কর্মী সম্মেলন ২০১৭ (সমাজ সংস্কারে জাম‘আতবদ্ধভাবে প্রচেষ্টা করুন!)
তাওহীদের ডাক ডেস্ক
পবিত্র মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী সংক্ষিপ্ত কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
আরামনগর, জয়পুরহাট, ৩১শে মার্চ’২৩, শুক্রবার : অদ্য সকাল ১০ ঘটিকা হ’তে জয়পুরহাট যেলার আরামনগর আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর জয়পুরহাট সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ, সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুছ ছবূরের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহিবুল হুসাইন, অর্থ সম্পাদক ডা. যোবায়ের আহমাদ, মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তরীকুয্যামান, এবং সোনামণি রাজশাহী-সদর যেলার সহ-পরিচালক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি নাজমুল হক।
কুষ্টিয়া-পূর্ব, ৩১শে মার্চ’২৩, শুক্রবার : অদ্য বাদ আছর যেলা শহরের উপকণ্ঠে ঝিনাইদহ রোডস্থ রিযিয়া-সা‘দ ইসলামিক সেন্টারে কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর।
বাগডোব, মহাদেবপুর, নওগাঁ, ১লা এপ্রিল’২৩, শনিবার : অদ্য বাদ যোহর যেলার মহাদেবপুর উপযেলাধীন বাগডোব বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও যেলা শহরের ‘আনন্দনগর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা’ সংলগ্ন মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, শূরা সদস্য মুহাম্মাদ তরীকুয্যামান ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম।
নবীনগর, খুলনা, ১লা এপ্রিল’২৩, শনিবার : অদ্য বাদ যোহর যেলা শহরের নবীনগর (গোবরচাকা) মুহাম্মাদিয়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুর রহমান, ‘সোনামণি’র প্রথম কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক শরীফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শু‘আয়েব ও মহানগর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা খলীলুল্লাহ।
কামারখন্দ, সিরাজগঞ্জ, ৫ই এপ্রিল’২৩, বুধবার : অদ্য বাদ যোহর সিরাজগঞ্জ যেলার কামারখন্দ উপযেলাধীন চক শাহবাজপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর সিরাজগঞ্জ সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও রামাযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তযার সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার। ‘যুবসংঘ’-এর পক্ষ থেকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ এবং ‘সোনামণি’-এর কেন্দ্রীয় সহ-পরিচালক আবু রায়হান। এছাড়াও যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাওলানা আমীর হুসাইনসহ যেলার বিভিন্ন স্তরের কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক হাবীবুর রহমান রাসেল।
কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৬ই এপ্রিল’২৩, বৃহস্পতিবার: অদ্য বাদ আছর নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর রূপগঞ্জ, কাঞ্চন পৌর এলাকাধীন রানীপুরা শাখার উদ্যোগে রানীপুরা মহিলা মাদ্রাসা মসজিদে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাঞ্চন পৌর এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয মিনহাজ বিন মুনছুর আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
লালবাগ, দিনাজপুর-পশ্চিম, ৬ই এপ্রিল’২৩, বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার শহরের লালবাগ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসায় দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মফীযুদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহ নাবীল।
মণিপুর, গাযীপুর-উত্তর, ৭ই এপ্রিল’২৩, শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা সদরের মণিপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে গাযীপুর-উত্তর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুল্লাহ মিলন ও ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহ নাবীল।
কক্সবাজার, ৭ই এপ্রিল’২৩, শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা শহরের হাফেয আহমাদ চৌধুরী জামে মসজিদে কক্সবাজার যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা’-এর মুহাদ্দিছ ও অত্র মসজিদের খতীব মাওলানা মুশতাক আহমাদ মাদানী প্রমুখ।
মহিষখোচা, লালমণিরহাট, ৭ই এপ্রিল’২৩, বুধবার : অদ্য বাদ আছর যেলার আদিতমারী থানাধীন মহিষখোচা বাজার আহলেহাদীছ জামে মসজিদে লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিনারুল ইসলাম ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।
হরিপুর, ঠাকুরগাঁও, ৭ই এপ্রিল’২৩, শুক্রবার : অদ্য বাদ আছর যেলার হরিপুর উপযেলাধীন ‘খিরাইচন্ডী আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি যিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’ -এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, আসাদুল্লাহ আল-গালিব।
তেতুলিয়া, পঞ্চগড়, ৮ই এপ্রিল’২৩, শনিবার : অদ্য বাদ আছর যেলার তেতুলিয়া থানাধীন তিরনইহাট ফকীরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ যয়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শামীম প্রধান ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মোযাহারুল ইসলাম। উল্লেখ্য যে, বাদ মাগরিব তেতুলিয়া উপযেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
