সাধারণ জ্ঞান

তাওহীদের ডাক ডেস্ক 457 বার পঠিত

সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

১. প্রশ্ন : বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কী?

উত্তর : বানৌজা শেখ হাসিনা।

২. প্রশ্ন : দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কী?

উত্তর : তর্জনী।

৩. প্রশ্ন : বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?

উত্তর : পেকুয়া, কক্সবাজার।

৪. প্রশ্ন : সম্প্রতি কোন দেশ বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দেয়?

উত্তর : মেক্সিকো।

৫. প্রশ্ন : দেশের প্রথম কলেজ হিসাবে মোবাইল অ্যাপ চালু করে কোন প্রতিষ্ঠান?

উত্তর : সরকারি রাজেন্দ্র কলেজ।

৬. প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তর : ১১২টি।

৭. প্রশ্ন : সম্প্রতি কোন স্থল বন্দরে ই-গেট উদ্বোধন করা হয়?

উত্তর : বেনাপোল।

৮. প্রশ্ন : গত ১৭ই এপ্রিল ২০২৩ দেশের ১১২তম বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন পায় কোন বিশ্ববিদ্যালয়?

উত্তর : ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স এ্যান্ড টেকনোলজি (আইআইইউসিটি), আশুলিয়া, ঢাকা।

 

সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

১. প্রশ্ন : ১৭ই মার্চ ২০২৩ আন্তর্জাতিক অপরাধ আদালত কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে?

উত্তর : ভ্লাদিমির পুতিন।

২. প্রশ্ন : ‘তুরস্কের গান্ধি’ নামে খ্যাত কে?

উত্তর : কামাল কিলিকদারোগ্লু।

৩. প্রশ্ন : ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতা করে কোন দেশ?

উত্তর : চীন

৪. প্রশ্ন : নেপালের বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর : রামচন্দ্র পাওদেল।

৫. প্রশ্ন : ২০২৩ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি?

উত্তর : ফিনল্যান্ড।

৬. প্রশ্ন : নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট কে?

উত্তর : বুলা তিনুবু।

৭. প্রশ্ন : ২০২৩ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : ৪৩তম।

৮. প্রশ্ন : কম্পিউটিং জগতের নোবেল খ্যাত টিউরিং পুরস্কার ২০২২ লাভ করেন কে?

উত্তর : রবার্ট মেটক্যাফ।

৯. প্রশ্ন : তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

উত্তর : ১৪ই মে ২০২৩।



আরও