সংগঠন সংবাদ
তাওহীদের ডাক ডেস্ক
২৮তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০১৮ সম্পন্ন
রাজশাহী ১লা ও ২রা মার্চ বৃহস্পতি ও শুক্রবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে দু’দিনব্যাপী ২৮তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে সফলভাবে সম্পন্ন হয়েছে। ফালিল্লা-হিল হাম্দ।
এবারের তাবলীগী ইজতেমায় উপস্থিতি ছিল বিগত সকল ইজতেমার তুলনায় অনেক বেশী। ট্রাক টার্মিনাল ময়দানের পাশাপাশি এ বছর মারকাযের পশ্চিম পার্শ্বস্থ ময়দানেও সম্পূর্ণ প্যান্ডেল করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে ট্রাক টার্মিনাল থেকে সরাসরি সম্প্রচার করা হয়। তাছাড়া মহিলা মাদরাসায় অন্যান্যবার একটি প্যান্ডেল করা হয়। সেখানে এবার বৃহদাকার দু’টি প্যান্ডেল করা হয়। এছাড়া ট্রাক টার্মিনালের দক্ষিণে স্থানীয় মহিলাদের জন্য একটি পৃথক মহিলা প্যান্ডেল ও প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। পুরুষ, মহিলা মিলে মোট ৫টি প্যান্ডেলই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এবারের ইজতেমায় সঊদী আরব ও বাহরাইন সহ অন্যান্য দেশ থেকেও সদ্য দেশে ফেরা অনেক প্রবাসী কর্মী ও সুধী ইজতেমায় যোগদান করেন। প্রতিবেশী রাষ্ট্র ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশের বিভিন্ন যেলা থেকে অর্ধশতাধিক শ্রোতা ইজতেমায় অংশগ্রহণ করেন। তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের হাযার হাযার শ্রোতা ইজতেমার সরাসরি লাইভ প্রোগ্রাম দেখেন।
জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান :
বিগত বছরের ন্যায় এবারও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে ‘জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচিত গ্রন্থ ছিল আমীরে জামা‘আত প্রণীত ‘আহলেহাদীছ আন্দোলন : উৎপত্তি ও ক্রমবিকাশ; দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতসহ (২০১-৫০৬ পৃ.)’। এতে শীর্ষস্থান অধিকারী তিনজন হ’ল যথাক্রমে- ১. মুহাম্মাদ শাহীন রেযা (চাঁপাই নবাবগঞ্জ), ২. রিয়াযুল ইসলাম (নওগাঁ) ও ৩. ইমদাদুল হক (রাজশাহী)। এছাড়া ৫ জনকে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তারা হ’ল যথাক্রমে- ১. আব্দুল্লাহ (কুমিল্লা), ২. মুহাম্মাদ আরিফুল ইসলাম (দিনাজপুর), ৩. মুহাম্মাদ আব্দুল্লাহ (ময়মনসিংহ), ৪. ইরফানুল ইসলাম ফাহীম (কুমিল্লা), ৫. মিনহাজুল ইসলাম (দিনাজপুর)। বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন মুহতারাম আমীরে জামা‘আত।
যুবসমাবেশ :
ইজতেমার ২য় দিন সকাল ১০-টায় প্রস্তাবিত দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদ প্রাঙ্গণে পৃথক প্যান্ডেলে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে ‘যুবসমাবেশ’ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, সংগঠন যত শক্তিশালী হবে, নানা ধরনের বাধা তত দেখা দিবে। সে অবস্থায় আখেরাতের চেতনা সম্পন্ন যুবকরাই কেবল সংগঠনে টিকে থাকতে পারবে। আহলেহাদীছ আন্দোলনকে প্রত্যেক মানুষের নিকট পৌঁছে দেয়ার জন্য দুনিয়াবী লোভ-লালসার ঊর্ধেব থেকে ‘আহলেহাদীছ যুবসংঘ’-এর সদস্যদেরকে দিন-রাত দাওয়াত ও সংগঠনে মনোনিবেশ করতে হবে। আমাদের উপর ফরয দায়িত্ব হ’ল দাওয়াত দেওয়া। আর দাওয়াতকে বিজয়ী করার দায়িত্ব আল্লাহর। আর আল্লাহর রহমত নির্ভর করে আমাদের অকুণ্ঠ ত্যাগ ও নিঃস্বার্থ প্রচেষ্টার উপর। ‘জামা‘আতের উপর আল্লাহর হাত থাকে’। অতএব সংগঠনকে মযবূত করুন এবং আন্দোলনকে এগিয়ে নিন। বিশুদ্ধ ও শান্তিপূর্ণ দাওয়াতকেই মানুষ গ্রহণ করবে। অশুদ্ধ ও মনগড়া দাওয়াত সমূহ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে। তিনি ইজতেমা থেকে ফিরে গিয়ে সকলকে স্ব স্ব এলাকায় দুর্বার গতিতে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন পাকিস্তানী মেহমান ড. ইদরীস যুবায়ের এবং ইজতেমায় আগত অন্যতম মেহমান আমীরে জামা‘আতের কারাসাথী বেক্সিমকো গ্রুপ-এর মাননীয় ভাইস চেয়ারম্যান সালমান এফ. রহমান। এ সময়ে সমবেত যুবকদের উদ্দেশ্যে সালমান এফ. রহমান বলেন, দেশে শান্তি-শৃংখলার মূল হচ্ছে যুবসমাজ। যুবকরা সত্যিকার অর্থে কুরআন ও ছহীহ সুন্নাহর অনুসারী হ’লে সমাজে স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি বলেন, বর্তমান বিশ্বে মুসলমানদেরকে নানাভাবে হেনস্তা করা হচ্ছে। এজন্য মুসলমানদের পারস্পরিক অনৈক্য যেমন দায়ী, তেমনি তাদের মধ্যে সৃষ্ট চরমপন্থী আক্বীদাও সমানভাবে দায়ী। তিনি এ বিষয়ে ‘আহলেহাদীছ আন্দোলন’ ও ‘যুবসংঘে’র সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
