শব্দজট

তাওহীদের ডাক ডেস্ক 262 বার পঠিত

পাশাপাশি : (১) নবী ও সৎ ব্যক্তিদের প্রতি আল্লাহ্র প্রত্যাদেশ। (৩) ভালো কাজের দিক নির্দেশনা দেওয়া যাবে বলে। (৫) প্রয়োজনীয়। (৭) দয়া ও অনুকম্পার সমর্থক শব্দ। (৯) আরবী ৭ম মাস। (১১) রামাযান মাসে সূর্যাস্তের সাথে সাথে যা করা হয়। (১২) পাপ-পঙ্কিলতা থেকে আল্লাহ্র দিকে ফিরে যাওয়ার মাধ্যম।

উপর-নীচ : (১) যা আমরা কেবল আল্লাহ্র জন্য করে থাকি। (২) যিনি পরিশ্রম করেন। (৩) যা সমাদর পূর্বক বা উপঢৌকন হিসাবে দেওয়া হয়। (৪) আল্লাহ ও তার রাসূলের দিকনির্দেশনার সমষ্টি বা ইসলামী বিধিবিধানকে বুঝায়। (৬)জামা‘আতবদ্ধ ছালাতে সারিবদ্ধ অবস্থা (৮) এক যবর, এক যের এবং এক পেশকে যা বলা হয়। (১০) যে শুনতে পায় না। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১০

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১১

 

 

 

 

১২

 

 


প্রতিযোগীর নাম : ................................................. শ্রেণী : ............................... শাখা :...................... মোবাইল : .......................................................... প্রতিষ্ঠানের নাম/ঠিকানা :.......................................... ......................................................................।

۩গত সংখ্যায়‘বর্ণের খেলা’-এর সঠিক উত্তর * কুরবানী ১. কুরআন ২. রহমান ৩. বাদশাহ ৪. নীতিমালা।

 গত সংখ্যায়বর্ণের খেলায় অসংখ্য সঠিক উত্তরদাতাদের মধ্য হ’তে লটারীর মাধ্যমে পুরস্কার প্রাপ্ত ৩ জন হ’ল- ১মরুকাইয়া ছিদ্দীকা,৯ম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, (বালিকা শাখা); ২য়আব্দুর রহমান (নওগাঁ); ৩য়জিনিয়া আক্তার, ৭ম (ক), আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, (বালিকা শাখা)।

 (১) নির্ধারিত অংশ কেটে নিম্নের ঠিকানায় পাঠাতে হবে- বিভাগীয় সম্পাদক, আইকিউ, তাওহীদের ডাক, নওদাপাড়া, আমচত্ত্বর, রাজশাহী। ০১৭৬৬-২০১৩৫৩।

 (২) নির্ধারিত অংশ পূরণ করার পর গোটা পৃষ্ঠার ছবি তুলে ০১৭৬৬-২০১৩৫৩ নম্বরে হোয়াটসআপ করতে হবে।

 সতর্কীকরণ : কোনরূপ কাটাকাটি বা ফটোকপি করে পূরণ বা যে কোন ধরনের অসদুপায় অবলম্বন গ্রহণযোগ্য নয়।



আরও