সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 239 বার পঠিত

কেন্দ্রীয় দায়িত্বশীলগণের দেশব্যাপী সফর

সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মে-জুন ২০২৩ দেশের প্রতিটি সাংগঠনিক যেলার তৃণমূল পর্যায়ে সফরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিম্নে এই কর্মসূচীর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হ’ল-

রাজশাহী বিভাগ

রাজশাহী-পশ্চিম, ২৫শে মে’২৩, বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার মোহনপুর উপযেলাধীন বজরপুর আহলেহাদীছ জামে মসজিদে মোহনপুর উপযেলা ও সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীলদের সমন্বয়ে দ্বীনী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী এবং দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপযেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুর রাযযাক এবং সাধারণ সম্পাদক হাফেয তারেক বিন মুযাফফর। পূর্বনির্ধারিত সূচী মোতাবেক সেখান থেকে উক্ত উপযেলার দায়িত্বশীল ও কেন্দ্রীয় মেহমানদ্বয় ধূরইল সোনারপাড়া জামে মসজিদের উদ্দেশ্যে রওনা হন। সেখানে অপেক্ষমান ধূরইল এলাকা দায়িত্বশীল এবং অত্র এলাকার বিভিন্ন স্তরের কর্মীদের উদ্দেশ্যে বাদ আছর কেন্দ্রীয় মেহমানদ্বয় বক্তব্য প্রদান করেন। এখানে সভাপতিত্ব করেন ধূরইল এলাকা সভাপতি আবুল কালাম আযাদ। অতঃপর বাদ মাগরিব আতাপুর জামে মসজিদে গোছা ও কেশরহাট এলাকার দায়িত্বশীল এবং কর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মেহমানদ্বয় সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। গোছা এলাকার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠনে কেশরহাট এলাকার সভাপতি হাফেয দেলোয়ার, সাধারণ সম্পাদক শামীম আহমাদসহ বিভিন্ন স্তরের কর্মী ও স্থানীয় মুছল্লীগণ উপস্থিত ছিল। দিনব্যাপী সমগ্র অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আবুল কাশেম।

নলডাঙ্গা, নাটোর, ২৬শে মে’২৩, শুক্রবার : অদ্য কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী ও দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ নলডাঙ্গা, নাটোর সফর করেন। সকাল ১১-টায় তারা নলডাঙ্গা থানায় পৌঁছালে ‘যুবসংঘ’-এর নাটোর যেলা সভাপতি মুহাম্মাদ আলী তাদেরকে অভ্যার্থনা জানান। পূর্বনির্ধারিত সূচী মোতাবেক কেন্দ্রীয় সভাপতি সরকুতিয়া হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরীতে সরকুতিয়া শাখা দায়িত্বশীলদের সাথে সাক্ষাৎ করেন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ নছীহত প্রদান করেন। সেখানে শাখার সকল দায়িত্বশীলসহ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আলী ও দফতর সম্পাদক যহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। অতঃপর কেন্দ্রীয় সভাপতি সরকুতিয়া আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক হরিদাখলশি নতুন পাড়া আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। খুৎবার পর শাখার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় ও নছীহত প্রদান করা হয়। বাদ আছর হালতি পূর্বপাড়া জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে স্থানীয় মুছল্লী ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সমন্বয়ে তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কেন্দ্রীয় সভাপতি ও দফতর সম্পাদক সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলী উপস্থিত ছিলেন। বাদ মাগরিব পূর্ব সোনাপাতিল জামতলী জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমানদ্বয়ের বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী সমাপ্ত হয়। সমগ্র অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আলী এবং ফরমানুল ইসলাম।

রাজশাহী-পূর্ব, চারঘাট, ১১ই জুন’ রবিবার : অদ্য বাদ আছর চারঘাট বাজার আহলেহাদীছ জামে মসজিদে চারঘাট উপযেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক যুব সমাবেশের আয়োজন করা হয়। চারঘাট উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। উক্ত অনুষ্ঠানে চারঘাট উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আনোয়ারুল হক এবং দফতর সম্পাদক রবীউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক খুরশেদ আলম।

