সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 189 বার পঠিত

কেন্দ্রীয় শিক্ষা সফর ২০২৩ : সিলেট

সিলেট, মৌলভীবাজার ২৮ ও ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার : উক্ত তারিখে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে ৫ম বার্ষিক ‘কেন্দ্রীয় শিক্ষা সফর’ অনুষ্ঠিত হয়। দু’দিন ব্যাপী উক্ত শিক্ষা সফরে অংশগ্রহণ করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী, সহ-সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, প্রচার সম্পাদক আহমাদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আজমাল, সমাজ কল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ ও দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। এছাড়াও ‘যুবসংঘে’র সাবেক সভাপতি এবং হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক সহ-সভাপতি এবং আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল, আহলেহাদীছ পেশাজীবী ফোরামের সভাপতি ডা. শওকত হাসান, আল-‘আওনের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব, ও সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির সহ দেশের ২৪টি সাংগঠনিক যেলা থেকে মোট ১৩৮জন কর্মী ও সুধী অংশগ্রহণ করেন। শিক্ষা সফরের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘে’র সভাপতি ইমরান হাসিন আল-আমীন এবং সাধারণ সম্পাদক রবীউল ইসলাম প্রমুখ।

সফরকারীরা ২৭শে সেপ্টেম্বর রাতে রূপগঞ্জ নারায়ণগঞ্জের পূর্বাচল নতুন শহরে অবস্থিত মারকাযুস সুন্নাহ আস-সালাফী মাদ্রাসায় একত্রিত হন। এসময় সফরকারীদের উষ্ণ অভ্যর্থনা জানান ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং উক্ত মাদ্রাসার অধ্যক্ষ ইহসান ইলাহী যহীর। অতঃপর রাতের খাবার শেষে মাদ্রাসা সংলগ্ন মসজিদে সফরের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম এবং সহ-সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ। অতঃপর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানীর নছীহতান্তে রাত ১-টা নাগাদ ৩টি বাস যোগে সফরের দো‘আ পাঠের মাধ্যমে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে যাত্রা বিরতি দিয়ে হাইরোড সংলগ্ন বায়তুল মোয়াযযাম জামে মসজিদে ফজরের ছালাত আদায় করা হয়। এসময় অত্র মসজিদের মাযহাবী ইমামকে দাওয়াত দেয়া হয় এবং বিভিন্ন লিফলেট, প্রচারপত্র ও বই-পুস্তক হাদিয়া দেয়া হয়। অতঃপর পুনরায় যাত্রা শুরু করে সকাল ৮.৩০-টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের অপর পাশে ভানুগাছ রোড সংলগ্ন একটি খাবার হোটেলে যাত্রা বিরতি দিয়ে সকালের নাশতা করা হয়। নাশতা শেষে সফরের প্রথম স্পট হামহাম জলপ্রপাতের উদ্দেশ্যে পুনরায় গাড়ি ছেড়ে যায়। ১৪৭ অথবা ১৭০ ফুট উঁচু হামহাম জলপ্রপাত মৌলভীবাজার যেলার কমলগঞ্জ উপযেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায় অবস্থিত। চায়ের রাজধানী শ্রীমঙ্গলের অঁাকাবঁাকা রাস্তার দু’ধারে উঁচু-নিচু লাল মাটির ভূমি আর ছোট্ট টিলায় পরিপাটি করে লাগানো সবুজ চা বাগানের মনোরম দৃশ্য দেখতে দেখতে কলাবন পাড়ার মাথায় এসে বাস থামে। সেখান থেকে ইজি বাইক যোগে সফরকারী দল কলাবন পাড়ার শেষে এবং রাজকান্দির অগ্রভাগে এসে পেঁŠছায়। সেখান থেকে আনুমানিক ২ ঘণ্টা হেঁটে প্রায় সাড়ে সাত কিলোমিটার পাহাড়ী গহীন জঙ্গলের উঁচু-নিচু টিলা অতিক্রম করে বনের প্রান্ত সীমায় হামহাম জলপ্রপাতের দেখা পাওয়া যায়। কালো পাথরের গা ছুঁয়ে তীব্র বেগে আছড়ে পড়া পানিতে শরীর ভেজানোর সাথে সাথে সফরকারীদের সমস্ত কষ্ট ও ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। সকলেই পানিতে নেমে শৈশবের হর্ষ উল্লাসে মেতে উঠে। অতঃপর পুনরায় ২ ঘণ্টার দুর্গম পথ পাড়ি দিয়ে তীব্র ক্ষুধা আর দম বন্ধ হওয়া ক্লান্তি নিয়ে কর্মীরা প্রায় বিকাল ৪-টা নাগাদ কলাবনে ফিরে আসে।

