সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 475 বার পঠিত

  1. প্রশ্ন : মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? উত্তর : অধ্যাপক মুহাম্মাদ রবীউল ইসলাম।
  2. প্রশ্ন : রেলপথের নিরাপত্তার জন্য নতুন করে কোন দু’টি রেলওয়ে থানা হচ্ছে?

উত্তর : দোহাজারী ও কক্সবাজার রেলওয়ে থানা।

  1. প্রশ্ন : বাংলাদেশে উৎপাদিত ঔষধ বিশ্বের কতটি দেশের রপ্তানি হচ্ছে? উত্তর : ১৫৭ টি দেশে।
  2. প্রশ্ন : দেশের প্রথমবারের মতো সরকারীভাবে পৃথিবীর বায়ুমন্ডলে আবহাওয়ার বার্তা সংগ্রহে কোন রকেট উৎক্ষেপণ করা হবে? উত্তর : একুশে-১।
  3. প্রশ্ন : বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে কতটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রয়েছে?

উত্তর : ৪২ টি।

  1. প্রশ্ন : পদ্মা সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? উত্তর : ১ই নভেম্বর ২০২৩। 
  2. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে মাথা পিছু ঋণ কত?

উত্তর : ৩৬৫ মার্কিন ডলার (প্রায়)।

  1. প্রশ্ন : দেশের প্রথম কৃষিবান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মাণ করা হবে? উত্তর : ফুলবাড়ী, কুড়িগ্রাম।
  2. প্রশ্ন : ১১ নভেম্বর ২০২৩ পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়? উত্তর : ৪৮টি
  3. প্রশ্ন : দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর : ৩.৩২।



আরও