রাজশাহী-সদর, পবা উপযেলা, ১৬ই জুন’২৩, শুক্রবার : অদ্য সকাল ১০-টায় রাজশাহী-সদর সাংগঠনিক যেলার ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে পবা উপযেলাধীন বড়গাছী উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পবা উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক মাহফূযুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর ছাত্র বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন এবং সদর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ প্রমুখ। অতঃপর বাদ আছর নওহাটা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদ এবং বাদ মাগরিব ঘোলহাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা-পূর্ব উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আবু বকর এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শাখার কর্মী ও দায়িত্বশীলগণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

নওগাঁ, ২১শে জুন’২৩, বুধবার : অদ্য সকাল ৯টা নাগাদ বাগডোব আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আগত কর্মী ও দায়িত্বশীলদের উদ্দেশ্যে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী এবং দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ গুরুত্বপূর্ণ নছীহত প্রদান করেন। সেখানে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মীযানুর রহমান, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, যুব বিষয়ক সম্পাদক নাজিমুদ্দীন মাস্টার প্রমুখ। অতঃপর রামরায়পুর আহলেহাদীছ জামে মসজিদে অবস্থানরত শাখার দায়িত্বশীলদের সাথে সংক্ষিপ্ত বৈঠক হয়। কেন্দ্রীয় মেহমানদ্বয় উক্ত শাখার দায়িত্বশীলদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন। এখানে উপরোক্ত দায়িত্বশীলগণ ছাড়াও যেলা ‘যুবসংঘ’-এর উপদেষ্টা মুহাম্মাদ আব্দুল জলীল উপস্থিত ছিলেন। সেখান থেকে যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আমীরুল ইসলামের আমন্ত্রণে অনন্তপুর শাখা সফর করা হয়। পথিমধ্যে চান্দাশে অবস্থিত হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত দারুল হাদীছ একাডেমী মাদ্রাসা পরিদর্শন করা হয়।

অতঃপর যোহরের পূর্বে অনন্তপুর শাখায় অবস্থানরত কর্মীদের সাথে মতবিনিময় হয়। বাদ আছর মহাদেবপুরের বায়তুল হামদ জামে মসজিদে মহাদেবপুর উপযেলা ও যেলা ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব সোনাপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সোনাপুর শাখার দায়িত্বশীল ও স্থানীয় মুছল্লীদের সমন্বয়ে তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমানদ্বয় নাতিদীর্ঘ বক্তব্য প্রদান করেন। অতঃপর দিনব্যাপী কর্মসূচী শেষ হয়।

বগুড়া, ২৩শে জুন’২৩, শুক্রবার : অদ্য বাদ আছর বগুড়া যেলার সোনাতলা উপযেলায় পদ্দপাড়া আহলেহাদীছ জামে মসজিদে সোনাতলা উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মামূনুর রশীদের সভাপতিত্বে উপযেলাধীন শাখা ও এলাকার দায়িত্বশীলদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী এবং দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অনুষ্ঠানে যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আল-আমীন এবং যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী সোনাতলা থেকে কেন্দ্রীয় মেহমানদ্বয় ও তাদের সফরসঙ্গীরা সারিয়াকান্দি উপযেলার উদ্দেশ্যে রওনা হন। সারিয়াকান্দি মাদ্রাসাতুল হাদীছ আস-সালাফীয়াতে উপস্থিত সারিয়াকান্দি উপযেলাধীন শাখাসমূহের দায়িত্বশীল, কর্মী ও সুধীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মেহমানদ্বয় জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল হাকীম। এ সময় সারিয়াকান্দি উপযেলার দায়িত্বশীল ও যেলা ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলদের অনেকেই উপস্থিত ছিল। অতঃপর কেন্দ্রীয় মেহমানদ্বয় সেখান থেকে সোনাতলা থানাধীন আচারের পাড়া জামে মসজিদে অপেক্ষমান কর্মীদের মাঝে উপস্থিত হয়ে তৎসংশ্লিষ্ট শাখার দায়িত্বশীলদের উদ্দেশ্যে নাতিদীর্ঘ বক্তব্য প্রদান করেন। বাদ এশা উক্ত থানাধীন পূর্ব সুজাইতপুর শ্যামড়াপাড়া জামে মসজিদে তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত দায়িত্বশীল এবং কর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মেহমানদ্বয় সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