সেখান থেকে আবার বাদ মাগরিব শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের সেই খাবার হোটেলে এসে দুপুরের খাবার খাওয়া হয়। এসময় পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী সিলেট শহরের কুমারপাড়ায় অবস্থিত আত-তাক্বওয়া মসজিদ এ্যান্ড ইসলামিক সেন্টারে আয়োজিত যুব সমাবেশে যোগ দেয়ার জন্য কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম এবং হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব প্রাইভেট কার যোগে রওয়ানা হন। অন্যরা সেখানে খাবার গ্রহণ শেষে সামান্য বিশ্রাম নিয়ে যুব সমাবেশে যোগ দেয়ার জন্য যাত্রা করে রাত ১০-টায় কুমারপাড়ায় পেঁŠছে। যেলা ‘যুবসংঘে’র সভাপতি তোফায়েল আহমাদের সভাপতিত্বে আয়োজিত উক্ত যুবসমাবেশে তিন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও আরও বক্তব্য প্রদান করেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম এবং আত-তাক্বওয়া মসজিদের মুতাওয়াল্লী জনাব আব্দুছ ছবুর চৌধুরী। কেন্দ্রীয় দায়িত্বশীল ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র সাবেক তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, আত-তাক্বওয়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কালাম মাহমূদ সরকার, সিলেট-উত্তর যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক মাওলানা রূহুল আমীন, সিলেট-দক্ষিণ যেলা ‘আন্দোলনে’র সভাপতি জাবের আহমাদ, উপদেষ্টা শাহীন আলম, যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি গোলাম আযম প্রমুখ। যুব সমাবেশ শেষে রাতের খাবার খাওয়া হয় এবং পার্শ্ববর্তী সোবহানী ঘাট রোজ ভিউ পয়েন্টে হোটেল আস-সালীমে রাত্রি যাপন করা হয়।

দ্বিতীয় দিন ২৯শে সেপ্টম্বর বাদ ফজর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সফরকারীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এসময় তারা উভয়ে কর্মীদের সুশৃঙ্খলভাবে সফর উপভোগ এবং দায়িত্বশীলদের প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শনের তাকীদ দেন। অতঃপর সকাল ৭-টায় ২য় দিনের ১ম স্পট সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরবর্তী কোম্পানীগঞ্জ উপযেলায় অবস্থিত ভোলাগঞ্জ সাদাপাথরের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায় এবং সকাল ৮-টায় সেখানে পেঁŠছায়। সকালের মিষ্টি রোদে মেঘালয় পাহাড় বেষ্টিত সাদাপাথর এলাকার সৌন্দর্য যে কাউকে বিমোহিত করবে। যতদূর দৃষ্টি যায় পায়ের নিচে বিছানার ন্যায় শুধু পাথর আর পাথর বিছানো। তারই মাঝখান দিয়ে ভারতের ধলাই নদী থেকে বেয়ে আসা অপ্রতিরোধ্য স্বচ্ছ পানি সূর্যের আলো পড়ে আয়নার মত ঝকঝক করছে। এমন অনিন্দ্য সুন্দর দৃশ্য দেখে সফরকারীরা কেউ হঁাটু পানিতে নেমে পড়ে আবার অনেকেই গোসলে নেমে যায়। যাহোক সাদাপাথর দেখে সকালের নাশতা সেরে সকাল ১১-টায় রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু সোয়াম্প ফরেস্টের রাস্তা সরু হওয়ায় যানজট সৃষ্টি হ’লে রাতারগুল না দেখেই সেখান থেকে পরবর্তী স্পট জাফলংয়ের দিকে গাড়ি যাত্রা করে। গাড়ি যতই সামনে এগোতে থাকে রাস্তার দু’পাশে মেঘালয়ের বিশাল পাহাড়গুলো দেখে মনে হয় যেন সম্পূর্ণ জাফলং একটি গোলাকার পাহাড় বেষ্টনীর মধ্যে অবস্থিত। এভাবেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে বিকাল ৩.৩০-টায় জাফলং জিরো পয়েন্টে পৌঁছে প্রথমেই যোহর ও আছরের ছালাত জমা-কছর করা হয়। অতঃপর পার্শ্ববর্তী একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে যে যার মত নদীতে নেমে পড়ে। ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নদী জাফলংয়ে প্রবেশ করে পিয়াইন নাম ধারণ করেছে। সে নদীর ভয়ংকর স্রোতে অবগাহন করে ফেরার প্রস্ত্ততি গ্রহণ করা হয়।

