বার্ষিক কর্মী সম্মেলন-২০২৪

তাওহীদের ডাক ডেস্ক 319 বার পঠিত

যেলা পরিষদ মিলনায়তন, রাজশাহী, ১৩ই জুলাই’২৪ শনিবার : অদ্য সকাল ৯-টায় রাজশাহী যেলা পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সূরা হা-মিম-সাজদাহ্র ৩০-৩৫ আয়াত অর্থসহ তেলাওয়াত করেন ‘যুবসংঘ’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মারূফ। অতঃপর মারকায এলাকার আলহেরা শিল্পীগোষ্ঠী ইসলামী জাগরণী পরিবেশন করেন। এরপর স্বাগত ভাষণ প্রদান করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম ও উদ্বোধনী ভাষণ প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী।

অতঃপর যেলা প্রতিনিধিদের মধ্য থেকে পূর্ব নির্ধারিত বিষয়ে ভাষণ প্রদান করেন ‘যুবসংঘ’ গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, জয়পুরহাট যেলা সভাপতি মুশতাক আহমাদ সারোয়ার, ঝিনাইদহ যেলা সভাপতি মুহাম্মাদ হুসাইন, ঢাকা-দক্ষিণ যেলা সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মারূফ, ময়মনসিংহ-দক্ষিণ যেলা সভাপতি হাফেয এনামুল, গাযীপুর-দক্ষিণ যেলা সভাপতি মুহাম্মাদ আল-ইমরান, দিনাজপুর-পূর্ব যেলা সভাপতি সাইফুর রহমান, রাজশাহী কলেজের সভাপতি মুহাম্মাদ জাহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রবীউল ইসলাম, ফেনী যেলা সভাপতি ইমরান গাযী ও বরিশাল যেলা সভাপতি কায়েদ মাহমূদ ইমরান।

কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্য থেকে ভাষণ প্রদান করেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে ভাষণ প্রদান করেন ‘যুবসংঘে’র সাবেক সহ-সভাপতি ও আল-‘আওন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মুখতারুল ইসলাম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের চিকিৎসা ও মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তরুণ হাসান, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম, ‘যুবসংঘ’ মদীনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাফেয আব্দুল মতীন মাদানী, ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা জালালুদ্দীন, সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ‘আন্দোলনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘আন্দোলনে’র কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ দুররুল হুদা ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন।

২য় অধিবেশনের শুরুতে পবিত্র কুরআনের সূরা তওবার ১১১-১১২ আয়াত অর্থসহ তেলাওয়াত করেন নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘে’র কর্মী আবু সাঈদ ও রাক্বীবুল ইসলামের নেতৃত্বে আল-হেরা শিল্পীগোষ্ঠীর যৌথ জাগরণী পরিবেশিত হয়। এরপর বিশেষ অতিথির ভাষণ প্রদান করেন আহলেহাদীছ পেশাজীবী ফোরাম কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, আহলেহাদীছ ইমাম ও ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ মাদানী, ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. কাবীরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘আন্দোলনে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শহীদ নকীব ভূঁইয়া।