বগুড়া, ২৪শে জুন’২৩, শনিবার : বগুড়া সফরের দ্বিতীয় দিন শনিবার সকাল ৯-টায় যেলা কার্যালয় ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমানদ্বয় যেলার কার্যক্রম জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ নছীহত প্রদান করেন। অতঃপর বাদ আছর গাবতলী থানাধীন শাখাসমূহের দায়িত্বশীলদের নিয়ে খলিশাকুড়া শাখায় সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। গাবতলী উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আবু বকরের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমানদ্বয় গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শাখার কর্মী ও দায়িত্বশীলগণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ছাবিবর আহমাদ, উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ছহীমুদ্দীন গামা এবং যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আল-আমীন প্রমুখ। অতঃপর বাদ মাগরিব কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী শাহজাহানপুর থানাধীন বৃ কুষ্টিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে অপেক্ষমান শাহজাহানপুর ও বৃ-কুষ্টিয়ার কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। অপরদিকে কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ শেরপুর উপযেলার উদ্দেশ্যে রওনা হন। সেখানে বাদ মাগরিব হাপুনিয়া আহলেহাদীছ জামে মসজিদে উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি রমযান আলীর সভাপতিত্বে তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কেন্দ্রীয় দফতর সম্পাদক বক্তব্য প্রদান করেন এবং শাহজাহানপুরের আলোচনা শেষে কেন্দ্রীয় সভাপতি বাদ এশা শেরপুরে আগমন করেন। কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে দুই দিন ব্যাপী বগুড়া যেলা সফর সমাপ্ত হয়।

রংপুর বিভাগ

দিনাজপুর-পশ্চিম, ২৩শে জুন’২৩, শুক্রবার : অদ্য বাদ ফজর ‘যুবসংঘ’-এর দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার বীরগঞ্জ শাখা ও উপযেলার যৌথ উদ্যোগে চাকাই কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হারূনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ রিফাত আলম। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার কর্মী ও দায়িত্বশীলগণ উপস্থিত ছিল। সকাল ১০-টায় বিরল উপযেলার শাখাসমূহের কর্মীগণ বেতুড়া বাজার (ভারাডাঙ্গী) মসজিদে সমবেত হয়। কেন্দ্রীয় মেহমান ও তার সফরসঙ্গীরা সেখানে উপস্থিত হন। বিরল উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ রুস্তম আলীর সভাপতিত্বে আয়োজিত দ্বীনী বৈঠকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ নছীহত প্রদান করেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ রিফাত আলম এবং বিরল উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তোফাযযল হোসাইন। অতঃপর বাদ আছর দিনাজপুর সদর ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহমান সবুজের সভাপতিত্বে খানপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সদর উপযেলা, খানপুর এলাকা, ভিতরপাড়া, জাকিরপাড়া শাখার দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ তোফাযযল হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুমিনুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুছ ছবুর প্রমুখ। অতঃপর বাদ মাগরিব চিরিরবন্দর থানা সদরের আন্ধারমুহা বাজার আহলেহাদীছ জামে মসজিদে চিরিরবন্দর উপযেলা ও শাখার যৌথ উদ্যোগে তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-জুয়েলের সভাপতিত্বে আয়োজিত উক্ত বৈঠকে পরামর্শ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অতঃপর উক্ত উপযেলার দায়িত্বশীলদের কাছ থেকে কাছ থেকে বিদায় গ্রহণের মাধ্যমে দিনব্যাপী যেলা সফর সমাপ্ত হয়।

