সংগঠন সংবাদ
তাওহীদের ডাক ডেস্ক
১. কালনী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৪ই মার্চ ২০২৪ বৃহস্পতিবার : অদ্য বাদ আছর কালনী মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে পূর্বাচল-উত্তর এলাকা ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান হাসিন আল-আমীন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমূদ ও যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি এম এ কারামত প্রমুখ।
২. কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৫ই মার্চ ২০২৪ শুক্রবার : অদ্য বাদ আছর থেকে ‘যুবসংঘ’ কাঞ্চন পৌর এলাকার উদ্যোগে কাঞ্চন-দক্ষিণ বাজারস্থ বাইতুছ ছালাহ জামে মাসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. সাইফুল ইসলাম নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব রফীকুল ইসলাম রফীক। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল মাহমূদ, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাফীযুর রহমান সোহেল, অর্থ সম্পাদক মুহাম্মাদ জালালুল কবীর, নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান হাসিন আল-আমীন, কাঞ্চন পৌর এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি মিনহাজ বিন মুনসুর আহমাদ প্রমুখ।
৩. হারুঞ্জা, কালাই, জয়পুরহাট, ১৮ই মার্চ ২০২৪ সোমবার : অদ্য বাদ আছর থেকে হারুঞ্জা কালাই জয়পুরহাটে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক নাজমুল হক ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মোস্তাক আহমাদ সারোয়ার। এছাড়াও যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র বিভিন্ন দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
৪. ময়মনসিংহ-দক্ষিণ ২৩শে মার্চ ২০২৪ শনিবার : অদ্য বাদ আছর থেকে ফরাজী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফীল আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ-দক্ষিণ ‘আন্দোলন’-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয় সম্পাদক আসাদ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুর রহমান। অন্যান্যদের মধ্যে আলোচনা পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আযীয, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ‘যুবসংঘ’-এর যেলা দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের। এছাড়া আরও উপস্থিত ছিলেন শাহবাগ থানার এএসপি সিরাজুল ইসলাম প্রমুখ।
৫. ধুরইল, মোহনপুর, রাজশাহী ২৩ শে মার্চ ২০২৪ শনিবার : অদ্য বাদ আছর ধুরইল পূর্ব পাড়া আহলেহাদীছ জামে মসজিদে মোহনপুর উপযেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যেলা সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর।
৬.পাখুরিয়া,শেরপুর-সদর ২৪শে মার্চ ২০২৪ রবিবার : অদ্য বাদ আছর শেরপুর-সদরের পাখুরিয়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। শেরপুর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য পেশ করেন শেরপুর সাংগঠনিক যেলার ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা একরামুল হক প্রমুখ।
৭. কড়িয়া বাজার, পাঁচবিবি, জয়পুরহাট, ২৫ শে মার্চ ২০২৪ সোমরবার : অদ্য বাদ আছর কড়িয়া বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফীলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আব্দুল মুন’ইম ও সাধারণ সম্পাদক নাজমুল হক। এছাড়াও যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র বিভিন্ন দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
৮. বেলতলা, তুষভান্ডার, লালমনিরহাট ২৮শে মার্চ ২০২৪ বৃহস্পতিবার : অদ্যবাদ যোহর কালীগঞ্জ উপযেলা ‘আন্দোলনে’-এর উদ্যোগে বেলতলা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপযেলা ‘আন্দোলনে’র সভাপতি মাওলানা মোহাম্মাদ মশীউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আব্দুল্লাহ আল-মাহমূদ।
৯. বান্টি বাজার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, ২৯শে মার্চ ২০২৪ শুক্রবার : অদ্য বাদ আছর বান্টি শাখা ‘যুবসংঘ’-এর উদ্যোগে বান্টি বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফীলের আয়োজন করা হয়। অত্র মসজিদের সভাপতি মুহাম্মাদ যহুরুল ইসলামের সভাপতিত্বে ও আড়াইহাজার ‘যুবসংঘ’-এর উপযেলা সভাপতি মুহাম্মাদ আরীফুল ইসলামের উদ্বোধনী ভাষণের মধ্যদিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ মুহাম্মাদ মাযহারুল মোল্লা। উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ইহসান ইলাহী যহীর ও নারায়ণগঞ্জ সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান হাসিন আল-আমীন।