অতঃপর ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম আম জনতার উদ্দেশ্যে ও সরকারে প্রতি ‘যুবসংঘে’র ১০ দফা প্রস্তাবনা পাঠ করেন। কর্মী সম্মেলন ২০২৪-এর প্রস্তাবনাসমূহ হ’ল- (১) ৯০% মুসলিমের দেশ বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থাকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে ঢেলে সাজাতে হবে। (২) প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশুদ্ধ ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মাদ্রাসা ও স্কুল-কলেজের সিলেবাস থেকে নতুন পরীক্ষাপদ্ধতি বাতিল করে বাস্তবসম্মত এবং শিক্ষাবান্ধব পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। (৩) মুসলিম সমাজে অনুপ্রবিষ্ট শিরক-বিদ‘আত, কুসংস্কার, জঙ্গীবাদ, চরমপন্থাসহ যাবতীয় ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্মমন্ত্রণালয়ের অধীনে আহলেহাদীছসহ দেশের শীর্ষস্থানীয় আলেমদের সমন্বয়ে একটি ‘ধর্মীয় উপদেষ্টা পরিষদ’ গঠন করতে হবে। (৪) কোটা নয়, মেধা মূল্যায়নের মাধ্যমে সবাইকে সমানভাবে দেশ সেবার সুযোগ দিতে হবে। জাতীয় বাজেটে নির্দলীয়ভাবে সকল যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি নিশ্চিত করতে হবে। (৫) ছেলে ও মেয়েদের সহশিক্ষা প্রথা বাতিল করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের জন্য আলাদা ব্যবস্থা রেখে পৃথক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। (৬) অফিস-আদালত থেকে ঘুষ ও দুর্নীতি বন্ধের জন্য আলেমদের সমন্বয়ে সরকারীভাবে একটি ‘সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ’ বিভাগ সৃষ্টি করতে হবে।(৭) অসাধু ব্যবসায়ী ও মওজূদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে। (৮) বিনোদন ও সংস্কৃতির নামে অশ্লীলতা ও বেহায়াপনার অবাধ প্রসার বন্ধ করতে হবে। সেই সাথে শহরে-গ্রামে যত্রতত্র মদ, জুয়া এবং লটারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। (৯) এই সম্মেলন আহলে কুরআন, কাদিয়ানী, হিজবুত তাওহীদ, দেওয়ানবাগী প্রভৃতি ইসলামের নামে ভ্রান্ত ফের্কাসমূহ প্রতিরোধে সরকারীভাবে ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছে।(১০) এই সম্মেলন ইস্রাঈলের পাশবিক হামলার শিকার অসহায় ফিলিস্তীনী মুসলিম ভাই-বোনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং ইস্রাঈলের অস্ত্রসরবরাহকারী যুক্তরাষ্ট্রসহ পশু শক্তিগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। সেই সাথে বাংলাদেশ সরকারকে সকল বিশ্বফোরামে ভূমিকা রাখার আহবান জানাচ্ছে। সর্বোপরি দখলদার ইস্রাঈলকে প্রতিরোধে আল্লাহর গায়েবী মদদ প্রার্থনা করছি।

অনুষ্ঠানের শেষ প্রান্তে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র প্রতিষ্ঠাতা ও অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব স্যারের উপস্থিতিতে বার্ষিক কর্মতৎপরতার উপর ভিত্তি করে ‘যুবসংঘের’ শ্রেষ্ঠ যেলা, শ্রেষ্ঠ সভাপতি, শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক ও ৪জন শ্রেষ্ঠ সংগঠকের নাম ঘোষণা করা হয়। ২০২২-২০২৪ সেশনের শ্রেষ্ঠ যেলা নির্বাচিত হয়েছে দিনাজপুর-পূর্ব, শ্রেষ্ঠ সভাপতি আল-ইমরান (গাযীপুর-দক্ষিণ), শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক মুফীযুল ইসলাম (রংপুর-পশ্চিম), শ্রেষ্ঠ সংগঠক আব্দুল্লাহ আল-মামূন (গাইবান্ধা-পশ্চিম), সাইফুর রহমান (দিনাজপুর-পূর্ব), আবুল কাসেম (রাজশাহী পশ্চিম) ও জসীমুদ্দীন (চট্টগ্রাম)।

অতঃপর প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত তরুণ ও যুবাদের উদ্দেশ্যে মর্মস্পশী ও হৃদয়গ্রাহী এক ভাষণ প্রদান দেন। যেখানে তিনি ‘যুবসংঘ’ সূচনার প্রেক্ষাপট ও ‘যুবসংঘে’র নানাবিধ সংস্কারগুলো তুলে ধরেন। এছাড়াও তিনি ‘যুবসংঘে’র কর্মীদের আগামী দিনে পথ চলার মূলমন্ত্র বলে দেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব ও কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ফয়ছাল মাহমূদ। সবশেষে সম্মেলনের সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী সমাপনী ভাষণ প্রদান করেন।