ঢাকা (পূর্ব) বিভাগ

নারায়ণগঞ্জ, ৩রা জুলাই’২৩, সোমবার : অদ্য বাদ আছর যেলার রূপগঞ্জ থানাধীন মারকাযুস সুন্নাহ মাদ্রাসা মসজিদে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান হাসিন আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীু য় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক বিল্লাল হোসাইন। অনুষ্ঠানে অত্র যেলা, পূর্বাচল-উত্তর এবং দক্ষিণ এলাকার দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিল। বাদ মাগরিব যেলা ‘যুবসংঘ’-এর কর্যালয়ে যেলা সভাপতি ইমরান হাসিন আল-আমীনের সভাপতিত্বে রূপগঞ্জ উপযেলা ও কাঞ্চন পৌর এলাকার দায়িত্বশীলবৃন্দের সাথে মতবিনিময় হয়। এ সময় কেন্দ্রীয় মেহমান উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অতঃপর বাদ এশা পাচরুখী মাইজপাড়া হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান পাচরুখী উপযেলার দায়িত্বশীলদের উদ্দেশ্যে নছীহতমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইব্রাহীম কাওছার সালাফী এবং সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক বিল্লাল হোসাইন।

বিভাগীয় যুব সমাবেশ

ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জ, ৩রা জুন, শনিবার : অদ্য বিকাল ৩ ঘটিকায় ‘যুবসংঘ’-এর ঢাকা বিভাগ (পূর্ব জোন) কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লার আলী আহাম্মেদ চুনকা পাঠাগার ও মিলনায়তন কক্ষে বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ঢাকা বিভাগের পূর্ব সাংগঠনিক জোনের যেলাসমূহ যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা-দক্ষিণ, গাজীপুর-উত্তর, গাজীপুর-দক্ষিণ, মুন্সিগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জের কর্মী, সমর্থক ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান হাসিন আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুব সমাবেশ নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক হাফেয আবু সাঈদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অতঃপর স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা-দক্ষিণ যেলার সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ যেলা সভাপতি ইমরান হাসিন আল-আমিন। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জালালুদ্দীন, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ ইমাম-উলামা পরিষদের সহ-সভাপতি আমানুল্লাহ বিন ইমাঈল মাদানী। এছাড়াও যেলা সভাপতিদের মধ্যে বক্তব্য প্রদান করেন শরীফুল ইসলাম (গাযীপুর-উত্তর), বোরহানুদ্দীন (গাযীপুর-দক্ষিণ), দেলোয়ার হোসাইন (নরসিংদী), সাখাওয়াত হোসাইন (মুন্সিগঞ্জ)। ঢাকা বিভাগের সাবেক দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য প্রদান করেন আব্দুল্লাহ আল-মামূন (নারায়ণগঞ্জ), হাতেম বিন পারভেজ (গাযীপুর), আব্দুল ওয়াদূদ (ঢাকা), হুমায়ুন কবীর (ঢাকা), ছফিউল্লাহ (ঢাকা) এবং মুহাম্মাদ ফেরদাউস (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা-দক্ষিণ যেলার সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ এবং গাযীপুর-দক্ষিণ যেলার সভাপতি আলে ইমরান।

রংপুর বিভাগ

রংপুর মহানগর, ৬ই জুলাই’২৩, বৃহস্পতিবার : অদ্য দুপুর ২ ঘটিকা হ’তে ‘যুবসংঘ’-এর রংপুর বিভাগ কর্তৃক মহানগরের কাছনা ত্বকিটারীতে অবস্থিত দারুল কুরআন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে রংপুর বিভাগের ৯টি সাংগঠনিক যেলার কর্মী, সমর্থক ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। রংপুর-পশ্চিম যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুব সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন রংপুর-পশ্চিম যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মফিযুল ইসলাম এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অত্র যেলার সভাপতি মতিউর রহমান। অতঃপর প্রথম অধিবেশনে যেলা দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য প্রদান করেন আব্দুল্লাহ আল-মামূন (গাইবান্ধা-পশ্চিম), মনছুর আলী (লালমনিরহাট), সাইফুর রহমান (দিনাজপুর-পূর্ব), আব্দুল্লাহ আল-মাহমূদ (দিনাজপুর-পূর্ব), মুজিবুর রহমান (কুড়িগ্রাম), রেযাউল করীম (রংপুর-পশ্চিম) এবং লালমনিরহাট যেলার সাবেক সভাপতি শিহাবুদ্দীন প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় মেহমান হিসাবে বক্তব্য প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার সভাপতি আব্দুল্লাহ আল-মামূন এবং দিনাজপুর-পূর্ব যেলার সভাপতি সাইফুর রহমান।