১০. পাঁচরুখী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ৩০শে মার্চ ২০২৪ শনিবার : অদ্য বাদ আছর ‘যুবসংঘ’-এর পাঁচরুখী মাইজপাড়া শাখার উদ্যোগে মাইজপাড়া হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে এক আলোচনা সভা ইফতার ও মাহফীলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান হাসিন আল-আমীন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মাহফূযুর রহমান, সাধারণ সম্পাদক রবীউল হাসান, সাংগঠনিক সম্পাদক নাছির ভূইয়া এবং ‘যুবসংঘ’-এর আড়াইহাজার উপযেলার সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ।
১. বদরগঞ্জ, রংপুর-পূর্ব, ২রা এপ্রিল ২০২৪ মঙ্গলবার : অদ্য বাদ যোহর ঘৃলাই সোনাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ইফতার ও মাহফীলের আয়োজন করা হয়। বদরগঞ্জ উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ওছমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রংপুর-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আতীকুর রহমান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যেলা নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
১০. বাগানবাড়ী, জোড় বাগান, চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ ৫ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর বাগানবাড়ি, জোড় বাগান আহলেহাদীছ জামে মসজিদে চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ছালেহ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, আল-আওন চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণের সাবেক সভাপতি মুহাম্মাদ সুজন আলী, আল-আওন-এর বর্তমান সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন প্রমুখ।
ঝটিকা দাওয়াতী সফর
বগুড়া ২৯ শে মার্চ ২৪ শুক্রবার : অদ্য তারিখে বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে একযোগে ৩জন কেন্দ্রীয় মেহমান ও একজন কেন্দ্রীয় কাউন্সিল সদস্যকে নিয়ে ঝটিকা দাওয়াতী সফরের আয়োজন করা হয়।
(১) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর বগুড়া সদরের ভাটকান্দি উত্তরপাড়া বায়তুর রহমান জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। খুৎবা শেষে উপস্থিত যুবকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। অতঃপর বাদ আছর গাবতলী উপযেলাধীন হাসনাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে তা‘লীমী বৈঠকে বক্তব্য পেশ করেন।
(২) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব শেরপুর উপযেলাধীন খোকশাগাড়ী আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। খুৎবা শেষে উপস্থিত যুবকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। অতঃপর বাদ আছর শেরপুর উপযেলাধীন খোকশাগাড়ী আহলেহাদীছ জামে মসজিদে তা‘লীমী বৈঠকে বক্তব্য পেশ করেন।
(৩) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজ সম্পাদক ফয়ছাল মাহমূদ ধুনট উপযেলাধীন সাবগ্রাম চৌমাথা মসজিদুল হুদা জামে মসজিদ জুম‘আর খুৎবা প্রদান করেন। খুৎবা শেষে উপস্থিত যুবকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। অতঃপর বাদ আছর ধুনট উপযেলাধীন উত্তর কান্তনগর, বাঁশহাটাপাড়া আবু উবায়দা জামে মসজিদে তা‘লীমী বৈঠকে বক্তব্য পেশ করেন।
(৪) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সাজেদুর রহমান (দিনাজপুর) দুপচাঁচিয়া উপযেলাধীন খিহালী উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। খুৎবা শেষে উপস্থিত যুবকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। অতঃপর বাদ আছর দুপচাঁচিয়া উপযেলাধীন মাজিন্ডা আহলেহাদীছ জামে মসজিদে তা‘লীমী বৈঠকে বক্তব্য পেশ করেন। অতঃপর রাত সাড়ে ৯-টায় যেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ ছাবিবর আহমাদের প্রিন্টিং অফিসে যেলা সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক আব্দুর রঊফ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুজ্জামান ও অন্যান্য উপযেলা কয়েকজন দায়িত্বশীলদের সাথে কেন্দ্রীয় মেহমানগণ একত্রিত হয়ে সমাপনী পরামর্শ বৈঠকের মাধ্যমে উক্ত সফর সমাপ্ত হয়।
কর্মী প্রশিক্ষণ
মনিপুর, গাযীপুর-উত্তর ১লা মে ২০২৪ বুধবার : অদ্য বাদ সকাল ৯-টা হ’তে মনিপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাযীপুর-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে ‘যুবসংঘ’-এর যেলা সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ মিলন। উক্ত অনুষ্ঠানে যেলা দায়িত্বশীল সহ বিভিন্ন শাখা-এলাকা থেকে কর্মীরা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে।