প্রশ্ন : ওহোদ যুদ্ধে শহীদ দুই বৃদ্ধের নাম কি?
উত্তর : হযরত ইয়ামান ও ছাবিত বিন ওয়াক্বশ (রাঃ)।
- প্রশ্ন : কোন ছাহাবীর ঝুলে পড়া চোখ রাসূল যথাস্থানে ঢুকিয়ে দিলে তার সৌন্দর্য বৃদ্ধি পায় ও দৃষ্টিশক্তি আগের চেয়ে তীক্ষ্ণ হয়?
উত্তর : ক্বাতাদাহ বিন নু‘মান (রাঃ)-এর চোখ।
- প্রশ্ন : রাসূল (ছাঃ)-কে হামলাকারী উবাই বিন খালাফকে মারার জন্য কে বর্শা নিক্ষেপ করেছিলেন?
উত্তর : হারেছ ইবনুছ ছিম্মাহ্ (রাঃ)।
- প্রশ্ন : আনাস বিন নাযারের শরীরে কতটি যখম ছিল?
উত্তর : ৮০টির অধিক যখম লেগেছিল।
- প্রশ্ন : যুদ্ধ শেষে কোন ছাহাবীর সন্ধানে রাসূলুল্লাহ (ছাঃ) যায়েদ বিন ছাবিতকে পাঠান।
উত্তর : সা‘দ বিন রবী‘-এর সন্ধানে।
- প্রশ্ন : সা‘দ বিন রবী‘-এর শরীরে কতটি যখম ছিল?
উত্তর : ৭০-এর অধিক।
- প্রশ্ন : ওহোদ যুদ্ধে কোন দু’জন শহীদ এক ওয়াক্তও ছালাত আদায় করেনি?
উত্তর : ‘আমর বিন ছাবিত আল-উছায়রিম ও আমর ইবনু উক্বাইশ।
- প্রশ্ন : ওহোদ যুদ্ধে ইসলামের পক্ষে লড়াই করেও জাহান্নামী কারা?
উত্তর : ‘কুযমান’ ও হারেছ বিন সুওয়াইদ বিন ছামেত।
- প্রশ্ন : রাসূল (ছাঃ) কাকে উত্তম ইহূদী বলেছেন?
উত্তর : মুখাইরীক্বকে।
- প্রশ্ন : কোন ছাহাবীকে ল্যাংড়া শহীদ বলা হয়?
উত্তর : ‘আমর ইবনুল জামূহকে।
- প্রশ্ন : ওহোদ যুদ্ধে শহীদ হামযা (রাঃ)-এর সাথে কাকে একই কবরে দাফন করা হয়?
উত্তর : আব্দুল্লাহ বিন জাহ্শকে।
- প্রশ্ন : কোন ছাহাবীর কাফনের কাপড়ে কমতি হ’লে ইযখির ঘাস দিয়ে পা ঢাকা হয়?
উত্তর : মুছ‘আব বিন ওমায়ের-এর।
- প্রশ্ন : কে মুছ‘আবকে রাসূল ভেবে হত্যা করেছিল?
উত্তর : আব্দুল্লাহ বিন ক্বামিআহ লায়ছী।
- প্রশ্ন : ওহোদ থেকে ফেরার পথে রাসূল (ছাঃ) কোন গোত্রের মহিলাদের কান্নার রোল শুনতে পেয়েছিলেন?
উত্তর : বনু আব্দিল আশহাল ও বনু যাফর গোত্রের।
- প্রশ্ন : ওহোদ যুদ্ধে কোন মহিলা তার স্বামী, ভাই ও পিতার শাহাদাতের খবর শুনে ইন্নালিল্লাহ পাঠ করেন?
উত্তর : ‘আমর ইবনুল জামূহর স্ত্রী হিন্দ নাম্মী।
- প্রশ্ন : মদীনার প্রথম ওয়াকফকৃত ভূমি কোনটি?
উত্তর : ‘মুখাইরীক্বের সাতটি খেজুর বাগান।