সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 933 বার পঠিত

  1. প্রশ্ন : আউস ও খাযরাজ কারা?

উত্তর : তারা আপন দু’ভাই।

  1. প্রশ্ন : আউস ও খাযরাজ কার বংশধর ছিল?

উত্তর : ইসমাঈল (আঃ)-এর পুত্র নাবেত।

  1. প্রশ্ন : আউস ও খাযরাজদের মধ্যে সর্বশেষ কোন যুদ্ধ সংগঠিত হয়?

উত্তর : বু‘আছ যুদ্ধ।

  1. প্রশ্ন : আউস ও খাযরাজ গোত্রদ্বয়ের প্রধান কারা ছিলেন?

উত্তর : সা‘দ বিন মু‘আয ও সা‘দ বিন ওবাদাহ।

  1. প্রশ্ন : মুনাফিক সরদার আব্দুল্ল­াহ বিন উবাই ইবনে সুলূল কোন গোত্রের ছিল?

উত্তর : খাযরাজ গোত্রের।

  1. প্রশ্ন : রাসূল (ছাঃ) মদীনায় আগমনের পর সর্বপ্রথম কোন গোত্রপতির সাথে সাক্ষাৎ করেন?

উত্তর : বনু নাযীর গোত্রের আবু ইয়াসির বিন আখত্বাব।

  1. প্রশ্ন : ইয়াছরিবে ইহূদীদের সবচেয়ে বড় আলেম কে ছিলেন?

উত্তর : আব্দুল্ল­াহ বিন সালাম (রাঃ)।

  1. প্রশ্ন : মসজিদে নববীর জমির মালিক কে ছিলেন?

উত্তর : ইয়াতীম বালক সাহল ও সোহায়েল বিন রাফে‘।

  1. প্রশ্ন : কোন ছাহাবী সর্বপ্রথম আযানের বাক্যগুলো স্বপের মাধ্যমে পেয়েছিলেন?

উত্তর : আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রবিবহী (রাঃ)।

  1. প্রশ্ন : মোট কতজন ছাহাবী আযানের বাক্যগুলো একই রাত্রে স্বপ্নে দেখেছিলেন?

উত্তর : ১১জন।

  1. প্রশ্ন : ‘ছুফফাহ’ শব্দের অর্থ কি?

উত্তর : ‘ছুফফাহ’ অর্থ ছাপড়া অর্থাৎ যা দিয়ে ছায়া করা হয়।

  1. প্রশ্ন : যয়নব বিনতে জাহশের সাথে রাসূল (ছাঃ)-এর বিবাহের ওয়ালীমায় আহলে ছুফফাহ্তে কতজন জমা হয়েছিল?

উত্তর : প্রায় ৩০০ মানুষ।

  1. প্রশ্ন : ভ্রাতৃত্বের নিদর্শনস্বরূপ মুহাজির ছাহাবীকে কোন আনছার ছাহাবী নিজের একজন স্ত্রীর সাথে বিয়ে দিতে চেয়েছিলেন?

উত্তর : সা‘দ বিন রবী‘।

  1. প্রশ্ন : কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি দিয়ে সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?

উত্তর : সূরা হজ্জ ৩৯ ও ৪০ আয়াত।

  1. প্রশ্ন : কত হিজরীতে জিহাদ ফরয হয়?

উত্তর : ২য় হিজরীর রজব মাসে।

  1. প্রশ্ন : যে সমস্ত যুদ্ধে রাসূলুল্লাহ (ছাঃ) স্বয়ং অংশগ্রহণ করতেন সেগুলোকে কি বলা হয়?

উত্তর : গাযওয়াহ।

  1. প্রশ্ন : প্রত্যেকটি যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকার রং কেমন হ’ত?

উত্তর : সাদা।

  1. প্রশ্ন : রাসূল (ছাঃ) সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন?

উত্তর : ‘গাযওয়া ওয়াদ্দান’ যুদ্ধে।

  1. প্রশ্ন : ইসলামের ইতিহাসে কোন যুদ্ধে প্রথম গণীমত লাভ এবং প্রথম নিহত হওয়ার ঘটনা ঘটে?

উত্তর : ‘সারিইয়া নাখলা’ যুদ্ধে।

  1. প্রশ্ন : নাখলা যুদ্ধে কুরাইশদের কোন নেতাকে হত্যা করা হয়?

উত্তর : আমর ইবনুল হাযরামীকে।

  1. প্রশ্ন : কত হিজরীতে মুসলমানদের ক্বিবলা পরিবর্তন হয়?

উত্তর : ২য় হিজরীর শা‘বান মাসে।

  1. প্রশ্ন : কোন সূরার কত নম্বর আয়াতে ক্বিবলা পরিবর্তন সূচক বিধান রয়েছে?

উত্তর : সূরা বাক্বারার ১৪৪ নম্বর আয়াতে।

  1. প্রশ্ন : ঐতিহাসিক বদর যুদ্ধ কবে সংগঠিত হয়?

উত্তর : ২য় হিজরীর ১৭ই রামাযান শুক্রবার সকালে (৬২৪ খৃ. ১১ই মার্চ)।

  1. প্রশ্ন : বদর যুদ্ধে কতজন মুসলমান শাহাদাত বরণ করেন?

উত্তর : ৬ জন মুহাজির ও ৮ জন আনছারসহ মোট ১৪ জন।

  1. প্রশ্ন : বদর যুদ্ধকালীন মদীনার আমীর নিযুক্ত হন কে?

উত্তর : অন্ধ ছাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতূম (রাঃ)।

  1. প্রশ্ন : বদর যুদ্ধের মূল পতাকা বহনের দায়িত্বে ছিলেন কোন ছাহাবী?

উত্তর : মুছ‘আব বিন ওমায়ের (রাঃ)।

  1. প্রশ্ন : আবু জাহলের আদেশ অমান্য করে কোন গোত্রপতি বদর যুদ্ধ ত্যাগ করেন?

উত্তর : বনু যোহরা গোত্রের নেতা আখনাস বিন শারীক্ব আছ-ছাক্বাফী।

  1. প্রশ্ন : কুরাইশ নেতাদের মধ্যে কে বদর যুদ্ধে অংশগ্রহণ করে নি?

উত্তর : আবু লাহাব।

  1. প্রশ্ন : বদর যুদ্ধকালীন কুরাইশ ফৌজে দৈনিক কতটি উট যবেহ করা হ’ত?

উত্তর : ৯ অথবা ১০টি।

  1. প্রশ্ন : বদর যুদ্ধে মুসলিম বাহিনীর প্রতীক চিহ্ন কী ছিল?

উত্তর : আহাদ, আহাদ।



আরও