সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 752 বার পঠিত

  1. প্রশ্ন : বর্তমান বিশ্বে মোট জনসংখ্যা কত?

উত্তর : ৮০৪.৫০ কোটি।

  1. প্রশ্ন: জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?

উত্তর : ভারত।

  1. প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : অষ্টম।

  1. প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘মোখা’-এর নামকরণ করে কোন দেশ?

উত্তর : ইয়েমেন।

  1. প্রশ্ন : ভারতের নতুন সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর : বিমল প্যাটেল।

  1. প্রশ্ন : কোন ব্যক্তি সর্বোচ্চ ২৮ বার মাউন্ট এভারেস্ট জয় করেন কে?

উত্তর : কামি রিতা শেরপা (২৩শে মে ২০২৩ পর্যন্ত)।

  1. প্রশ্ন : ভারতে প্রথম ক্যাবলভিত্তিক রেল সেতুর নাম কী

উত্তর : অঞ্জি খাড় সেতু।

  1. প্রশ্ন : ‘লিটল ইংল্যান্ড’ নামে খ্যাত কোন দেশ?

উত্তর : বার্বাডোস।

  1. প্রশ্ন : ১৯শে মে ২০২৩ ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাক অব ইন্ডিয়া বাজার থেকে কত রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দেয়?

উত্তর : ২,০০০ রুপির নোট।

  1. প্রশ্ন : ৭ই মে ২০২৩ কোন দেশ পুনরায় আরব লীগের সদস্যপদ ফিরে পায়? উত্তর : সিরিয়া।
  2. প্রশ্ন : দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপী ঋণের হারে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : শ্রীলংকা।

  1. প্রশ্ন : আফগানিস্থানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর : মৌলভী আব্দুল কবীর।

  1. প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্বব্যাপী করোনার যরূরী অবস্থা তুলে নেয় কবে?

উত্তর : ৫ই মে ২০২৩।

  1. প্রশ্ন : প্রথম আরবীয় হিসাবে মহাকাশে হাঁটেন (স্পেসওয়াক) কে? উত্তর : সুলতান আল-নিয়াদি।
  2. প্রশ্ন : ২০২৩ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর : নরওয়ে।
  3. প্রশ্ন : ২০২৩ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর : উত্তর কোরিয়া।
  4. প্রশ্ন : সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র।



আরও