উল্লেখ্য যে, এদিন বাদ মাগরিব থেকে যেলা ‘যুবসংঘে’র সভাপতি তোফায়েল আহমাদের সভাপতিত্বে কাপাউড়ায় ইসলামী সেমিনারের আয়োজন করা হয়। সেখানে যোগদান করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক সহ-সভাপতি ড. নূরুল ইসলাম এবং আহলেহাদীছ পেশাজীবী ফোরামের সভাপতি ডা. শওকত হাসান প্রমুখ। সময় স্বল্পতার কারণে অন্যরা সেমিনারে অংশগ্রহণ করতে পারেননি। অতঃপর হরিপুরে যাত্রাবিরতি করে রাতের খাবার শেষে রাত ১২-টা নাগাদ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। অতঃপর সফরকারীগণ ঢাকা থেকে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। ফালিল্লাহিল হামদ।

কৃতি ছাত্র সংবর্ধনা

সাতক্ষীরা ২১শে অক্টোবর’২৩, শনিবার : অদ্য বাদ ফজর যেলার বঁাকালস্থ দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসায় যেলা ‘যুবসংঘে’র কার্যালয়ে বাৎসরিক যেলা অডিট শুরু হয়। এতে কেন্দ্রীয় মেহমান হিসাবে অডিট সম্পন্ন করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজাহিদুর রহমান এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। একই দিন বিকাল ৩-টা হতে যেলার খড়িবিলাস্থ মোযাফফর গার্ডেন এ্যান্ড রিসোর্ট সেন্টার অডিটোরিয়ামে কৃতি ছাত্র সংবর্ধনা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলনে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজাহিদুর রহমান এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলনে’র কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, যেলা ‘আন্দোলনে’র উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

যেলা অডিট

পাবনা ২২শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় হ’তে পাবনা যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল গাফফারের সভাপতিত্বে মাদারবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা অডিট অনুষ্ঠিত হয়। পাবনা যেলা ‘যুবসংঘে’র অডিট করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক আসাদুল্লাহ আল-গালিব। উল্লেখ্য যে, বাদ আছর খয়েরসূতী আহলেহাদীছ জামে মসজিদে পাবনা সদর উপযেলা ‘যুবসংঘে’র কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুহাম্মাদ ছানাউল্লাহকে সভাপতি ও মুহাম্মাদ মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট উপযেলা কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুর রহমান ত্বালহা বিন ইউনুস এবং জাগরণী পরিবেশন করেন কেরামত আলী।

বিরামপুর, দিনাজপুর-পূর্ব, ৫ই অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব দারুস-সালাম মাদ্রাসায় ‘যুবসংঘ’ দিনাজপুর পূর্ব সাংগঠনিক যেলার অডিট ও তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অডিটে অডিটর হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর।

