শব্দজট

তাওহীদের ডাক ডেস্ক 237 বার পঠিত

উপর-নীচ : ১. ইসলামের ২য় যুদ্ধ। ২. ফরয ব্যতিরেকে অতিরিক্ত ইবাদতকে যা বলা হয়। ৪. রাসূলের নাম শুনলে যা পাঠ করা হয়। ৬. ইসলাম প্রতিষ্ঠায় শত্রুদের সাথে যে লড়াই। ৭. রাসূলের একটি খচ্চরের নাম। ৮. রাসূলের এক চাচার নাম। ৯. বহু নবীর নিকট আল্লাহ যে গ্রন্থ প্রেরণ করেছেন। ১১. দয়ার সমর্থক শব্দ।

পাশাপশি : ১. ইসলামের ৩য় খলীফার নাম। ৩. দাদা আব্দুল মুত্ত্বালিবের রাখা শেষনবীর নাম। ৫. রাসূলের জন্য যেই মাকামের প্রার্থনা আযানের দো‘আ করা হয়। ৬. নবী-রাসূলদের নিকট যিনি অহি নিয়ে আসেন। ৮. রাসূল (ছাঃ)-এর কথা, কাজ, অনুমোদন ও মৌনসম্মতিকে যা বুঝানো হয়। ১০. ইসলামের প্রথম যুদ্ধ। ১২. রাসূলের শহরের নাম।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১০

 

১১

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১২

 

 

 

 

 

 

     

প্রতিযোগীর নাম : .................................................শ্রেণী : ............................... শাখা :......................মোবাইল : ..........................................................প্রতিষ্ঠানের নাম/ঠিকানা :................................................................................................................।

۩ গত সংখ্যার বর্ণের খেলার উত্তর :

* মারকায ১. মেহমান ২. রহমত ৩. দরকার ৪. হযরত

গত সংখ্যায় অংশগ্রহণকারীদের মধ্য হ’তে লটারীর মাধ্যমে পুরস্কার প্রাপ্ত ৩ জন হলেন,১ম আল-মুনতাহিম, মারকায (বালক শাখা); ২য় উম্মে সাইমা, মারকায (মহিলা শাখা); ৩য় মুহাম্মাদ রিফাত আলী (বালক শাখা)।

* (১) নির্ধারিত অংশ কেটে নিম্নের ঠিকানায় পাঠাতে হবে-

বিভাগীয় সম্পাদক, আইকিউ, তাওহীদের ডাক, নওদাপাড়া, আমচত্ত্বর, রাজশাহী। ০১৭৬৬-২০১৩৫৩।

: (২) নির্ধারিত অংশ পূরণ করার পর গোটা পৃষ্ঠার ছবি তুলে ০১৭৬৬-২০১৩৫৩ নাম্বারে হোয়াটসআপ করতে হবে।

    * সতর্কীকরণ : কোনরূপ কাটাকাটি বা ফটোকপি করে পূরণ বা যে কোন ধরনের অসদুপায় অবলম্বন গ্রহণযোগ্য নয়।



    আরও