শব্দজট

তাওহীদের ডাক ডেস্ক 207 বার পঠিত

উপর-নীচ : ১. সর্বশেষ আসমানী কিতাব। ২. শব্দহীন। ৩. আল্লাহর একত্ব। ৪. আল্লাহর গুণবাচক নাম। ৬. সাহসী ব্যক্তির অপর নাম। ৭. জ্ঞান-এর আরবী প্রতিশব্দ। ৮. পাপ থেকে ফেরার উপায়। ৯. অনুগ্রহ, অনুকম্পা। ১০. অতি উচ্চ যিনি।

পাশাপশি : ১. আল্লাহর নৈকট্যের জন্য যিলহজ্জ মাসে যা যবেহ করা হয়। ৩. প্রত্যেক বান্দার জন্য আল্লাহর নির্ধারণ। ৫. যিনি নবুঅত প্রাপ্ত হয়েছেন। ৭. আল্লাহর সন্তুষ্টির জন্য কৃত কাজ। ৯. আল্লাহর প্রথম সৃষ্টি। ১১. অনুমান। ১২. কুরআন নাযিলের মাস।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১০

 

 

 

 

 

 

 

 

 

 

১১

 

 

 

 

 

১২

 

 

 

প্রতিযোগীর নাম : ................................................

মোবাইল :..........................................................

ঠিকানা :.............................................................

দৃষ্টি আকর্ষণ :

শব্দজট প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণকে সঠিক উত্তর লিখে নাম-ঠিকানাসহ ২০শে ডিসেম্বর’২৩-এর প্রেরণ করতে হবে। সঠিক উত্তরদাতাকে পুরষ্কৃত করা হবে। শব্দজট পাঠানোর নিয়ম-

(১) নির্ধারিত অংশ কেটে বিভাগীয় সম্পাদক, শব্দজট, তাওহীদের ডাক, নওদাপাড়া, রাজশাহী- এই ঠিকানা প্রেরণ করতে হবে।

(২) নির্ধারিত অংশ পূরণ করার পর গোটা পৃষ্ঠার ছবি তুলে ০১৭৬৬-২০১৩৫৩ নাম্বারে হোয়াটসআপে পাঠিয়ে দিতে হবে।

সতর্কীকরণ :

কোনভাবেই কাটাকাটি, ফটোকপি করে পূরণ বা কোন ধরনের অসদুপায় অবলম্বন গ্রহণযোগ্য নয়।

০১৪০৪-৫৩৬৭৫৪



আরও