সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 802 বার পঠিত

১. প্রশ্ন : গাযওয়া হামরাউল আসাদ কখন অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর : ৩য় হিজরীর ৮ই শাওয়াল।

২. প্রশ্ন : মদীনা থেকে হামরাউল আসাদের দূরত্ব কত?

উত্তর : মদীনা থেকে দক্ষিণ-পশ্চিমে ১২ কি. মি.।

৩. প্রশ্ন : ৪র্থ হিজরীর কোন যুদ্ধে ১৫০ জন ছাহাবী অংশগ্রহণ করেছিলেন?

উত্তর : সারিইয়া আবু সালামাহ।

৪. প্রশ্ন : সারিইয়া বি’রে মাঊনায় কোন ধরনের ছাহাবী ছিল?

৫. উত্তর : শীর্ষস্থানীয় ক্বারী ও বিজ্ঞ আলেম।

৬. প্রশ্ন : কা‘ব বিন যায়েদ কীভাবে শহীদ হন?

উত্তর : খন্দকের যুদ্ধে ১টি অজ্ঞাত তীরের আঘাতে।

৭. প্রশ্ন : সারিইয়া রাজী‘তে কতজন ছাহাবী শহীদ হন?

উত্তর : ‘আছেম সহ ৮জন।

৮. প্রশ্ন : শূলে চড়ার আগে কোন ছাহাবী দু’রাক‘আত নফল ছালাত আদায় করেন?

উত্তর : খোবায়েব বিন ‘আদী।

৯. প্রশ্ন : ‘তানঈম’ কোথায় অবস্থিত?

উত্তর : হারাম এলাকা থেকে ৬ কি. মি. উত্তরে।

১০. প্রশ্ন : বি’রে মাঊনার মর্মান্তিক হত্যাকান্ডে বেঁচে যাওয়া একমাত্র ছাহাবীর নাম কি?

উত্তর : ‘আমর বিন উমাইয়া যামরী।

১১. প্রশ্ন : কোন ছাহাবী খোবায়েবের হত্যাকান্ডের মর্মান্তিক ঘটনা স্মরণ করে মাঝে-মধ্যে বেহুঁশ হয়ে যেতেন?

উত্তর : ওমর (রাঃ)-এর গভর্নর সাঈদ বিন ‘আমের।

১২. প্রশ্ন : বনু নাযীর যুদ্ধর কত সনে সংঘটিত হয়?

উত্তর : ৪র্থ হিজরীর রবীউল আউয়াল মোতাবেক ৬২৫ খ্রিষ্টাব্দের আগস্ট মাস।

১৩. প্রশ্ন : বনু নাযীর যুদ্ধে কোন দু’জন ইহূদী ইসলাম গ্রহণ করে?

উত্তর : ইয়ামীন বিন ‘আমর ও আবু সা‘দ বিন ওয়াহাব।

১৪. প্রশ্ন : গাযওয়া দূমাতুল জান্দালের সময় কে মদীনার আমীর ছিলেন?

উত্তর : সিবা‘ বিন ‘উরফুত্বাহ আল-গিফারী।

১৫. প্রশ্ন : খন্দক যুদ্ধের অপর নাম কি? 

উত্তর : আহযাবের যুদ্ধ।

১৬. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ)-এর ‘হাওয়ারী’ কে ছিলেন?

উত্তর : যুবায়ের ইবনুল ‘আওয়াম (রাঃ)।

১৭. প্রশ্ন : খন্দক যুদ্ধের পরিখার আয়তন কত?

উত্তর : দৈর্ঘ্য ছিল ৫০০০ হাত, প্রস্থ ৯ হাত ও গভীরতা ৭ থেকে ১০ হাত।

১৮. প্রশ্ন : খন্দক যুদ্ধে মুসলিম বাহিনীর সৈন্যসংখ্যা কত ছিল?

উত্তর : ৩০০০ জন।



আরও