সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 337 বার পঠিত
১. প্রশ্ন : বদর যুদ্ধ বিষয়ে কোন সূরা নাযিল হয়?
উত্তর : সূরা আনফাল।
২. প্রশ্ন : কার নেতৃত্বে মদীনার নামকরা ইহূদী পঁুজিপতি ও কবি কা‘ব বিন আশরাফকে হত্যা করা হয়?
উত্তর : আউস গোত্রের মুহাম্মাদ বিন মাসলামাহ (রাঃ)।
৩. প্রশ্ন : মদীনার প্রসিদ্ধ ইহূদী গোত্র বনু ক্বায়নুক্বা কতদিন মুসলমানদের হাতে অবরুদ্ধ থেকে আত্মসমর্পণ করে?
উত্তর : ১৫ দিন।
৪. প্রশ্ন : মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই কোন গোত্রভুক্ত ছিলেন?
উত্তর : খাযরাজ গোত্রভুক্ত।
৫. প্রশ্ন : মদীনার সনদ কখন লিপিবদ্ধ করা হয়েছিল?
উত্তর : ৩য় হিজরীর রবীউল আউয়াল মাসে কা‘ব বিন আশরাফের হত্যাকান্ডের পরে।
৬. প্রশ্ন : বদর যুদ্ধের কত মাস পর ওহোদ যুদ্ধ সংগঠিত হয়?
উত্তর : ১১ মাস পর।
৭. প্রশ্ন : ওহোদ যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : ৩য় হিজরীর ৭ই শাওয়াল শনিবার সকালে।
৮. প্রশ্ন : ওহোদ পাহাড়ের কোন অংশে ওহোদ যুদ্ধ সংগঠিত হয়?
উত্তর : ‘কুনাত’ উপত্যকায়।