উল্লেখ্য যে, কর্মী সম্মেলন উপলক্ষে দীর্ঘ প্রতীক্ষার পর ‘যুবসংঘে’র স্মারকগ্রন্থ-২ প্রকাশিত হয়। যাতে সন্নিবেশিত হয়েছে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর প্রতিষ্ঠাতা ও ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব স্যারের সাক্ষাৎকার সহ মূল্যবান ৩টি সাক্ষাৎকার। এছাড়াও এতে রয়েছে গুরুত্বপূর্ণ প্রবন্ধ সমাহার, ইতিহাস-ঐতিহ্যে ভরপুর প্রবীণদের হৃদয় নিংড়ানো স্মৃতিকথা ও ১৯৭৮-২০২২ সাল পর্যন্ত ‘যুবসংঘে’র উল্লেখ্যযোগ্য ঘটনা প্রবাহ।

সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল সম্মেলন-২০২৪

নওদাপাড়া, রাজশাহী ১২ই জুলাই’২৪ শুক্রবার : অদ্য বাদ আছর থেকে এশার জামা‘আতের পূর্ব পর্যন্ত আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসার শিক্ষক মিলানয়তন কক্ষে সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীলদের নিয়ে ২য় বারের মত সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম স্বাগত ভাষণ ও কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী উদ্বোধনী ভাষণ প্রদান করেন।

অতঃপর ‘যুবসংঘে’র সাবেক দায়িত্বশীলদের মধ্য থেকে মতামত প্রকাশ করেন মুহাম্মাদ জামিলুর রহমান (কুমিল্লা), আরীফুল ইসলাম (চাঁপাই নবাবগঞ্জ), মুহাম্মাদ মুস্তাফিযুর রহমান সোহেল (নারায়ণগঞ্জ), ড. মুখতারুল ইসলাম (রাজশাহী), ড. নূরুল ইসলাম (রাজশাহী), মুহাম্মাদ মুস্তাকিম আহমাদ (রাজশাহী), মুহাম্মাদ হারুণূর রশীদ (ঝিনাইদহ), ড. মুহাম্মাদ আবু ত্বাহের (সিলেট), মুহাম্মাদ আব্দুল্লাহিল কাফী (রাজশাহী), আবুল বাশার আব্দুল্লাহ (মেহেরপুর) ও মুহাম্মাদ বেলাল হোসেন (কুমিল্লা)।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে ভাষণ প্রদান করেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (রাজশাহী), সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার (কুষ্টিয়া), সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. কাবীরুল ইসলাম (রাজশাহী) সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর), সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা)। অতঃপর প্রধান অতিথি হিসাবে ভাষণ প্রদান করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র প্রতিষ্ঠাতা ও ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব স্যার।অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ মিলন ও সমাপনী ভাষণ প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী।

কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ

১. নওদাপাড়া, রাজশাহী ২৪শে মে’২৪ শুক্রবার : অদ্য সকাল ৯-টা হ’তে বিকাল ৪টা পর্যন্ত আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ মসজিদের ২য় তলায় রাজশাহী সদর সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’ রাজশাহী সদরের সভাপতি হাবীবুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-সদর ‘আন্দোলনে’র সভাপতি মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব, রাজশাহী সদর ‘যুবসংঘে’র সহ-সভাপতি হাফেয রূহুল আমীন ও সাধারণ সম্পাদক যয়নুল আবেদীন। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের বেশ কিছু কর্মী ও দায়িত্বশীলরাও অংশগ্রহণ করে।