রাজশাহী বিভাগ

বগুড়া, ৮ই জুলাই, শনিবার : অদ্য সকাল ১০-টায় ‘যুবসংঘ’-এর রাজশাহী বিভাগ কর্তৃক বগুড়া যেলার সাত মাথা সংলগ্ন যেলা স্কুলের মুক্তিযোদ্ধা আমীনুল হক দুলাল মিলনায়তন কক্ষে বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে রাজশাহী বিভাগের ১১টি সাংগঠনিক যেলার কর্মী, সমর্থক ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মশীউর রহমান বেলাল। অতঃপর প্রথম অধিবেশনে যেলা সভাপতিদের মধ্যে বক্তব্য প্রদান করেন মুহাম্মাদ আলী (নাটোর), রাসেল আহমাদ (সিরাজগঞ্জ), আবুল কাশেম (রাজশাহী-পশ্চিম), মুস্তাক আহমাদ সারোয়ার (জয়পুরহাট), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবীর এবং বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ এবং ঢাকা-দক্ষিণ যেলার সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া যেলার সাধারণ সম্পাদক আব্দুর রঊফ এবং যেলার সাবেক সভাপতি আব্দুর রাযযাক।

ময়মনসিংহ বিভাগ

জামালপর, ৮ই জুলাই’২৩, শনিবার : অদ্য দুপুর ২ ঘটিকা হ’তে ‘যুবসংঘ’-এর ময়মনসিংহ বিভাগ কর্তৃক জামালপর যেলাধীন মেলান্দহ, পাথালিয়ার মারকাযুল সুন্নাহ আস-সালাফী কমপ্লেক্সে এক বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইসমাঈল বিন আব্দুল গণীর সভাপতিত্বে আয়োজিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ফয়সাল মাহমূদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আজমাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর-উত্তর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মাসঊদুর রহমান, জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আবু মূসা আনছারী এবং জামালপুর-দক্ষিণ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাসঊদ বিন আব্দুল্লাহ প্রমুখ। উক্ত সমাবেশে ময়মনসিংহ বিভাগের ৫টি সাংগঠনিক যেলার কর্মী, সমর্থক ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

খুলনা বিভাগ

কুষ্টিয়া, ৮ই জুলাই’২৩, শনিবার : অদ্য বিকাল ৩ ঘটিকা হ’তে ‘যুবসংঘ’-এর খুলনা বিভাগ কর্তৃক কুষ্টিয়া যেলাধীন রিজিয়া সা‘দ ইসলামিক সেন্টারে এক বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ এরশাদ আলীর সভাপতিত্বে আয়োজিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মেহেরপুর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি তারিকুয্যামান। উক্ত সমাবেশে খুলনা বিভাগ হ’তে কুষ্টিয়া-পূর্ব ও পশ্চিম, ঝিনাইদহ এবং মেহেরপুর যেলার কর্মী, সমর্থক ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল আহসান।

তা‘লীমী বৈঠক

গাযীপুর (উত্তর), মণিপুর, ১৬ জুন’২৩, শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মণিপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে গাযীপুর উত্তর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক হাতিম বিন পারভেজ, যেলা ‘যুবসংঘ’-এর উপদেষ্টা নিজাম উদ্দীন এবং মুহাম্মাদিয়া সালাফীয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল আব্দুল্লাহ বিন জাবেদ। উক্ত তা‘লীমী বৈঠকে যেলা ‘যুবসংঘ’-এর দায়িত্বশীল, কর্মী ও স্থানীয় মুছল্লীগণ উপস্থিত ছিলেন।



আরও