্রবার : অদ্য বাদ জুম‘আ রহনপুর, ডাকবাংলা পাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর চাঁপাইনবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজীদ, সাধারণ সম্পাদক মাওলানা হাফীযুর রহমানসহ ‘আন্দোলন’ ও যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।

সেনগ্রাম, জৈন্তাপুর, সিলেট, ২৭শে জানুয়ারী’২৩, শুক্রবার : অদ্য বিকাল ৪ ঘটিকা হ’তে সিলেট যেলার জৈন্তাপুর উপযেলাস্ত সেনগ্রাম এম.এস দাখিল মাদ্রাসায় ‘যুবসংঘ’-এর সিলেট সাংগঠনিক যেলার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সিলেট মহানগর ‘আন্দোলন’-এর সভাপতি জাবের আহমাদের সভাপতিত্বে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য নাজমুল হক। এছাড়াও যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল কাবীর এবং সিলেট হাদীছ ফাউন্ডেশন পাঠাগারের দাঈ মাওলানা শাহীন আহমাদ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ গোলাম আজম।

মাসিক তাবলীগী ইজতেমা

সাঘাটা, গাইবান্ধা-পূর্ব, ২১শে জানুয়ারী’২৩, শনিবার : অদ্য বাদ যোহর গাইবান্ধা যেলার সাঘাটা উপযেলাধীন বোনারপাড়া গ্রামের কাঁচা বাজার আহলেহাদীছ জামে মসজিদে আহলেহাদীছ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘর’-এর গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাফীযুর রহমান।

পাঁচরুখী, নারায়ণগঞ্জ, ১৪ই জানুয়ারী’২৩, শনিবার : অদ্য বাদ আছর নারায়ণগঞ্জ যেলার পাঁচরুখী মাইজপাড়ায় অবস্থিত হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’ ও যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. সাইফুল ইসলাম নাঈমের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ ইমাম ও উলামা পরিষদ’-এর সহ-সভাপতি আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানী। এছাড়াও যেলা ‘আন্দোলন’ ও যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আড়াইহাযার উপযেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘আল-আওন’-এর কমিটি গঠন করা হয়।

কামালনগর, সাতক্ষীরা, ২৬শে জানুয়ারী’২৩, বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার কামালনগর আহলেহাদীছ জামে মসজিদে মাসিক তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়। কামালনগর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুর রহমান। এছাড়াও যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মাসঊদ রেযা এবং অত্র মসজিদের ইমাম যাকারিয়া উপস্থিত ছিলেন।

তাহেরপুর, বাগমারা, রাজশাহী, ১৭ই জানুয়ারী’২৩, মঙ্গলবার: অদ্য সকাল ১০ ঘটিকা হ’তে রাজশাহীর বাগমারা উপযেলার তাহেরপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে তাহেরপুর এলাকা ‘যুবসংঘ’ কর্তৃক দিনব্যাপী মাসিক তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়। তাহেরপুর এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর সচিব শামসুল আলম। এছাড়াও রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি বুলবুল আহমাদ, তাহেরপুর এলাকা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি রেযওয়ানুল ইসলাম, তাহেরপুর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মানছূর আলীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

যুগীখালী পাইকপাড়া, সাতক্ষীরা, ৩রা ফেরুয়ারী’২৩, শুক্রবার : অদ্য বাদ মাগরিব যুগীখালী পাইকপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যুগীখালী এলাকা কর্তৃক তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়। যুগীখালী এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পদক মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হুসাইন, যুগীখালী এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি মোস্তফা কামাল প্রমূখ।

 তা‘লীমী বৈঠক

গাযীপুর মহানগর, ২৪শে জানুয়ারী’২৩, মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব গাযীপুর মহানগরীর ইফসা গেট বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, সালনায় অবস্থিত ডাকবাংলা আহলেহাদীছ জামে মসজিদে আহলেহাদীছ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার ইফসা শাখা কর্তৃক এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠনে আলোচনা পেশ করেন ‘ আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুস সামাদ।

রংপুর-পশ্চিম, ৩রা জানুয়ারী’২৩, মঙ্ঘলবার : অদ্য বাদ আছর রংপুর সদরের খামার রোড মুসলিম পাড়ায় অবস্থিত শেখ জামালুদ্দীন জামে মসজিদে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুছতফা সালাফী’র সভাপতিত্বে উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে আলোচনা পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মফীযুল ইসলাম।

