বর্ণের খেলা
তাওহীদের ডাক ডেস্ক
* নির্দেশনা :
বৃত্তের প্রতিটি অংশে একটি করে অর্থবোধক শব্দ দেয়া আছে। তবে মনে রাখতে হবে, প্রতিটি ক্ষেত্রেই একটি কিংবা দু’টি অক্ষর খুঁজে পাবেন না। এ বর্ণগুলো বের করে পুনর্বিন্যাস করলে ঈদের দিনে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম পাওয়া যাবে।
? .........................
১.........................
২.........................
৩.........................
৪.........................
প্রতিযোগীর নাম : ................................................. শ্রেণী : ............................... শাখা :...................... মোবাইল : ...............................................প্রতিষ্ঠানের নাম/ঠিকান:........................................................................................।
* উপর-নীচ : ১. ওহোদ। ২. নফল। ৪. দরুদ। ৬. জিহাদ। ৭. দুলদুল। ৮. হামযাহ। ৯. ছহীফা। ১১. রহম।
পাশাপাশি : ১. ওছমান। ৩. মুহাম্মাদ। ৫. মাহমূদ। ৬. জিব্রাঈল। ৮. হাদীছ। ১০. বদর। ১২. মদীনা।
* গত সংখ্যায় শব্দজট অংশগ্রহণকারীদের মধ্য হ’তে লটারীর মাধ্যমে পুরস্কার প্রাপ্ত ৩ জন হলেন,১ম মায়মূনা মারিয়া, ৯ম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, (বালিকা শাখা); ২য় মুহাম্মাদ মাসউদ হাসান, মাহাদ-২য় (মারকায, বালক শাখা); ৩য় মুহাম্মাদ ফেরদৌস, ৭ম (ক), (মারকায, বালক শাখা)।
* (১) নির্ধারিত অংশ কেটে নিম্নের ঠিকানায় পাঠাতে হবে-
বিভাগীয় সম্পাদক, আইকিউ, তাওহীদের ডাক, নওদাপাড়া, আমচত্ত্বর, রাজশাহী। ০১৭৬৬-২০১৩৫৩
: (২) নির্ধারিত অংশ পূরণ করার পর গোটা পৃষ্ঠার ছবি তুলে ০১৭৬৬-২০১৩৫৩ নম্বরে হোয়াটসআপ করতে হবে।
* সতর্কীকরণ : কোনরূপ কাটাকাটি বা ফটোকপি করে পূরণ বা যে কোন ধরনের অসদুপায় অবলম্বন গ্রহণযোগ্য নয়।