নবীনগর, রতনপুর, ব্রাহ্মণবাড়িয়া, ৮ই এপ্রিল’২৩, শনিবার : অদ্য বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া যেলার নবীনগর উপযেলার রতনপুর দক্ষিণপাড়া বায়তুল হাদী জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুফতী আতাউল্লাহ বিন জামশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসাইনসহ যেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
চরপাড়া, কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৮ই এপ্রিল’২৩, শনিবার : অদ্য বিকাল ৩ ঘটিকা হ’তে নারায়ণগঞ্জ যেলার রূপগঞ্জ, কাঞ্চন এলাকাধীন চরপাড়া সমাজবাসীর উদ্যোগে চরপাড়া আহলেহাদীছ কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মসজিদের সভাপতি হাজী মুহাম্মাদ মিলন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। এছাড়াও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. সাইফুল ইসলাম নাঈম এবং অত্র মসজিদের ইমাম মাওলানা শফীকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কানসাট, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ, ৮ই এপ্রিল’২৩, বুধবার : অদ্য বাদ আছর যেলার শিবগঞ্জ উপযেলাধীন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কানসাটে চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু রায়হান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা-পশ্চিম, ৮ই এপ্রিল’২৩, শনিবার : অদ্য বাদ আছর গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে গোবিন্দগঞ্জ টিএ্যন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে এক ইসলামী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বুদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ এবং ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক শরীফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন রংপুর মাদ্রাসা মুহাম্মাদীয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আরমান, যেলা ‘যুবসংঘ’-এর উপদেষ্টা মাহবূবুর রহমান এবং সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
চুয়াডাঙ্গা, ৯ই এপ্রিল’২৩, রবিবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন জয়রামপুর দারুস সুন্নাহ আহলেহাদীছ জামে মসজিদে চুয়াডাঙ্গা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ।
সাঘাটা, গাইবান্ধা-পূর্ব, ৯ই এপ্রিল’২৩, রবিবার : অদ্য বাদ আছর গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে সাঘাটা ডিগ্রি কলেজ আহলেহাদীছ জামে মসজিদে ইসলামী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক রফীকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মওলা, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইউনুস এবং সাবেক সভাপতি মশিউর রহমান প্রমুখ।
গাযীপুর-দক্ষিণ, ১০ই এপ্রিল’২৩, সোমবার : অদ্য বাদ আছর যেলা সদরের কাথোরা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুল্লাহ মিলন।
সাতক্ষীরা, ১১ই এপ্রিল’২৩, বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের উপকণ্ঠে বাঁকাল ব্রীজ সংলগ্ন দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ কমপ্লেক্স মসজিদে সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুর রহমান এবং ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।
কোরপাই, কুমিল্লা, ১১ই এপ্রিল’২৩, মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার বুড়িচং থানাধীন কোরপাই বাজার আহলেহাদীছ জামে মসজিদে কুমিল্লা যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম।
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১২ই এপ্রিল’২৩, বুধবার : অদ্য বাদ আছর নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর রূপগঞ্জের কুলিয়াদী শাখার উদ্যোগে কুলিয়াদী আহলেহাদীছ জামে মসজিদে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান হাসিন আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী। আরও উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. সাইফুল ইসলাম নাঈমসহ শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ী।
সোনারগাঁও, নারায়ণগঞ্জ, ১৩ই এপ্রিল’২৩, বৃহস্পতিবার : অদ্য বাদ আছর নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সোনারগাঁয়ের হলদাবাড়ী শাখার উদ্যোগে কোনাবাড়ী উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান হাসিন আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী। আরও উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. সাইফুল ইসলাম নাঈমসহ শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ী।
মাদারবাড়িয়া, পাবনা সদর, ১৪ই এপ্রিল’২৩, শুক্রবার : অদ্য বাদ আছর পাবনা যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে সদর থানাধীন মাদারবাড়িয়া আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা সোহরাব হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ এবং ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক শরীফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা বেলালুদ্দীন এবং সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইউনুস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শীরীন বিশ্বাস।