বিদেশী মেহমান ড. ইদরীস যুবায়ের তাঁর ভাষণে বলেন, আজ মুসলমানদের মধ্যে যে বিভক্তি রয়েছে, তার একটিই কারণ হ’ল কুরআন ও সুন্নাহর জ্ঞান থেকে দূরে সরে যাওয়া। যখন আমরা কুরআন ও সুন্নাহকে সার্বিকভাবে আঁকড়ে ধরতে পারব, তখনই আমাদের পরস্পরের মধ্যে মহববত সৃষ্টি হবে এবং জীবন ও মরণ একই লক্ষ্যে পরিচালিত হবে। এজন্য তিনি দ্বীনের বিশুদ্ধ জ্ঞান অর্জনে বিশেষ গুরুত্বারোপ করেন এবং এই জ্ঞানই মুসলমানদের অবস্থানকে বুলন্দ করবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, যুবকরাই জাতির সঠিক কর্ণধার। আমরা আপনাদের এই সংগঠিত রূপ দেখে গভীর সন্তোষ প্রকাশ করছি এবং আপনাদের আন্দোলনের শনৈঃশনৈ উন্নতির জন্য দো‘আ করছি।
উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আমীনুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ, ‘আহলেহাদীছ আন্দোলন’, সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। যেলা দায়িত্বশীলদের মধ্য থেকে বক্তব্য রাখেন ‘যুবসংঘ’ সাতক্ষীরা যেলার সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান, নারায়ণগঞ্জ যেলা সাধারণ সম্পাদক মাহফূযুর রহমান, বগুড়া যেলা সভাপতি আল-আমীন, কুমিল্লা যেলা সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ, চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলার সভাপতি আনোয়ার হোসাইন ও নরসিংদী যেলার সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। সমাবেশে যুবসংঘের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, অনুষ্ঠানে ‘যুবসংঘে’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ড. শিহাবুদ্দীন আহমাদ ও ড. নূরুল ইসলামকে পি.এইচ-ডি ডিগ্রী লাভের জন্য সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অন্যান্য সাংগঠনিক রিপোর্ট
(৩) দাওকান্দী, দূর্গাপুর, রাজশাহী ৮ই জানুয়ারী‘১৮ সোমবার : অদ্য বাদ মাগরিব দাওকান্দী আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দাওকান্দী এলাকা কর্তৃক আয়োজিত আব্দুল আযীযের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি ফুরকান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(৪) বাঁকাল মাদরাসা, সাতক্ষীরা ১৮ই জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদরাসায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাতক্ষীরা বাঁকাল মাদরাসা এলাকা গঠন উপলক্ষে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা এলাকা সভাপতি নাফীস আব্দুল্লাহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুছ ছামাদ ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক শফিউল্লাহ, তাবলীগ সম্পাদক নাজমুল আহসান প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে মাশরাফী আদনান ও ইসলামী জাগরণী পরিবেশন করে সোহেল রানা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু তাহের। উল্লেখ্য যে, অত্র যেলার বাৎসরিক অডিট করা হয়।
(৫) লাল জুম‘আ, ডিমলা, নীলফামারী ২২শে জানুয়ারী ‘১৮ সোমবার :
অদ্য বাদ ৯.০০ঘটিকা হ’তে লাল জুম‘আ আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’-এর যেলা অডিট ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি মুহাম্মাদ আশরাফ আলী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুর রশীদ আখতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. মুহাম্মাদ সিরাজুল ইসলাম, যয়নুল আবেদীন, ও ‘সোনামণি’ যেলা পরিচালক আব্দুল খালেক সুজন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন কাওছার আহমাদ ও সঞ্চালনা করেন আব্দুর রহমান। কর্মী সম্মেলন পরবর্তী বাদ এশা সৈয়দপুর শহর আহলেহাদীছ জামে মসজিদে প্রধান অতিথি ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুর রশীদ আখতার মাসিক তা‘লীমী বৈঠকে যোগদান করেন।
(৬) কৌইমারী, জলঢাকা, নীলফামারী ২১শে জানুয়ারী ‘১৮ রবিবার :
অদ্য বাদ আছর কৌইমারী আহলেহাদীছ জামে মসজিদে এক মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত তাবলীগী ইজতেমা ডা. মুহাম্মাদ সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুর রশীদ আখতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মাদ আব্দুল জলীল ও মুহাম্মাদ আব্দুর রহমান। উক্ত অনুষ্ঠান কুরআন তেলাওয়াত করেন হাবিবুল্লাহ ও ইসলামী জাগরণী পরিবেশন করেন কাওছার আহমাদ।
(৭) বড়গাছী, পবা, রাজশাহী ১৬ই জানুয়ারী‘১৮ মঙ্গলবার :
অদ্য বাদ আছর বড়গাছী আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’ বড়গাছী এলাকা কর্তৃক আয়োজিত এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি কামারুযযাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর রাজশাহী সদর সাংগঠনিক যেলার প্রচার সম্পাদক আব্দুল মুত্তালিব। রাকিবুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।