সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 2162 বার পঠিত

  1. প্রশ্ন : বর্তমান দেশে গ্যাসক্ষেত্র কতটি?

উত্তর : ২৯টি।

  1. প্রশ্ন : দেশের ২৯তম গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?

উত্তর : ভোলা সদর ।

  1. প্রশ্ন : ২৬?

উত্তর : ৪১টি।

  1. প্রশ্ন : ২৬তম বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কোন বনভূমিকে?

উত্তর : বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্যকে।

  1. দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপী ঋণের হারে ২য় শীর্ষ দেশ কোনটি?

উত্তর : বাংলাদেশ।

  1. প্রশ্ন : ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১’ কার্যকর হয় কবে?

উত্তর : ২২শে মে ২০২৩।

  1. প্রশ্ন : GDP’র সাময়িক হিসাব (২০২২-২৩) অনুযায়ী দেশের মানুষের মাথাপিছু আয় কত?

উত্তর : ২,৭৬৫ মার্কিন ডলার।

  1. প্রশ্ন : দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর : কক্সবাজারের খুরুশকুলে (৬০ মেগাওয়াট)।

  1. প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার কে?

উত্তর : সারাহ কুক।

  1. প্রশ্ন : দেশের দীর্ঘতম আন্ডারপাস নির্মিত হবে কোথায়?

উত্তর : ঢাকার বিমানবন্দর এলাকায়। দৈর্ঘ্য ১.৭ কি. মি.।

  1. প্রশ্ন : ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ গ্রন্থটির রচিয়তা কে?

উত্তর : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন।

  1. প্রশ্ন : মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে ভারতের কয়টি ভিসা আবেদন কেন্দ্র রয়েছে?

উত্তর: ১৬টি।

  1. প্রশ্ন : সম্প্রতি কোন উপযেলা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত হয়?

উত্তর : কুতুবদিয়া, কক্সবাজার।

  1. প্রশ্ন : সম্প্রতি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পান কে?

উত্তর : অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।

  1. প্রশ্ন : ২০২৩ সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে? উত্তর : শাহীন ছামাদ।
  2. প্রশ্ন : সম্প্রতি জাপানের সাথে বাংলাদেশের কয়টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়?

উত্তর : ১টি চুক্তি ও ৭টি সমঝোতা স্বারক।



আরও