মুসলিমপাড়া, আলমনগর, রংপুর-পশ্চিম, ১৫ই এপ্রিল’২৩, শনিবার : অদ্য বাদ আছর রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে যেলার আলমনগর মুসলিমপাড়ায় অবস্থিত শেখ জামাল উদ্দীন জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুছতফা সালাফী’র সভাপতিত্বে আয়োজিত উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ জাকির হোসেন। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। এছাড়াও রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মতিউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জাফলং, গোয়াইনঘাট, সিলেট, ১৫ই এপ্রিল’২৩, শনিবার : অদ্য বাদ যোহর হ’তে সিলেট যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট উপযেলার ১১ নং মধ্য জাফলং সংলগ্ন ভিত্তিখেল হাওড় মধ্যপাড়া জামে মসজিদে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর ‘আন্দোলন’-এর সভাপতি জাবের আহমাদের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ পরিষদ সদস্য হাফেয মুহাম্মাদ হাবীবুর রহমান এবং কুমিল্লা যেলা ‘যুবসংঘ’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসাইনসহ যেলার দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ী।
ডাকবাংলা, ঝিনাইদহ, ১৫ই এপ্রিল’২৩, শনিবার : অদ্য বাদ যোহর হ’তে ঝিনাইদহ যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দালন’-এর সভাপতি মুহাম্মাদ মাক্ববূল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ এবং কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
পীরগাছা, রংপুর-পূর্ব, ১৬ই এপ্রিল’২৩, রবিবার : অদ্য বাদ আছর যেলার পীরগাছা উপযেলাধীন দারুস সালাম মাদ্রাসা মসজিদে রংপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শাহীন পারভেযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান, রংপুর-পশ্চিম যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মতীউর রহমান প্রমুখ।
‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক
সেমিনার ও ইফতার মাহফিল
টিএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, ৯ই এপ্রিল’২৩, রবিবার : অদ্য বাদ আছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক এক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রবীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও অত্র বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর (অব.) ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ বি এম সারোয়ার আলম ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ তরুণ হাসান। সেমিনারে ‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সাধারণ সম্পাদক নাজমুন নাঈম। অতঃপর বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। সেমিনার উপলক্ষ্যে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উক্ত প্রতিযোগিতায় ২৭ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয় এবং ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে মুহতারাম আমীরে জামা‘আত পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিজয়ীরা হ’লেন, ১ম স্থান অধিকারী ইতিহাস বিভাগের ছাত্র আতিক শিহাব (দিনাজপুর), ২য় স্থান উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র জুম্মান হাসান আল-আমিন (ঝিনাইদহ) এবং ৩য় স্থান আরবী বিভাগের ছাত্র মুহাম্মাদ আব্দুল আলীম (চাঁপাইনবাবগঞ্জ)। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন আরবী বিভাগের ছাত্র আব্দুল ওয়াদূদ। সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক আব্দুল ওয়াহেদ। সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শতাধিক ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ৩৯৯ সীটের টিএসসি মিলনায়তন পূর্ণ হয়ে ভিতরে-বাইরে সর্বত্র উপচে পড়া ভিড় ছিল। উল্লেখ্য যে, ২০০৬ সাল থেকে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাবি শাখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত ছাত্র সংগঠন হিসাবে কাজ করছে।
যেলা কমিটি পুনর্গঠন
হাদীছ ফাউন্ডেশন পাঠাগার, ফরিদপুর, ১লা মে’২৩ সোমবার : অদ্য দুপুর ৩ ঘটিকা হ’তে যেলার হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে ‘যুবসংঘ’-এর ফরিদপুর যেলা পুর্নগঠন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি তৌফিক ইলাহী রানার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুনর্গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ মুহাম্মাদ রাকীবুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি আব্দুছ ছামাদ, সাধারণ সম্পাদক নূর ইসলাম মৃধা এবং যেলা ‘আল-‘আওন’-এর সভাপতি মুহাম্মাদ ফয়জুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে তৌফিক ইলাহী রানাকে সভাপতি ও মুহাম্মাদ আমীনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ যেলা কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় সভাপতির
আরব আমিরাত ও সঊদী আরব সফর
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী গত ১৪ই মার্চ থেকে ৩রা এপ্রিল পর্যন্ত সংযুক্ত আরব আমীরাতের দুবাই, শারজাহ, আবুধাবী এবং সঊদী আরবের রিয়াদ, দাম্মাম, খাফজী, আল-কাছীম আল-খাবরা, উনায়যাহ, বুরাইদাহ, মক্কা, মদীনা, তায়েফ প্রভৃতি শহরে সাংগঠনিক সফর করেন। উক্ত সফরে তারা দাম্মামের প্রখ্যাত ইন্ডিয়ান দাঈ শায়খ মতীউর রহমান মাদানীসহ বিভিন্ন ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। উক্ত সফরে কেন্দ্রীয় মেহমান হিসাবে আরো উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এ চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এ সময়ে তারা পবিত্র ওমরাহও পালন করেন।