আরামনগর, জয়পুরহাট ৬ই অক্টোবর শুক্রবার : অদ্য বেলা ১১-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, জয়পুরহাটে যেলা ‘যুবসংঘে’র অডিট অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মোস্তাক আহমাদ সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অডিটে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব।

শাসনগাছা, কুমিল্লা ২১শে অক্টোবর ২০২৩ শনিবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স, শাসনগাছা, মাষ্টারপাড়ায় কুমিল্লা যেলা ‘যুবসংঘে’র অডিট অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ রূহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অডিটে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুল্লাহ।

গাংনী, মেহেরপুর ২৪শে অক্টোবর মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় গাংনী শহর আহলেহাদীছ জামে মসজিদ, মেহেরপুরে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত করা হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। উল্লেখ্য যে বাদ আছর ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মেহেরপুর যেলা ‘যুবসংঘে’র অডিট সম্পন্ন করেন।

দেলধা, টাঙ্গাইল ২৮শে অক্টোবর শনিবার : অদ্য বাদ মাগরিব দেলধা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘে’র এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পদক মুহাম্মাদ আজমাল ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। উল্লেখ্য যে বাদ আছর ‘যুবসংঘে’র কেন্দ্রীয় মেহমানদ্বয় অত্র যেলা অডিট সম্পন্ন করেন।

সূধী সমাবেশ

ক্ষেতলাল, জয়পুরহাট ২০শে অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ জয়পুরহাট যেলা ‘আন্দোলনে’র ক্ষেতলাল উপযেলা পুনর্গঠন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম।

কালাই, জয়পুরহাট, ২০শে অক্টোবর ২০২৩ শুক্রবার : অদ্য বাদ আছর কালাই পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে কালাই উপযেলা ‘আন্দোলনে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম।

বাঘবেড়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ২৮শে অক্টোবর শনিবার : অদ্য বাঘবেড় শাখা ‘আন্দোলন’ পুনর্গঠন উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি ডা. সাইফুল ইসলাম নাঈমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর।

প্রশিক্ষণ

তেঙ্গা, চট্টগ্রাম, ২৭শে অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ আল-মারকাযুল ইসলামী আস সালাফী, চট্টগ্রামে যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি জসিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সভাপতি হাফেয শেখ সাদী ও সাধারণ সম্পাদক আরজু হোসাইন সাবিবর। যেলা ‘যুবসংঘে’র দায়িত্বশীলদের পাশাপাশি সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ করেন।

শেখ জামাল, রংপুর পশ্চিম ২রা নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ এশা শেখ জামাল জামে মসজিদে রংপুর-পশ্চিম যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মতীউর রহমানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর।

আল-হেরা শিল্পীগোষ্ঠী

টাঙ্গাইল, ২৬শে অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলা সদরের কাকুয়া ইউনিয়নস্থ দেলধা আহলেহাদীছ জামে মসজিদে টাঙ্গাইল যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে যেলা ‘আলহেরা শিল্পীগোষ্ঠী’ ও ‘আল-‘আওনে’র কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সহ-সভাপতি মাওলানা ইউসুফ ছিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ‘আল-হেরা শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আজমাল ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে মুহাম্মাদ মুনীরুযযামানকে পরিচালক করে টাঙ্গাইল যেলা ‘আল-হেরা’র কমিটি এবং আল-আমীনকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি গঠন করা হয়।

সাপ্তাহিক তা‘লীমী বৈঠক

নওদাপাড়া মারকায ২৬শে অক্টোবর বৃহস্পতিবার : আদ্য বাদ মাগরিব আল-মারকাযুল ইসলামী আস সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পশ্চিম র্পাশ্বস্থ অস্থায়ী জামে মসজিদে ‘যুবসংঘ’ মারকায এলাকার উদ্যোগে সাপ্তাহিক তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিনারুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব। ‘যুবসংঘ’ মারকায এলাকার সহ-সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কুরআন তেলাওয়াত করেন মারকাযের ছাত্র আবুবকর ছিদ্দীক এবং জাগরণী পরিবেশন করেন সাবিবর আহমাদ।




আরও