১. প্রশ্ন : খন্দক যুদ্ধে পরিখা অতিক্রমের চেষ্টা করতে গিয়ে তীর-ধনুকের আঘাতে কতজন কাফের নিহত হয়?
উত্তর : ১০ জন।
২. প্রশ্ন : খন্দক যুদ্ধে কতজন মুসলিম শহীদ হন?
উত্তর : ৬জন
৩. প্রশ্ন : খন্দক যুদ্ধে প্রতি ১০ ছাহাবী কতহাত পরিখা খননের দায়িত্বে ছিল?
উত্তর : ৪০ হাত।
৪. প্রশ্ন : পরিখা খননকালে একটি বকরীর বাচ্চা ও এক ছা‘ যবের আটায় কতজন ছাহাবী খেয়েছিলেন?
উত্তর : পরিখা খননরত ১০০০ ছাহাবী।
৫. প্রশ্ন : আম্মার কোন যুদ্ধে ও কত বছর বয়সে শহীদ হন?
উত্তর : ৩৭ হিজরীতে ছিফফীনের যুদ্ধে ৯৩ বছর বয়সে।
৬. প্রশ্ন : খন্দক যুদ্ধে মুসলিম বাহিনীর প্রতীক চিহ্ন কি ছিল?
উত্তর : حملاَ يُنْصَرُوْنَ হা-মীম তারা সাহায্যপ্রাপ্ত হবে না।
৭. প্রশ্ন :কোন যুদ্ধে রাসূল (ছাঃ)-এর ছালাত কাযা হয়?
উত্তর : খন্দকের যুদ্ধে।
৮. প্রশ্ন :খন্দকের যুদ্ধে কুরায়েশদের সেনাপতি কে ছিল?
উত্তর : ইকরিমা বিন আবু জাহল।
৯. প্রশ্ন : ছালাতুল খাওফ-এর বিধান নাযিল হয় কখন?
উত্তর : ৬ষ্ঠ হিজরীতে হোদায়বিয়ার সফরকালে।
১০. প্রশ্ন : বনু কুরায়যার দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর : মসজিদে নববী থেকে ১০ কি. মি.দক্ষিণ-পূর্বে।
১১. প্রশ্ন :: বনু কুরায়যা যুদ্ধে কতজন ছাহাবী ছিলেন?
উত্তর : ৩,০০০ ছাহাবী।
১২. প্রশ্ন : বনু কুরায়যার দুর্গ কতদিন অবরোধ ছিল?
উত্তর : ২৫ দিন।
১৩. প্রশ্ন : বনু কুরায়যা যুদ্ধে কতজন ছাহাবী শহীদ হন?
উত্তর : ২ জন।
১৪. প্রশ্ন : কোন ছাহাবীর মৃত্যুতে আল্লাহ্র আরশ কেঁপেছিল?
উত্তর : সা‘দ বিন মু‘আযের মৃত্যুতে।
১৫. প্রশ্ন :ছদ্মবেশে কে রাসূলকে হত্যা করতে চেয়েছিল?
উত্তর : ছুমামাহ বিন আছাল হানাফী।
১৬. প্রশ্ন :বনু মুছত্বালিক্ব যুদ্ধে কতজন কাফের নিহত হয়?
উত্তর :১০ জন।
১৭. প্রশ্ন : এ যুদ্ধে রাসূল (ছাঃ) কাকে বিবাহ করেন?
উত্তর : হারেছ কন্যা জুওয়াইরিয়াকে।
১৮. প্রশ্ন : কোন যুদ্ধ হ’তে ফেরার পথে ইফকের ঘটনা ঘটে?
উত্তর : বনু মুছত্বালিক্ব যুদ্ধ হ’তে ফেরার পথে।