সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 466 বার পঠিত

  1. প্রশ্ন : ওহোদ যুদ্ধে কুরায়েশ বাহিনীর প্রস্ত্ততির খবর রাসূল (ছাঃ)-এর কাছে পত্রযোগে কে প্রেরণ করেন?

উত্তর : রাসূল (ছাঃ)-এর চাচা আববাস।

  1. প্রশ্ন : ওহোদ যুদ্ধে কুরায়েশ ও মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?

উত্তর : কুরায়েশ ৩ হাযার এবং মুসলমান ৭ শত সৈন্য।

  1. প্রশ্ন : ওহোদ যুদ্ধে কুরায়েশ বাহিনীর অধিনায়ক কে ছিল?

উত্তর : আবু সুফিয়ান।

  1. প্রশ্ন : ওহোদ যুদ্ধে রাসূল (ছাঃ) কতজন সাথী নিয়ে পিছন থেকে সৈন্য পরিচালনা করেন?

উত্তর : ৭ জন আনসার ২ জন মুহাজির সহ মোট ৯।

  1. প্রশ্ন : ‘সাইয়িদুশ শুহাদা’ হযরত হামযা বিন আব্দুল মুত্ত্বালিব ওহোদ যুদ্ধে কতজন শত্রুসেনাকে হত্যা করেন?

উত্তর : ৩০ জনের অধিক শত্রুসেনাকে হত্যা করেন।

  1. প্রশ্ন : ওহোদ যুদ্ধ সম্পর্কে আলে-ইমরান সূরায় কতটি আয়াত নাযিল হয়?

উত্তর : ১২১ হ’তে ১৭৯ পর্যন্ত পরপর ৬০টি আয়াত।

  1. প্রশ্ন : কুরায়েশ তীরন্দায বাহিনীর অধিনায়ক কে ছিল?

উত্তর : আব্দুল্লাহ বিন রাবী‘আহ।

  1. প্রশ্ন : হিজরতের পূর্বে মদীনার আউস গোত্রের সর্দার ও ধর্মযাজক কে ছিল?

উত্তর : আবু ‘আমের আর-রাহেব।

  1. প্রশ্ন : ওহোদ যুদ্ধে কার নিক্ষিপ্ত পাথরের আঘাতে রাসূল (ছাঃ)-এর ডান দিকের নীচের রুবাঈ দঁাতটি ভেঙ্গে যায় ও নীচের ঠোটটি আহত হয়?

উত্তর : উৎবাহ বিন আবু ওয়াকক্বাছ।

  1. প্রশ্ন : কে বাসর ঘর ছেড়ে যুদ্ধের ময়দানে হাযির হন?

উত্তর : হানযালা বিন আবু ‘আমের আর-রাহেব।

  1. প্রশ্ন : মুসলিম বাহিনীর পতাকাবাহী মদীনায় প্রেরিত ইসলামের প্রথম দাঈ-এর নাম কী?

উত্তর : বীর কেশরী মুছ‘আব বিন ওমায়ের (রাঃ)।

  1. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর চাচা হামযাহ বিন আব্দুল মুত্ত্বালিব (রাঃ)-কে কার সাথে একই কবরে দাফন করা হয়?

উত্তর : রাসূলের ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহশ।

  1. প্রশ্ন : ওহোদ যুদ্ধের সময় কে ঢাল নিয়ে রাসূল (ছাঃ)-এর সামনে দঁাড়িয়ে যান?

উত্তর : আবু ত্বালহা (রাঃ)।

  1. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর দান্দান মুবারক শহীদ হওয়ার পর তাঁকে বঁাচানের জন্য লড়াই করে কোন দু’জন ছাহাবী শহীদ হন?

উত্তর : মুছ‘আব বিন উমায়ের এবং মালেক ইবনু সিনান।

  1. প্রশ্ন : সা‘দ বিন মু‘আয কখন ইসলাম কবুল করেন?

উত্তর : দ্বাদশ নববী বর্ষে ২য় বায়‘আতের পর।



আরও