২. কুলাঘাট, লালমনিরহাট ৩১শে মে’২৪ শুক্রবার : অদ্য সকাল ৯টা হ’তে বোয়ালমারী আহলেহাদীছ জামে মসজিদে লালমনিরহাট যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ মানছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব ও বিশেষ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় শূরা সদস্য ও গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার সভাপতি আব্দুল্লাহ আল-মামূন এবং গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার সহ-সভাপতি হাফেয ওবায়দুল্লাহ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালমনিরহাট যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি আব্দুল লতিফ।

৩. চট্টগ্রাম ৩১শে মে’২৪ শুক্রবার : অদ্য বাদ আছর থেকে চট্রগ্রাম যেলা মারকাযে চট্টগ্রাম সাংগঠনিক যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি জসীমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক ও কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক আরজু হোসেন ছাবিবর ও যেলা ‘যুবসংঘে’র সভাপতি জসীমউদ্দীন প্রমূখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন যেলা ‘যুবসংঘে’র প্রশিক্ষণ সম্পাদক আরাফাত জামান।

৪. কক্সবাজার-সদর ১লা জুন’২৪ শনিবার : অদ্য বাদ আছর কক্সবাজার-সদর আহলেহাদীছ জামে মসজিদে কক্সবাজার সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক ও কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর। গঠনতন্ত্রের আলোকে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণটি বৈঠক শেষের দো‘আ পাঠের মাধ্যমে সন্ধ্যায় শেষ হয়।

৫. পঞ্চগড় ১লা জুন’২৪ শনিবার : অদ্য বাদ আছর হ’তে বেংহাড়ী মৌলভীপাড়া দারুস সুন্নাহ মাদ্রাসায় পঞ্চগড় যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপতিস্থত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পদক আসাদুল্লাহ আল-গালিব ও বিশেষ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় শূরা সদস্য ও গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার সভাপতি আব্দুল্লাহ আল-মামূন এবং গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার সহ-সভাপতি হাফেয ওবায়দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সভাপতি যয়নুল আবেদীন ও অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আরীফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী ও দায়িত্বশীলবৃন্দ।

৬. কানসাট, চাঁপাইনবাবগঞ্জ ০৫ই জুন’২৪ বুধবার : অদ্য সকাল ৯-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কানসাট মাদ্রাসায় চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ যেলা ‘যুবসংঘে’র আয়োজনে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ ছালেহ সুলতানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ ও বিশেষ প্রশিক্ষক ছিলেন ‘যুবসংঘ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আব্দুল্লাহ আল মাহমূদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সাবেক সভাপতি ইসমাঈল হোসেন, বর্তমান সভাপতি অধ্যাপক শহিদুল করীম, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসীন আলী, যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ও প্রচার সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।

৭. শাসনগাছা, কুমিল্লা ৭ই জুন’২৪ শুক্রবার : অদ্য বাদ আছর শাসনগাছা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স জামে মসজিদে কুমিল্লা যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ রূহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডে’র চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ ও ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ড. শওকত হাসান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলনে’র উপদেষ্টা তাসলীম সরকার, যেলা ‘আন্দোলনে’র সহ-সভাপতি মাওলানা মুছলেহুদ্দীন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জামীলুর রহমান প্রমুখ।

সুধী সমাবেশ

১. সিংহমারা, মোহনপুর, রাজশাহী ১০ই মে’২৪ শুক্রবার : অদ্য বাদ আছর সিহংমারা আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। মোহনপুর উপযেলা ‘আন্দোলনে’র সভাপতি মাওলানা মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ইহসান ইলাহী যহীর। যেলা ‘যুবসংঘে’র সভাপতি আবুল কাশেমের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার সহ-সভাপতি মুহাম্মাদ মতীউর রহমান।

২. সোনাতলা, বগুড়া ২৯শে জুন’২৪ শনিবার : অদ্য বাদ আছর যেলার সোনাতলা উপযেলাধীন সোনাতলা আহলেহাদীছ জামে মসজিদে উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডে’র চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম।



আরও