কেশরহাট, মোহনপুর, রাজশাহী, ১৭ই জানুয়ারী’২৩, মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব মোহনপুর উপযেলাধীন কেশরহাট কেন্দ্রীয় জামে মসজিদে আহলেহাদীছ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর মোহনপুর উপযেলার উদ্যোগে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আফাযুদ্দীনের সভাপতিত্বে আয়োজিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে আলোচনা পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহনপুর উপযেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক হাফেয তারেক বিন মুজাফফর।

কালীগঞ্জহাট, তানোর, রাজশাহী, ২৩শে জানুয়ারী’২৩, সোমবার : অদ্য বাদ মাগরিব রাজশাহীর তানোর এলাকার কালিগঞ্জহাট বাজার মসজিদে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। তানোর এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে আয়োজিত উক্ত তা‘লীমী বৈঠকে আলোচনা পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক এবং মাসিক আত-তাহরীক পত্রিকার সহকারী সম্পাদক ড. কাবীরুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী।

 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২০শে জানুয়ারী’২৩, শুক্রবার : অদ্য সকাল ৯ ঘটিকা হ’তে যেলার রূপগঞ্জ উপযেলাধীন সলিমুদ্দীন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ‘যুবসংঘ’-এর নারায়ণগঞ্জ সাংগঠনিক যেলা কর্তৃক দাখিল ও এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. সাইফুল ইসলাম নাঈমের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন ‘সলিমুদ্দীন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপ্যাল মুহাম্মাদ জাহাঙ্গীর মালুম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’ কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা ও রূপগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মাদ ছালাউদ্দীন ভূঁইয়া প্রমুখ। যেলা আন্দোলন ও যুবসংঘ-এর দায়িত্বশীলগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য সুধীমন্ডলী এতে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৮ই ফেব্রুয়ারী’২৩, শনিবার : অদ্য বাদ আছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট জামে মসজিদে ‘যুবসংঘ’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি পুর্নগঠন উপলক্ষ্যে তাবলীগী সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল্লাহ আল-মুছাদ্দিকের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ আবু বকর সিদ্দিক। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয শেখ সা‘দী এবং সাধারণ সম্পাদক আরযু হোসাইন সাবিবর। প্রশিক্ষণ শেষে মুহাম্মাদ যহুরুল ইসলামকে সভাপতি এবং মুদ্দাচ্ছির ছাকিবকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি পুর্নগঠন করা হয়।

সুধী সমাবেশ

বাঁকাল, সাতক্ষীরা, ২৮শে জানুয়ারী’২৩, শনিবার : অদ্য সকাল ৯টায় সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিয়া মাদ্রাসায় সাতক্ষীরা যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে সুধী সমাবেশ আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুর রহমান। এছাড়াও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, ‘যুবসংঘ’-এর সাতক্ষীরা মারকায এলাকার উপদেষ্টা ও অত্র মাদ্রাসার প্রিন্সিপ্যাল সোহেল বিন আকবার মাদানী, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মাসঊদ রেযা এবং সাধারণ সম্পাদক রোকনুয্যামান উপস্থিত ছিলেন।

লৌহজং, মুন্সীগঞ্জ, ২০শে জানুয়ারী’২৩, শুক্রবার : অদ্য বিকাল ৪ ঘটিকায় মুন্সীগঞ্জ যেলার লৌহজং, মাওয়া ঘাটে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। মুহাম্মাদ মাহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অতিথি হিসাবে আলোচনা পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক পত্রিকার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম প্রমুখ।

করাতকান্দি, কুমারখালী, কুষ্টিয়া, ১০ই ফেব্রুয়ারী’২৩, শুক্রবার : অদ্য বাদ জুম‘আ কুষ্টিয়া যেলার কুমারখালী উপযেলার করাতকান্দি গ্রামে অবস্থিত মারকাযুল ফুরকান তা‘লীমীল কুরআন মাদ্রাসার উদ্যোগে তা‘লীমী বৈঠক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সাধারণ সম্পাদক তুহিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর। এছাড়াও কুষ্টিয়া যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক শেখ ওবাইদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান মাদ্রাসার ১৩জন হাফেযকে পাগড়ী পরিধান করান।



আরও